কলকাতা, 3 মার্চ: পৌরসভা ভোটে ঘাসফুল ঝড়ে ধরাশয়ী পদ্মশিবির । এবার বাংলাবাসীর মন জিততে আগামী ভোট কৌশল ঠিক করতে বৈঠকের ডাক বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর । ৫ মার্চ ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠকের ডাক । উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মতো শীর্ষ স্থানীয় নেতারা (Review Meeting On 5 March At National Library)।
বিজেপি সূত্রে খবর, বিজেপির সকল সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের, বিজেপির সমস্ত পর্যবেক্ষক এই বৈঠকে তলব করা হয়েছে । প্রসঙ্গত নতুন এই রাজ্য কমিটি হওয়ার পর এই প্রথম এত বড় বৈঠক । এই বৈঠকে ১০৮ টি পৌরসভার নির্বাচনী ফলাফল নিয়েও আলোচনা হবে । উল্লেখযোগ্য ভাবে বিজেপি ভোট হ্রাস নিয়ে এই বৈঠকে আলোচনা হবে । কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন অমিত মালব্য ।
আরও পড়ুন: Asansol Municipal Corporation : সবসময় খোলা থাকবে অফিসের দরজা, আসানসোলের মেয়রের অভিনব সিদ্ধান্ত
২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ক্রমশ কমছে বিজেপির ভোট? তা হলে বিজেপির প্রতি মানুষ কী মুখ ফিরিয়ে নিচ্ছে? না কী এর পিছিনে বিজেপির সাংগঠনিক বিষয় দায়ী? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে ।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব এর দাবি, বিজেপি বহু কর্মী বাড়িতে বসে গিয়েছে । বিরোধীদের অভিযোগ সব কটি পৌরসভায় তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস ও ছাপ্পা ভোটের জেরেই বিজেপির ডরাডুবি । তবে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে । এই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সঙ্গে আলোচনা করবে কেন্দ্রীয় নেতৃত্ব । সূত্রের দাবি, বিজেপির একাধিক কমিটি এখনও তৈরি হয়নি। সেই কমিটিগুলি এদিনের বৈঠকে চুড়ান্ত হতে হবে । এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, " বিজেপি অবশ্যই এই হারের পর্যালোচনা করবে। কী করে এই ফলাফল হল। সেটা সবার জানা । দলের তরফে আমরা বৈঠক করে আলোচনা করব।"