কলকাতা, ৭ নভেম্বর: বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সৌগত রায় । এবার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর সাফ বক্তব্য, ‘‘রেশন যখন জমা রয়েছে, দেবে না কেন ৷ বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করা একেবারেই যুক্তিযুক্ত নয় ৷’’
কোভিড পরিস্থিতিতে 2020-তে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল, ডাল, আটা ইত্যাদি দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি ৷ প্রকল্পের নাম দেওয়া হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে আছড়ে পড়ার সময়ও ওই পরিষেবা চালু ছিল ৷
কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে 30 নভেম্বর থেকে ওই ওই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ তার বিরোধিতাতেই একবিন্দুতে তৃণমূল এবং সিপিএম ৷ রবিবার নভেম্বর বিপ্লবের অনুষ্ঠান চলাকালীন কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেন বিমানবাবু ৷
আরও পড়ুন: TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেহালা, আহত 10
এর আগে, তৃণমূলের তরফেও একই ভাবে আপত্তি তোলা হয় ৷ প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লেখেন দমদমের সাংসদ সৌগত রায় ৷ তাতে তিনি লেখেন, ‘করোনার প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি ৷ বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে গরিব মানুষ বিপদে পড়বেন ৷ আরও 6 মাস অন্তত এই পরিষেবা চালিয়ে যাওয়া উচিত ৷’
তবে কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, করোনা কালে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে ৷ তাতেই ঘুরে দাঁড়াতে পেরেছে অর্থনীতি ৷ এখন আর বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজন নেই ৷ সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায় এই সুরই ধরা পড়ে ৷ তাতে প্রধানমন্ত্রীরও সায় রয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির ৷
যদিও বিধানসভা নির্বাচনের আগে দোল পর্যন্ত উত্তরপ্রদেশে চালু রাখা হতে পারে বিনামূল্যে রেশন পরিষেবা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তেমনটাই জানিয়েছেন ৷ তাই সব রাজ্যে কেন্দ্রের একই অবস্থান নয় কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷
অন্য দিকে, সম্ভাব্য পুর নির্বাচন নিয়েও এদিন কংগ্রেসের সঙ্গে সমীকরণ নিয়েও মুখ খোলেন বিমানবাবু ৷ তিনি জানান, বৈঠকে এনিয়ে আলোচনা হবে ৷ তবে বিধানসভা এবং উপনির্বাচনের পর দুই দলের মধ্যে দু’তরফে কোনও সামঞ্জস্যই দেখা যায়নি ৷ সে নিয়ে আগে যদিও মুখ খুলেছিলেন বিমানবাবু ৷ কংগ্রেসকে কটাক্ষ করে জানিয়েছিলেন, সব কিছু ফোনে হয় না ৷ আন্দোলনে নামতে হয় ৷