ETV Bharat / city

Bhabanipur By Election: মমতার বিরুদ্ধে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি ৷ এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুদ্বারে গিয়ে ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগ করেছে বিজেপি ৷ সেইসঙ্গে গুরুদ্বারে প্রচারের নামে কোভিডবিধি ভাঙার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ৷

BJP Bring Allegations Against TMC Candidate Mamata Banerjee for Violation of Model Code of Conduct
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে অভিযোগ বিজেপির
author img

By

Published : Sep 16, 2021, 7:38 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল রাজ্য বিজেপি ৷ কোভিডবিধি ভাঙার অভিযোগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর গুরুদ্বারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ সেখানে তাঁর সঙ্গে কোভিডবিধি লঙ্ঘন করে অসংখ্য তৃণমূল সমর্থক সেখানে ভিড় করেছিল ৷ শহরের ব্যস্ত রাস্তায় একাধিক গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় ৷ যার জেরে ভবানীপুর গুরুদ্বারের সামনের রাস্তায় যানজট তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে ৷

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই গুরুদ্বারে গিয়ে ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগও করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট ৷ পাশাপাশি কোভিডবিধি ভাঙা নিয়ে বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকদের কারও মুখে মাস্ক ছিল না ৷ এমনকি সামাজিক দূরত্ববিধিও মানা হয়নি ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সজল ঘোষ ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal: এরকম নোটিস 100 পাই,150 পড়ি, 200 ছিড়ি; শোকজে অগ্নিশর্মা প্রিয়াঙ্কা

অন্যদিকে, আজ কলকাতা পুলিশের বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের আধিকারিকরা সাদা পোশাকে তাঁর উপর নজরদারি চালাচ্ছেন ৷ আর সেটা হচ্ছে রাজ্যের শাসকদলের নির্দেশে ৷ প্রসঙ্গত, আজ ভবানীপুর এলাকায় প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় প্রিয়াঙ্কাকে ৷ যেখানে ওই পুলিশ আধিকারিকের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal : ভবানীপুরে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার

কলকাতা, 16 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল রাজ্য বিজেপি ৷ কোভিডবিধি ভাঙার অভিযোগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর গুরুদ্বারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ৷ সেখানে তাঁর সঙ্গে কোভিডবিধি লঙ্ঘন করে অসংখ্য তৃণমূল সমর্থক সেখানে ভিড় করেছিল ৷ শহরের ব্যস্ত রাস্তায় একাধিক গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় ৷ যার জেরে ভবানীপুর গুরুদ্বারের সামনের রাস্তায় যানজট তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে ৷

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই গুরুদ্বারে গিয়ে ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগও করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট ৷ পাশাপাশি কোভিডবিধি ভাঙা নিয়ে বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকদের কারও মুখে মাস্ক ছিল না ৷ এমনকি সামাজিক দূরত্ববিধিও মানা হয়নি ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সজল ঘোষ ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal: এরকম নোটিস 100 পাই,150 পড়ি, 200 ছিড়ি; শোকজে অগ্নিশর্মা প্রিয়াঙ্কা

অন্যদিকে, আজ কলকাতা পুলিশের বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের আধিকারিকরা সাদা পোশাকে তাঁর উপর নজরদারি চালাচ্ছেন ৷ আর সেটা হচ্ছে রাজ্যের শাসকদলের নির্দেশে ৷ প্রসঙ্গত, আজ ভবানীপুর এলাকায় প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় প্রিয়াঙ্কাকে ৷ যেখানে ওই পুলিশ আধিকারিকের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal : ভবানীপুরে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.