ETV Bharat / city

Durga Puja : বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদন বিমানের, কোভিড সচেতনতার কথা সূর্যকান্তের - বিমান বসু

দুর্গাপুজোর মধ্যেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন বিমান বসু (Biman Bose) ৷ পাশাপাশি কোভিড সচেতনতার কথা বলেছেন সূর্যকান্ত মিত্র (Surjya Kanta Mishra) ৷

Durga Puja
Biman Bose
author img

By

Published : Oct 10, 2021, 11:01 PM IST

কলকাতা, 10 অক্টোবর : বাংলার মানুষকে শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) । পুজো উদ্যোক্তারা তাঁদের বিপুল ব্যয়ের একটি অংশ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কাজে যাতে ব্যবহার করেন তার আবেদন জানিয়েছেন বিমান বসু ।

বিমানের আবেদন, "বছরের একটি বড় উৎসব দুর্গাপুজো । এক শ্রেণির মানুষের কাছে এটা আয়ের উৎসও বটে । বর্তমানে দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি তাতে মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা প্রয়োজন । বিশেষ করে এই উৎসবে সমাজের সব অংশের মানুষ সামিল হন । তাঁদের মধ্যে প্রেম-ভালোবাসা, ঐক্য, সংহতিও সেইভাবে গড়ে তোলা উচিত । এবার বন্যা পরিস্থিতি রয়েছে । বন্যা পরিস্থিতিতে কয়েকটি জেলা এখনও জলমগ্ন । এই অবস্থায় এই এলাকাগুলির মানুষের কাছে খাবার, পানীয় জল পৌঁছানো এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা হওয়া উচিত ৷ উৎসবের দিনগুলোতে যাতে তাঁরা একটু শান্তিতে থাকতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত । আমার মনে হয়, পুজো উদ্যোক্তাদের তরফে এই উদ্যোগ নেওয়া উচিত । পুজোয় অনেক অর্থ ব্যয় হয় ৷ তার থেকে কিছু অংশ বন্যা দুর্গতদের স্বার্থে ব্যয় হোক, এটা চাইব ৷"

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, "একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে শারদোৎসব পালিত হচ্ছে ।" এই উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক বলছেন, "করোনা পরিস্থিতি এখনও দূর হয়নি । তৃতীয় ঢেউয়ের সম্ভাবনাও শেষ হয়নি । রাজ্যের আটটি জেলায় বন্যা পরিস্থিতি । নদীভাঙন অব্যাহত । বাসন্তীতে বাঁধ ভেঙেছে । এইরকম পরিস্থিতির মধ্যে শারদোৎসব আয়োজিত হচ্ছে । একথা মনে রাখতে হবে, গোটা দেশের মতো এই রাজ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । মানুষের জীবন-জীবিকা রক্ষা করেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে । পাশাপাশি করোনা রুখতে বিধি-নিষেধ কড়াভাবে মানতে হবে । দুর্ভাগ্যের বিষয়, সরকারের এই বিষয়ে যে ভূমিকা হওয়া উচিত ছিল তা নিয়ে অনেক প্রশ্ন থেকে গিয়েছে । তাই স্বাস্থ্য বিধি মেনে শারদোৎসব পালন যেমন করতে হবে তেমনই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি মাথায় রাখতে হবে ।"

শারদোৎসব উপলক্ষে বাম সাহিত্য পত্রিকা প্রকাশ হচ্ছে । নন্দন, গণশক্তির শারদ সংখ্যা, যুবশক্তি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে । শারদ ছাত্র সংগ্রামও প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন : Kolkata Traffic : পুজোর কলকাতায় গাড়ির গতি ঠিক রাখতে বদ্ধপরিকর লালবাজার

কলকাতা, 10 অক্টোবর : বাংলার মানুষকে শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) । পুজো উদ্যোক্তারা তাঁদের বিপুল ব্যয়ের একটি অংশ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কাজে যাতে ব্যবহার করেন তার আবেদন জানিয়েছেন বিমান বসু ।

বিমানের আবেদন, "বছরের একটি বড় উৎসব দুর্গাপুজো । এক শ্রেণির মানুষের কাছে এটা আয়ের উৎসও বটে । বর্তমানে দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি তাতে মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা প্রয়োজন । বিশেষ করে এই উৎসবে সমাজের সব অংশের মানুষ সামিল হন । তাঁদের মধ্যে প্রেম-ভালোবাসা, ঐক্য, সংহতিও সেইভাবে গড়ে তোলা উচিত । এবার বন্যা পরিস্থিতি রয়েছে । বন্যা পরিস্থিতিতে কয়েকটি জেলা এখনও জলমগ্ন । এই অবস্থায় এই এলাকাগুলির মানুষের কাছে খাবার, পানীয় জল পৌঁছানো এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা হওয়া উচিত ৷ উৎসবের দিনগুলোতে যাতে তাঁরা একটু শান্তিতে থাকতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত । আমার মনে হয়, পুজো উদ্যোক্তাদের তরফে এই উদ্যোগ নেওয়া উচিত । পুজোয় অনেক অর্থ ব্যয় হয় ৷ তার থেকে কিছু অংশ বন্যা দুর্গতদের স্বার্থে ব্যয় হোক, এটা চাইব ৷"

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, "একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে শারদোৎসব পালিত হচ্ছে ।" এই উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক বলছেন, "করোনা পরিস্থিতি এখনও দূর হয়নি । তৃতীয় ঢেউয়ের সম্ভাবনাও শেষ হয়নি । রাজ্যের আটটি জেলায় বন্যা পরিস্থিতি । নদীভাঙন অব্যাহত । বাসন্তীতে বাঁধ ভেঙেছে । এইরকম পরিস্থিতির মধ্যে শারদোৎসব আয়োজিত হচ্ছে । একথা মনে রাখতে হবে, গোটা দেশের মতো এই রাজ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । মানুষের জীবন-জীবিকা রক্ষা করেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে । পাশাপাশি করোনা রুখতে বিধি-নিষেধ কড়াভাবে মানতে হবে । দুর্ভাগ্যের বিষয়, সরকারের এই বিষয়ে যে ভূমিকা হওয়া উচিত ছিল তা নিয়ে অনেক প্রশ্ন থেকে গিয়েছে । তাই স্বাস্থ্য বিধি মেনে শারদোৎসব পালন যেমন করতে হবে তেমনই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি মাথায় রাখতে হবে ।"

শারদোৎসব উপলক্ষে বাম সাহিত্য পত্রিকা প্রকাশ হচ্ছে । নন্দন, গণশক্তির শারদ সংখ্যা, যুবশক্তি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে । শারদ ছাত্র সংগ্রামও প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন : Kolkata Traffic : পুজোর কলকাতায় গাড়ির গতি ঠিক রাখতে বদ্ধপরিকর লালবাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.