ETV Bharat / city

BIOA Protest : ব্যাঙ্ক জাতীয়করণের বর্ষপূর্তির দিনেই বেসরকারিকরণের প্রতিবাদে সোচ্চার ব্যাঙ্ক আধিকারিকদের সংগঠন - BIOA Protest over bank privatization of On bank nationalization day

কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (BIOA Protest over bank privatization on bank nationalization day)।

BIOA Protest
ব্যাঙ্ক জাতীয়করণের বর্ষপূর্তির দিনেই বেসরকারিকরণের প্রতিবাদে সোচ্চার ব্যাঙ্ক আধিকারিকদের সংগঠন
author img

By

Published : Jul 19, 2022, 10:07 PM IST

কলকাতা, 19 জুলাই: কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (BIOA Protest over bank privatization on bank nationalization day)। দেশের সামগ্রিক উন্নয়ণের স্বার্থে এক সময় ব্যাঙ্ক জাতীয়করণ হয়েছিল। তবে বর্তমান সরকার একাধিক ব্যাঙ্ক সংযুক্তিকরণ থেকে শুরু করে বেসরকারিকরণের পরিকল্পনা নিয়েছে বলেই খবর। আর সেই বেসরকারিকরণ হলে শুধু কর্মী আধিকারিকদের চাকরি নয়, আমজনতার আমানতও সুরক্ষিত থাকবে না বলেই দাবি ব্যাঙ্ক কর্মী, আধিকারিকদের।

এদিন ব্যাঙ্ক জাতীয়করণ দিবস উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় দাস বলেন, "ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল সামগ্রিক উন্নতির জন্য। বেসরকারিকরণ দেশবাসীর স্বার্থের জন্য নয়। করোনার জেরে দেশের অর্থনীতি প্রবলভাবে ধাক্কা খেয়েছে। তার উপর ব্যাঙ্ক বেসরকারিকরণ নীতি কর্মী ছাঁটাই যেমন তরান্বিত করবে, তেমন নতুন নিয়োগে বিলম্বিত হবে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মুষ্টিমেয় কিছু পুঁজিবাদীদের স্বার্থ। বর্তমানে সব সরকারি ব্যাঙ্ক মুনাফা করছে। তাতেও সরকার মিথ্যে আর্থিক উন্নতির দোহাই দিয়ে বেসরকারিকরণ করার চক্রান্ত করে চলেছে।"

আরও পড়ুন: এবার যান্ত্রিক ত্রুটির কবলে গো-এয়ার, একইদিনে জরুরি অবতরণ জোড়া বিমানের

তিনি আরও জানান, আমরা মানুষকে বোঝাচ্ছি। তাদের পাশে নিয়েই লাগাতার লড়াই চালাব। এই আন্দোলন ধারাবাহিক চলার জন্য এখন পর্যন্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করে উঠতে পারেনি কেন্দ্র। বাদল অধিবেশন যাতে সেই বিল না তোলা হয়, সেজন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাব।

কলকাতা, 19 জুলাই: কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (BIOA Protest over bank privatization on bank nationalization day)। দেশের সামগ্রিক উন্নয়ণের স্বার্থে এক সময় ব্যাঙ্ক জাতীয়করণ হয়েছিল। তবে বর্তমান সরকার একাধিক ব্যাঙ্ক সংযুক্তিকরণ থেকে শুরু করে বেসরকারিকরণের পরিকল্পনা নিয়েছে বলেই খবর। আর সেই বেসরকারিকরণ হলে শুধু কর্মী আধিকারিকদের চাকরি নয়, আমজনতার আমানতও সুরক্ষিত থাকবে না বলেই দাবি ব্যাঙ্ক কর্মী, আধিকারিকদের।

এদিন ব্যাঙ্ক জাতীয়করণ দিবস উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় দাস বলেন, "ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল সামগ্রিক উন্নতির জন্য। বেসরকারিকরণ দেশবাসীর স্বার্থের জন্য নয়। করোনার জেরে দেশের অর্থনীতি প্রবলভাবে ধাক্কা খেয়েছে। তার উপর ব্যাঙ্ক বেসরকারিকরণ নীতি কর্মী ছাঁটাই যেমন তরান্বিত করবে, তেমন নতুন নিয়োগে বিলম্বিত হবে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মুষ্টিমেয় কিছু পুঁজিবাদীদের স্বার্থ। বর্তমানে সব সরকারি ব্যাঙ্ক মুনাফা করছে। তাতেও সরকার মিথ্যে আর্থিক উন্নতির দোহাই দিয়ে বেসরকারিকরণ করার চক্রান্ত করে চলেছে।"

আরও পড়ুন: এবার যান্ত্রিক ত্রুটির কবলে গো-এয়ার, একইদিনে জরুরি অবতরণ জোড়া বিমানের

তিনি আরও জানান, আমরা মানুষকে বোঝাচ্ছি। তাদের পাশে নিয়েই লাগাতার লড়াই চালাব। এই আন্দোলন ধারাবাহিক চলার জন্য এখন পর্যন্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করে উঠতে পারেনি কেন্দ্র। বাদল অধিবেশন যাতে সেই বিল না তোলা হয়, সেজন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাব।

For All Latest Updates

TAGGED:

BIOA Protest
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.