কলকাতা, 27 ফেব্রুয়ারি : ভোটগ্রহণ পর্ব মিটতে না-মিটতেই 108 পৌরসভা নির্বাচনে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ এনে বাংলা বনধের ডাক দিল বিজেপি ৷ গেরুয়া শিবিরের ডাকে সোমবার অর্থাৎ, আগামিকাল রাজ্যে 12 ঘণ্টার (সকাল 6টা থেকে সন্ধে 6টা) বনধ (BJP calls Bengal strike on Monday) ৷ সন্ত্রাসের অভিযোগে সোমবার তারা পথে নামবে বলেও জানিয়েছে বিজেপি ৷
এদিন ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি ৷ রাজ্য বিজেপির সদর দফতরে ভার্চুয়াল সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন মুখপাত্র শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সকালেই বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, "রাজ্যে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে ৷" বিকেলে বাংলা বনধের ডাক দিয়ে সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূলের হিংসায় রাজ্যের দু'জন সাংবাদিকও প্রহৃত হয়েছেন ৷ তাদের ক্য়ামেরা ভেঙে দেওয়া হয়েছে ৷ রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধেও সাংবাদিককে প্রহার করার কোনও নজির এখনও পাইনি আমরা ৷"
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ইভিএম ভাঙচুর, বিজেপির মহিলা প্রার্থীকে হেনস্তার অভিযোগ কাঁথিতে
ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রমুখ ৷ জগদ্দলে এদিন অর্জুন সিংয়ের উপরেও হামলার খবর আসে ৷ সকাল থেকেই জেলায়-জেলায় ভোট রিগিং, বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয় বিজেপি ৷ বিকেলের দিকে রাজ্য বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে এই মর্মে জমা পড়েছে অভিযোগও ৷ রাজ্য নির্বাচন কমিশন অবিলম্বে এই নির্বাচনকে 'অকার্যকর' ঘোষণা করুক, দাবি গেরুয়া শিবিরের ৷