ETV Bharat / city

Government Notice on Bengal Strike: সরকারি নির্দেশিকা, বনধের দিন অফিস না-গেলে কাটা যাবে বেতন - Government Notice on Bengal Strike

সরকারি কোনও কর্মী বনধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তাঁর চাকরি জীবন থেকে একদিন কমে যাবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। শুধু তাই নয়, অর্থ দফতরে তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অফিসে না-এল কাটা যাবে বেতন ৷ অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বনধের আগের দিন যাঁরা ছুটিতে থাকবেন, সোমবার তাঁদের কাজে যোগ দিতেই হবে। বনধের দিনকে মাঝখানে রেখে আগে বা পরের দিন ছুটি নেওয়া যাবে না। নির্দেশিকা অমান্য করলে, একদিনের বেতন কেটে নেওয়া হবে (Government Notice on Bengal Strike)।

BJP Bengal Strike:
বনধ সফল করতে বদ্ধপরিকর বিজেপি তৈরি নবান্ন
author img

By

Published : Feb 27, 2022, 10:49 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে বনধ সমর্থন না করার আহ্বান জানাল নবান্ন। রবিবার পৌরভোট নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। ভোট শেষের পরেই সন্ত্রাসের আবহে ভোটের অভিযোগ তুলে 12 ঘণ্টা বাংলা বনধ ডেকেছে বিজেপি (BJP Bengal Strike)। আর এই ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানাল রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল-কলেজ, বাজার-দোকান, অফিস-কাছারি খোলা থাকবে। সমস্ত পঞ্চায়েতের দফতর, মিউনিসিপাল অফিস যথারীতি খোলা থাকবে। বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে। যদি সরকারি কোনও কর্মী বনধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তাঁর চাকরি জীবন থেকে একদিন কমে যাবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। শুধু তাই নয়, অর্থ দফতরে তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অফিসে না-এল কাটা যাবে বেতন ৷ অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বনধের আগের দিন যাঁরা ছুটিতে থাকবেন, সোমবার তাঁদের কাজে যোগ দিতেই হবে। বন্‌ধের দিনকে মাঝখানে রেখে আগে বা পরের দিন ছুটি নেওয়া যাবে না। নির্দেশিকা অমান্য করলে, একদিনের বেতন কেটে নেওয়া হবে।

পৌরভোট শেষে রাজ্য পুলিশের ডিজি মনোজ মলব্য দাবি এদিন করেন, রাজ্যে পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে। ছোটখাটো ঘটনা সত্বেও মোটের উপর নির্বাচন নির্বিঘ্নেই মিটেছে। একইসঙ্গে ডিজির হুঁশিয়ারি, সোমবার জোর করে বনধ করানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ডিজি বলেন, "সোমবার সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে বনধ করানো হলে ব্যবস্থা নেওয়া হবে। নবান্নের বিজ্ঞপ্তিতেও এই একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জোর করে যানবাহন, দোকান-বাজার, সরকারি-বেসরকারি অফিস বন্ধের চেষ্টা করা হলে প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে (Government Notice on Bengal Strike)।"

যদিও, সরকার এবং পুলিশ প্রশাসনের এহেন পদক্ষেপের পরেও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনও মূল্যে এই 12 ঘণ্টার বনধ সফল হবে রাজ্যে। আজ দিনভর রাজ্যে যে তাণ্ডবের ছবি দেখেছে রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে একে সমর্থন করে সাধারণ মানুষ বনধে যোগদান করবেন বলে জানিয়েছেন, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই অবস্থায় শেষ পর্যন্ত সাধারণ মানুষ বিজেপির ডাকা বনধকে সমর্থন করে কি না, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: 108 পৌরভোটে লাগামহীন সন্ত্রাস, সোমবার বাংলা বনধের ডাক বিজেপির

বন্ধে যাতে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর লালবাজার। সকাল থেকেই দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ও মধ্য কলকাতার এবং উত্তর কলকাতার একাধিক জায়গায় মোতায়েন থাকবে বিশাল পুলিশ । আগামিকাল বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ নিয়ে তৎপর লালবাজার। ভোর থেকে রাস্তায় থাকবে পুলিশ। লালবাজারে বাড়তি ফোর্স থাকবে আজ রাত থেকেই। প্রতিটি ডিভিশনের ডিসিকে নির্দেশ ডিভিশনের ফোর্সকে সকাল থেকে রাস্তায় থাকার জন্য। কোথাও কোনও জমায়েত হতে দেওয়া যাবে না। জমায়েত হলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। শহর শান্তিপূর্ণ রাখতে হবে। সজাগ থাকতে হবে প্রতিটি থানাকে।

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে বনধ সমর্থন না করার আহ্বান জানাল নবান্ন। রবিবার পৌরভোট নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। ভোট শেষের পরেই সন্ত্রাসের আবহে ভোটের অভিযোগ তুলে 12 ঘণ্টা বাংলা বনধ ডেকেছে বিজেপি (BJP Bengal Strike)। আর এই ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানাল রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল-কলেজ, বাজার-দোকান, অফিস-কাছারি খোলা থাকবে। সমস্ত পঞ্চায়েতের দফতর, মিউনিসিপাল অফিস যথারীতি খোলা থাকবে। বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে। যদি সরকারি কোনও কর্মী বনধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তাঁর চাকরি জীবন থেকে একদিন কমে যাবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। শুধু তাই নয়, অর্থ দফতরে তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অফিসে না-এল কাটা যাবে বেতন ৷ অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বনধের আগের দিন যাঁরা ছুটিতে থাকবেন, সোমবার তাঁদের কাজে যোগ দিতেই হবে। বন্‌ধের দিনকে মাঝখানে রেখে আগে বা পরের দিন ছুটি নেওয়া যাবে না। নির্দেশিকা অমান্য করলে, একদিনের বেতন কেটে নেওয়া হবে।

পৌরভোট শেষে রাজ্য পুলিশের ডিজি মনোজ মলব্য দাবি এদিন করেন, রাজ্যে পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে। ছোটখাটো ঘটনা সত্বেও মোটের উপর নির্বাচন নির্বিঘ্নেই মিটেছে। একইসঙ্গে ডিজির হুঁশিয়ারি, সোমবার জোর করে বনধ করানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ডিজি বলেন, "সোমবার সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে বনধ করানো হলে ব্যবস্থা নেওয়া হবে। নবান্নের বিজ্ঞপ্তিতেও এই একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জোর করে যানবাহন, দোকান-বাজার, সরকারি-বেসরকারি অফিস বন্ধের চেষ্টা করা হলে প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে (Government Notice on Bengal Strike)।"

যদিও, সরকার এবং পুলিশ প্রশাসনের এহেন পদক্ষেপের পরেও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনও মূল্যে এই 12 ঘণ্টার বনধ সফল হবে রাজ্যে। আজ দিনভর রাজ্যে যে তাণ্ডবের ছবি দেখেছে রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে একে সমর্থন করে সাধারণ মানুষ বনধে যোগদান করবেন বলে জানিয়েছেন, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই অবস্থায় শেষ পর্যন্ত সাধারণ মানুষ বিজেপির ডাকা বনধকে সমর্থন করে কি না, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: 108 পৌরভোটে লাগামহীন সন্ত্রাস, সোমবার বাংলা বনধের ডাক বিজেপির

বন্ধে যাতে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর লালবাজার। সকাল থেকেই দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ও মধ্য কলকাতার এবং উত্তর কলকাতার একাধিক জায়গায় মোতায়েন থাকবে বিশাল পুলিশ । আগামিকাল বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ নিয়ে তৎপর লালবাজার। ভোর থেকে রাস্তায় থাকবে পুলিশ। লালবাজারে বাড়তি ফোর্স থাকবে আজ রাত থেকেই। প্রতিটি ডিভিশনের ডিসিকে নির্দেশ ডিভিশনের ফোর্সকে সকাল থেকে রাস্তায় থাকার জন্য। কোথাও কোনও জমায়েত হতে দেওয়া যাবে না। জমায়েত হলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। শহর শান্তিপূর্ণ রাখতে হবে। সজাগ থাকতে হবে প্রতিটি থানাকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.