ETV Bharat / city

তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করতে আবেদন BJP-র - bjp appeals to ec

"ভারতীয় নাগরিক ছাড়া কাউকে নির্বাচনে সামিল হওয়ার কথা ভারতীয় সংবিধানে নেই । তাই এখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ওঠে । নিয়ম যখন নেই তখন ইমরান খানও প্রচারে আসতে পারেন । " আজ সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।

মুকুল রায়
author img

By

Published : Apr 21, 2019, 8:48 PM IST

কলকাতা, 21 এপ্রিল : নির্বাচন সদনে রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করার আবেদন জানাল BJP । আজ BJP-র তরফে মুকুল রায় সাংবাদিক বৈঠক করে একথা জানান । তিনি বলেন, "ভারতীয় নাগরিক ছাড়া কাউকে নির্বাচনে সামিল হওয়ার কথা ভারতীয় সংবিধানে নেই । তাই এখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ওঠে । নিয়ম যখন নেই তখন ইমরান খানও প্রচারে আসতে পারেন । " এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "যে রাজনৈতিক দল ভারতের বাইরের প্রতিনিধিদের এনে নির্বাচনের কাজে অংশগ্রহণ করায় সেই রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা উচিত । আমরা নির্বাচন সদনে এই বিষয়টি নিয়ে জানিয়েছি ।"

বাংলাদেশি নাগরিক ফিরদৌস ও গাজি আবদুন নুর এদেশে অভিনয় সূত্রে আসলেও কিছুদিন আগে তৃণমূলের হয়ে প্রচারে সামিল হন । তাঁদের একজনের কাছে বিজ়নেস ও আরেকজনের কাছে ওয়ার্কিং VISA থাকলেও তাতে ভিন দেশে গিয়ে রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারবেন কি না তা বলা নেই । বিষয়টি রাজ্য BJP নির্বাচন কমিশনের নজরে আনার পর তা নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রকেরও । এরপর তাঁদের অবিলম্বে বাংলাদেশে ফেরত যেতে বলে বাংলাদেশ হাই কমিশন । এই পরিপ্রেক্ষিতে আজ BJP তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করে নির্বাচন সদনে চিঠি পাঠায় ।

কোনও অনুমতি ছাড়াই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে হেঁটেছেন । আজ রানাঘাটে হেঁটেছেন সাংবাদিকদের এই কথার প্রসঙ্গে মুকুল বলেন, "পশ্চিমবঙ্গের কোনও আইন নেই । যেই সভাতেই লোক হচ্ছে না সেখানেই উনি পায়ে হেঁটে দিচ্ছেন । তাঁর সভায় আর লোক হচ্ছে না ।"

এরপরই তিনি অভিযোগ তোলেন, "প্রত্যেকটা থানায় OC-রা BJP-র লোকদের ডেকে পাঠাচ্ছে, কেস দিচ্ছে, হুমকি দিচ্ছে । এটা পশ্চিমবঙ্গের সব থানায় হচ্ছে ।" আপনারা কি OC-দের বদলি চাইছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি সম্ভব হয় তাহলে বদলি করা হলে তো ভালোই হয় । এরাই তো পঞ্চায়েত নির্বাচন করিয়েছেন । পঞ্চায়েত নির্বাচনে তাঁদের দক্ষতা তো দেখেছেন আপনারা । প্রায় 34 শতাংশ আসনে প্রার্থী দেওয়া যায়নি । দেখেছেন 20 হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে । তাহলে এই OC-দের বদলানো হবে না কেন? আমার কাছে খবর আছে কে কে এইভাবে হুমকি দিচ্ছে । খবর আছে আজ কোন কোন OC এই কাজ করছে । আমি তো সেই সব ছবি নিয়ে যাব নির্বাচন কমিশনে । এর প্রমাণ আমার কাছে আছে । সারা রাজ্যে এমনসব পুলিশ সুপার আছেন, SDPO আছেন যারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন এবং কোনও নিয়ম-নীতি না মেনে প্রকাশ্যে তৃণমূলের জন্য যা যা করার করছে ।"

দেখুন কী বললেন মুকুল

শুভ্রাংশু রায় কী দু'এক দিনের মধ্যে BJP-তে যোগ দিতে পারেন? উত্তরে মুকুলের জবাব, "এই প্রশ্নটা শুভ্রাংশুকে করলেই ভালো হয়। সে পরিণত । তার ভালোমন্দ সে নিজেই বিচার করবে ।"

বৈঠক শেষে তিনি বলেন, "আজ রাতেই অমিত শাহ রাজ্যে আসবেন । কাল সকাল সাড়ে আটটা নাগাদ সুইস হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন । এরপর আগামীকাল অমিত শাহ প্রথম রাজনৈতিক সভা করবেন উলুবেড়িয়ায় । যে পাঁচটি লোকসভা আসনে ভোট হয়েছে সেই পাঁচটি আসনেই BJP জয়লাভ করবে । কোচবিহারে একাধিক আসনে আমরা পুর্ননির্বাচনের দাবি জানিয়েছি । আশা করি নির্বাচন কমিশন সেই বিষয়ে খুব শীঘ্রই তার মতামত জানাবে ।"

কলকাতা, 21 এপ্রিল : নির্বাচন সদনে রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করার আবেদন জানাল BJP । আজ BJP-র তরফে মুকুল রায় সাংবাদিক বৈঠক করে একথা জানান । তিনি বলেন, "ভারতীয় নাগরিক ছাড়া কাউকে নির্বাচনে সামিল হওয়ার কথা ভারতীয় সংবিধানে নেই । তাই এখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ওঠে । নিয়ম যখন নেই তখন ইমরান খানও প্রচারে আসতে পারেন । " এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "যে রাজনৈতিক দল ভারতের বাইরের প্রতিনিধিদের এনে নির্বাচনের কাজে অংশগ্রহণ করায় সেই রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা উচিত । আমরা নির্বাচন সদনে এই বিষয়টি নিয়ে জানিয়েছি ।"

বাংলাদেশি নাগরিক ফিরদৌস ও গাজি আবদুন নুর এদেশে অভিনয় সূত্রে আসলেও কিছুদিন আগে তৃণমূলের হয়ে প্রচারে সামিল হন । তাঁদের একজনের কাছে বিজ়নেস ও আরেকজনের কাছে ওয়ার্কিং VISA থাকলেও তাতে ভিন দেশে গিয়ে রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারবেন কি না তা বলা নেই । বিষয়টি রাজ্য BJP নির্বাচন কমিশনের নজরে আনার পর তা নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রকেরও । এরপর তাঁদের অবিলম্বে বাংলাদেশে ফেরত যেতে বলে বাংলাদেশ হাই কমিশন । এই পরিপ্রেক্ষিতে আজ BJP তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করে নির্বাচন সদনে চিঠি পাঠায় ।

কোনও অনুমতি ছাড়াই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে হেঁটেছেন । আজ রানাঘাটে হেঁটেছেন সাংবাদিকদের এই কথার প্রসঙ্গে মুকুল বলেন, "পশ্চিমবঙ্গের কোনও আইন নেই । যেই সভাতেই লোক হচ্ছে না সেখানেই উনি পায়ে হেঁটে দিচ্ছেন । তাঁর সভায় আর লোক হচ্ছে না ।"

এরপরই তিনি অভিযোগ তোলেন, "প্রত্যেকটা থানায় OC-রা BJP-র লোকদের ডেকে পাঠাচ্ছে, কেস দিচ্ছে, হুমকি দিচ্ছে । এটা পশ্চিমবঙ্গের সব থানায় হচ্ছে ।" আপনারা কি OC-দের বদলি চাইছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি সম্ভব হয় তাহলে বদলি করা হলে তো ভালোই হয় । এরাই তো পঞ্চায়েত নির্বাচন করিয়েছেন । পঞ্চায়েত নির্বাচনে তাঁদের দক্ষতা তো দেখেছেন আপনারা । প্রায় 34 শতাংশ আসনে প্রার্থী দেওয়া যায়নি । দেখেছেন 20 হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে । তাহলে এই OC-দের বদলানো হবে না কেন? আমার কাছে খবর আছে কে কে এইভাবে হুমকি দিচ্ছে । খবর আছে আজ কোন কোন OC এই কাজ করছে । আমি তো সেই সব ছবি নিয়ে যাব নির্বাচন কমিশনে । এর প্রমাণ আমার কাছে আছে । সারা রাজ্যে এমনসব পুলিশ সুপার আছেন, SDPO আছেন যারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন এবং কোনও নিয়ম-নীতি না মেনে প্রকাশ্যে তৃণমূলের জন্য যা যা করার করছে ।"

দেখুন কী বললেন মুকুল

শুভ্রাংশু রায় কী দু'এক দিনের মধ্যে BJP-তে যোগ দিতে পারেন? উত্তরে মুকুলের জবাব, "এই প্রশ্নটা শুভ্রাংশুকে করলেই ভালো হয়। সে পরিণত । তার ভালোমন্দ সে নিজেই বিচার করবে ।"

বৈঠক শেষে তিনি বলেন, "আজ রাতেই অমিত শাহ রাজ্যে আসবেন । কাল সকাল সাড়ে আটটা নাগাদ সুইস হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন । এরপর আগামীকাল অমিত শাহ প্রথম রাজনৈতিক সভা করবেন উলুবেড়িয়ায় । যে পাঁচটি লোকসভা আসনে ভোট হয়েছে সেই পাঁচটি আসনেই BJP জয়লাভ করবে । কোচবিহারে একাধিক আসনে আমরা পুর্ননির্বাচনের দাবি জানিয়েছি । আশা করি নির্বাচন কমিশন সেই বিষয়ে খুব শীঘ্রই তার মতামত জানাবে ।"

Intro:

21-04-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ "যে রাজনৈতিক দল ভারতবর্ষের বাইরের নাগরিকদের নিয়ে এসে রাজনৈতিক প্রচার করায়। সেই রাজনৈতিক দলের স্বিকৃতি বাতিল করার জন্য আমরা দিল্লিতে নির্বাচণ কমিশনের কাছে আবেদন জানিয়েছি" আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই দাবী করেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়।


বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থা বিহারের থেকেও খারাপ। তাই নির্বাচণ কমিশন বাংলার অবস্থা নিয়ে তিনি যা জানিয়েছেন। তাকে সাধুবাদ জানাই।সাংবাদিকদের বৈঠকে জানালেন মুকুল রায়।


আজ সাংবাদিক বৈঠকে মুকুল রায় অভিযোগ করেছেন, রাজ্যের প্রতিটি থানার OC রা এখন বিজেপির নেতাদের হুমকি দিচ্ছে। সারা রাজ্যে অনেক পুলিশ সুপার ও মহাকুমাশাসক প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস কে জাতানোর জন্য কাজ করছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যে সভায় লোক হচ্ছে না। তিনি তখন সেখানে মিছিল করছে। কৃষ্ণনগর ও রানাঘাটে লোক হয় নি। তখন তিনি সভায় অনুমতি নিলেও মিছিল শুরু করে। আমরা এই বিষয়ে নির্বাচণ কমিশণ কে লিখিত অভিযোগ জানাই।



শুভ্রাংশু রায় কী দুই- এক দিনের মধ্যে বিজেপিতে যোগ দিতে পারে? মুকুলের জবাব, এই প্রশ্নটা শুভ্রাংশুকে করলেই ভালো হয়। সে একজন পরিনত ছেলে। তার ভালো মন্দো সে নিজেই বিচার করবে।




মুকুল রায় বলেন, আজ রাতেই অমিত শাহ রাজ্যে আসবেন। কাল সকালে ৮ টা ৩০ মিনিটে সুইজ হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন। এর পর কাল অমিত শাহের প্রথম রাজনৈতিক সভা উলুবেড়িয়ায়। যে ৫ টি লোকসভা আসনে ভোট হয়েছে। সেই ৫ টি আসনেই বিজেপি জয়লাভ করবে। কোচবিহারে একাধিক আসনে আমরা পূণ নির্বাচণের দাবী জানিয়েছি। আশাকরি নির্বাচণ কমিশন সেই বিষয়ে খুব শীঘ্রই তার মতামত জানাবে।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.