ETV Bharat / city

কোভিড আবহে ভার্চুয়ালি তাঁর বক্তব্য শোনার আর্জি, হাইকোর্টের দ্বারে বিনয় মিশ্র - ভিডিয়ো কনফারেন্স

কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনা হোক ৷ এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কয়লা পাচার ও গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ।

binay-mishra-wants-to-give-statement-through-video-conferencing-appealed-to-calcutta-high-court
কোভিড আবহে ভার্চুয়ালি তাঁর বক্তব্য শোনার আর্জি, হাইকোর্টের দ্বারে বিনয় মিশ্র
author img

By

Published : Jun 7, 2021, 3:49 PM IST

কলকাতা, 7 জুন : কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কয়লা পাচার ও গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র (Binay mishra)। পাশাপাশি তাঁর অন্তর্বর্তী জামিনের সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবীর সিদ্ধার্থ লুথরা । যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে ।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, "2018 সালের 5 সেপ্টেম্বর থেকে বিনয় মিশ্র অন্য দেশের বাসিন্দা । তারপরও তাঁর বিরুদ্ধে মামলা করেছে সিবিআই । এফআইআর-এ বিনয় মিশ্রের নাম নেই । লাক-আউট নোটিশ এখনও প্রত্যাহার করা হয়নি । করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সে মামলার শুনানির অনুমতি দিয়েছে অভিযুক্তদের । বিনয় মিশ্রকেও সেই সুযোগ দেওয়া হোক ।"

অন্যদিকে, সিবিআই মামলার শুনানি 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আগামী বুধবার ফের তিনি মামলাটি শুনবেন ৷ এ ছাড়া অন্য কোনও নতুন নির্দেশ মামলায় দেওয়া হচ্ছে না ।

আরও পড়ুন: আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

কয়লা পাচার, গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত । নিজের গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিনয় । সেই মামলায় গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত বিনয় মিশ্রকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেন । তবে শর্ত হিসেবে বলা হয়েছিল, সিবিআই দফতরে গিয়ে তাঁকে হাজিরা দিতে হবে । সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে হবে ।

3 মে তাঁকে কলকাতার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু বিনয় মিশ্র সিবিআই দফতরে হাজিরা দেননি । তিনি ওই দিন একটি ই-মেইল মারফত জানান, করোনা পরিস্থিতিতে তাঁর বক্তব্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনুক সিবিআই । কিন্তু সিবিআই আধিকারিকরা বিনয় মিশ্রর সেই আর্জি গ্রহণ করেনি ।

এরপর খবরে প্রকাশিত হয়, বিনয় মিশ্র বিদেশে পালিয়ে গিয়েছেন । এখন বিদেশ থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যাতে কলকাতা হাইকোর্টে তাঁর বক্তব্য শোনা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি ।

কলকাতা, 7 জুন : কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কয়লা পাচার ও গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র (Binay mishra)। পাশাপাশি তাঁর অন্তর্বর্তী জামিনের সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবীর সিদ্ধার্থ লুথরা । যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে ।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, "2018 সালের 5 সেপ্টেম্বর থেকে বিনয় মিশ্র অন্য দেশের বাসিন্দা । তারপরও তাঁর বিরুদ্ধে মামলা করেছে সিবিআই । এফআইআর-এ বিনয় মিশ্রের নাম নেই । লাক-আউট নোটিশ এখনও প্রত্যাহার করা হয়নি । করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সে মামলার শুনানির অনুমতি দিয়েছে অভিযুক্তদের । বিনয় মিশ্রকেও সেই সুযোগ দেওয়া হোক ।"

অন্যদিকে, সিবিআই মামলার শুনানি 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আগামী বুধবার ফের তিনি মামলাটি শুনবেন ৷ এ ছাড়া অন্য কোনও নতুন নির্দেশ মামলায় দেওয়া হচ্ছে না ।

আরও পড়ুন: আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

কয়লা পাচার, গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত । নিজের গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিনয় । সেই মামলায় গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত বিনয় মিশ্রকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেন । তবে শর্ত হিসেবে বলা হয়েছিল, সিবিআই দফতরে গিয়ে তাঁকে হাজিরা দিতে হবে । সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে হবে ।

3 মে তাঁকে কলকাতার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু বিনয় মিশ্র সিবিআই দফতরে হাজিরা দেননি । তিনি ওই দিন একটি ই-মেইল মারফত জানান, করোনা পরিস্থিতিতে তাঁর বক্তব্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনুক সিবিআই । কিন্তু সিবিআই আধিকারিকরা বিনয় মিশ্রর সেই আর্জি গ্রহণ করেনি ।

এরপর খবরে প্রকাশিত হয়, বিনয় মিশ্র বিদেশে পালিয়ে গিয়েছেন । এখন বিদেশ থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যাতে কলকাতা হাইকোর্টে তাঁর বক্তব্য শোনা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.