ETV Bharat / city

Bhabanipur By Election Campaign: ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রচারে আসছেন স্মৃতি ইরানি - TMC

ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করবেন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা ৷ আগামী 22 সেপ্টেম্বর থেকে স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী এবং মনোজ তিওয়ারিরা প্রচার শুরু করবেন ৷

BJP Central Leaders are Coming to Campaign in Bhabanipur By Blection for Priyanka Tibrewal
Bhabanipur By Election Campaign: ভবানীপুর উপনির্বাচনে বিজেপি’র প্রচারে আসছেন স্মৃতি ইরানি
author img

By

Published : Sep 20, 2021, 6:13 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার আসছেন কেন্দ্রীয় নেতানেত্রীরা ৷ আগামী 22 সেপ্টেম্বর থেকে জোরদার প্রচার চালাবেন তাঁরা ৷ এক সপ্তাহে একাধিক কেন্দ্রীয় হেভিওয়েট নেতা ও মন্ত্রী ভবানীপুরে প্রচার করবেন বলে বিজেপি সূত্রে খবর ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সহ একঝাঁক নেতা রাজ্যে আসছেন ৷

বিজেপি সূত্রে খবর, 22-23 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ভবানীপুরে প্রচার করবেন ৷ ওই দিনই সাংসদ মনোজ তিওয়ারি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার শুরু করবেন ৷ তিনি 22 থেকে 27 সেপ্টেম্বর প্রচার করবেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ 25 থেকে 27 সেপ্টেম্বর প্রচারের শেষ তিনদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রচার করবেন বিজেপি প্রার্থীর হয়ে ৷

তবে, 2021’র বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবানীপুরের প্রচারে রাজ্য নেতৃত্বের উপরেই বেশি ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তারা এবিষয়ে বেশি নাক গলাবে না বলেও বিজেপি সূত্রে খবর ৷ ইতিমধ্যেই, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রচার শুরু করেছেন ৷ বিজেপির দুই রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ভবানীপুরের প্রচারে অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন : Babul Supriyo to ETV Bharat : পিছনে ফিরে তাকাতে চাই না, দলত্যাগ করলে সমালোচনা হবেই : বাবুল

বিজেপি সূত্রে খবর, 2021 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মাত্র দু’টি ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছিল ৷ কিন্তু, বাকি সব ক’টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করেন ৷ এছাড়া ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয় ৷ এখানে সব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ৷ আর তাই অবাঙালি ভোটারদের মন জয় করতে মনোজ তিওয়ারি এবং হরদীপ সিং পুরীকে ভবানীপুরে প্রচারে আনা হচ্ছে ৷

আরও পড়ুন : Suvendu-Kunal : টুইট যুদ্ধে শুভেন্দুর ‘মা কালী’ স্মরণ, পাল্টা ‘মা দুর্গা’র শরণাপন্ন কুণাল

এনিয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা সামনের এক সপ্তাহ তারকা প্রচারে জোর দিচ্ছি ৷ এতে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন থাকবেন ৷ তেমনি রাজ্য নেতৃত্বও প্রচারে জোর দিচ্ছে ৷ 22-27 সেপ্টেম্বর হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক প্রিয়াঙ্কার হয়ে জোরদার প্রচার করবেন ৷’’

আরও পড়ুন : Bhabanipur By Election: পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর

কলকাতা, 20 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার আসছেন কেন্দ্রীয় নেতানেত্রীরা ৷ আগামী 22 সেপ্টেম্বর থেকে জোরদার প্রচার চালাবেন তাঁরা ৷ এক সপ্তাহে একাধিক কেন্দ্রীয় হেভিওয়েট নেতা ও মন্ত্রী ভবানীপুরে প্রচার করবেন বলে বিজেপি সূত্রে খবর ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সহ একঝাঁক নেতা রাজ্যে আসছেন ৷

বিজেপি সূত্রে খবর, 22-23 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ভবানীপুরে প্রচার করবেন ৷ ওই দিনই সাংসদ মনোজ তিওয়ারি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার শুরু করবেন ৷ তিনি 22 থেকে 27 সেপ্টেম্বর প্রচার করবেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ 25 থেকে 27 সেপ্টেম্বর প্রচারের শেষ তিনদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রচার করবেন বিজেপি প্রার্থীর হয়ে ৷

তবে, 2021’র বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবানীপুরের প্রচারে রাজ্য নেতৃত্বের উপরেই বেশি ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তারা এবিষয়ে বেশি নাক গলাবে না বলেও বিজেপি সূত্রে খবর ৷ ইতিমধ্যেই, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রচার শুরু করেছেন ৷ বিজেপির দুই রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ভবানীপুরের প্রচারে অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন : Babul Supriyo to ETV Bharat : পিছনে ফিরে তাকাতে চাই না, দলত্যাগ করলে সমালোচনা হবেই : বাবুল

বিজেপি সূত্রে খবর, 2021 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মাত্র দু’টি ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছিল ৷ কিন্তু, বাকি সব ক’টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করেন ৷ এছাড়া ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয় ৷ এখানে সব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ৷ আর তাই অবাঙালি ভোটারদের মন জয় করতে মনোজ তিওয়ারি এবং হরদীপ সিং পুরীকে ভবানীপুরে প্রচারে আনা হচ্ছে ৷

আরও পড়ুন : Suvendu-Kunal : টুইট যুদ্ধে শুভেন্দুর ‘মা কালী’ স্মরণ, পাল্টা ‘মা দুর্গা’র শরণাপন্ন কুণাল

এনিয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা সামনের এক সপ্তাহ তারকা প্রচারে জোর দিচ্ছি ৷ এতে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন থাকবেন ৷ তেমনি রাজ্য নেতৃত্বও প্রচারে জোর দিচ্ছে ৷ 22-27 সেপ্টেম্বর হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক প্রিয়াঙ্কার হয়ে জোরদার প্রচার করবেন ৷’’

আরও পড়ুন : Bhabanipur By Election: পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.