কলকাতা, 4 মে : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) জেরে বহু কর্মী প্রাণ হারিয়েছেন, গত এক বছরে এই অভিযোগ বারবার তুলেছে ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ এবার ভোট পরবর্তী হিংসায় সেই ‘শহিদ’ কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ শুরু করল বঙ্গ বিজেপি ৷ বুধবার কলকাতায় দলের শীর্ষস্তরের নেতারা পথে নেমে সাধারণ মানুষের কাছ থেকে এই নিয়ে চাঁদা তুললেন (BJP Collects money to help Post Poll Violence Affected Family) ৷
![bjp collects money to help post poll violence affected family](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-bjpfundcalculation-story_04052022175625_0405f_1651667185_1081.jpg)
এদিন কলকাতা রানি রাসমনি অ্যাভিনিউতে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষ্যে অবস্থান বিক্ষোভ করে বিজেপি ৷ তার পরই তাদের তরফে এই অর্থ সংগ্রহ অভিযান শুরু করা হয় ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP MLA Suvendu Adhikari), বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)-সহ অন্যরা অর্থ সংগ্রহ করেন ৷
বিজেপি সূত্রে খবর, ‘শহিদ’ পরিবারের সদস্যদের জন্য সংগ্রহ করা এই অর্থ আগামী 7 মে তাদের হাতে তুলে দেওয়া হবে ৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘ভোট-পরবর্তী হিংসায় বিজেপির বহু কর্মী-সমর্থক এখনও ঘরছাড়া । যে সমস্ত শহিদ পরিবার আছে, তাদের আর্থিক অবস্থা ঠিক নেই । তাই তাদের হাতে অর্থ সাহায্য তুলে দিতে এই পদক্ষেপ করা হয়েছে ।’’
আরও পড়ুন : Arjun Skips BJP's Rally : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা