কলকাতা, 21 এপ্রিল : নির্বাচন সদনে রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করার আবেদন জানাল BJP । আজ BJP-র তরফে মুকুল রায় সাংবাদিক বৈঠক করে একথা জানান । তিনি বলেন, "ভারতীয় নাগরিক ছাড়া কাউকে নির্বাচনে সামিল হওয়ার কথা ভারতীয় সংবিধানে নেই । তাই এখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ওঠে । নিয়ম যখন নেই তখন ইমরান খানও প্রচারে আসতে পারেন । " এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "যে রাজনৈতিক দল ভারতের বাইরের প্রতিনিধিদের এনে নির্বাচনের কাজে অংশগ্রহণ করায় সেই রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা উচিত । আমরা নির্বাচন সদনে এই বিষয়টি নিয়ে জানিয়েছি ।"
বাংলাদেশি নাগরিক ফিরদৌস ও গাজি আবদুন নুর এদেশে অভিনয় সূত্রে আসলেও কিছুদিন আগে তৃণমূলের হয়ে প্রচারে সামিল হন । তাঁদের একজনের কাছে বিজ়নেস ও আরেকজনের কাছে ওয়ার্কিং VISA থাকলেও তাতে ভিন দেশে গিয়ে রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারবেন কি না তা বলা নেই । বিষয়টি রাজ্য BJP নির্বাচন কমিশনের নজরে আনার পর তা নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রকেরও । এরপর তাঁদের অবিলম্বে বাংলাদেশে ফেরত যেতে বলে বাংলাদেশ হাই কমিশন । এই পরিপ্রেক্ষিতে আজ BJP তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করে নির্বাচন সদনে চিঠি পাঠায় ।
কোনও অনুমতি ছাড়াই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে হেঁটেছেন । আজ রানাঘাটে হেঁটেছেন সাংবাদিকদের এই কথার প্রসঙ্গে মুকুল বলেন, "পশ্চিমবঙ্গের কোনও আইন নেই । যেই সভাতেই লোক হচ্ছে না সেখানেই উনি পায়ে হেঁটে দিচ্ছেন । তাঁর সভায় আর লোক হচ্ছে না ।"
এরপরই তিনি অভিযোগ তোলেন, "প্রত্যেকটা থানায় OC-রা BJP-র লোকদের ডেকে পাঠাচ্ছে, কেস দিচ্ছে, হুমকি দিচ্ছে । এটা পশ্চিমবঙ্গের সব থানায় হচ্ছে ।" আপনারা কি OC-দের বদলি চাইছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি সম্ভব হয় তাহলে বদলি করা হলে তো ভালোই হয় । এরাই তো পঞ্চায়েত নির্বাচন করিয়েছেন । পঞ্চায়েত নির্বাচনে তাঁদের দক্ষতা তো দেখেছেন আপনারা । প্রায় 34 শতাংশ আসনে প্রার্থী দেওয়া যায়নি । দেখেছেন 20 হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে । তাহলে এই OC-দের বদলানো হবে না কেন? আমার কাছে খবর আছে কে কে এইভাবে হুমকি দিচ্ছে । খবর আছে আজ কোন কোন OC এই কাজ করছে । আমি তো সেই সব ছবি নিয়ে যাব নির্বাচন কমিশনে । এর প্রমাণ আমার কাছে আছে । সারা রাজ্যে এমনসব পুলিশ সুপার আছেন, SDPO আছেন যারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন এবং কোনও নিয়ম-নীতি না মেনে প্রকাশ্যে তৃণমূলের জন্য যা যা করার করছে ।"
শুভ্রাংশু রায় কী দু'এক দিনের মধ্যে BJP-তে যোগ দিতে পারেন? উত্তরে মুকুলের জবাব, "এই প্রশ্নটা শুভ্রাংশুকে করলেই ভালো হয়। সে পরিণত । তার ভালোমন্দ সে নিজেই বিচার করবে ।"
বৈঠক শেষে তিনি বলেন, "আজ রাতেই অমিত শাহ রাজ্যে আসবেন । কাল সকাল সাড়ে আটটা নাগাদ সুইস হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন । এরপর আগামীকাল অমিত শাহ প্রথম রাজনৈতিক সভা করবেন উলুবেড়িয়ায় । যে পাঁচটি লোকসভা আসনে ভোট হয়েছে সেই পাঁচটি আসনেই BJP জয়লাভ করবে । কোচবিহারে একাধিক আসনে আমরা পুর্ননির্বাচনের দাবি জানিয়েছি । আশা করি নির্বাচন কমিশন সেই বিষয়ে খুব শীঘ্রই তার মতামত জানাবে ।"