কলকাতা, 8 মার্চ : আজ ICCR পেক্ষাগৃহে পৌরভোট নিয়ে সাংগঠনিক বৈঠক করবে BJP । বৈঠকে নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) বি এন সন্তোষ । বৈঠকে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-সহ BJP-র দক্ষিণবঙ্গের সব সাংগঠনিক নেতৃত্বরাও । কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডের একজন করে প্রতিনিধিকে আজ বৈঠকে ডাকা হয়েছে । উপস্থিত থাকতে বলা হয়েছে হাওড়া পৌরনিগমের BJP-র নির্বাচন কমিটিকেও । দক্ষিণবঙ্গের সবকটি পৌরসভার নির্বাচন কমিটির সঙ্গেও আজ বৈঠক হবে ।
মূলত, পৌরসভার নির্বাচনে BJP-র সাংগঠনিক অবস্থা কী, সেটা খতিয়ে দেখতেই এই বৈঠক। তবে, বুথস্তরে সংগঠনের হাল-হকিকত রিপোর্ট নিতেই রাজ্যে আসছেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এন সন্তোষ । দক্ষিণবঙ্গের সবকটি জেলাকে এই বৈঠকে ডাকা হয়েছে । প্রতি জেলার পৌরসভার দায়িত্বে থাকা কমিটিকে উপস্থিত থাকতে বলা হয়েছে । জানা গেছে, দুটি ধাপে হবে এই বৈঠক । প্রথম ধাপে বৈঠক চলবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত । দ্বিতীয় ধাপে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ।
বৈঠকে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া হবে । প্রচার থেকে প্রার্থী বাছাই , পৌরসভা ভোটের যাবতীয় বিষয়ে ব্লু প্রিন্ট তৈরি হতে পারে আজকের এই বৈঠকে । ভোটে সবকটি পৌরসভাতে ভালো ফল করতে কী করণীয় তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে । মুকুল রায় ও সঞ্জয় সিংকে এবার পৌরসভা নির্বাচনের কমিটিতে মূল দায়িত্ব দিয়েছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, "আমাদের এই বৈঠক সম্পূর্ণ সাংগঠনিক। মূলত, পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিতেই এই বৈঠক৷"