ETV Bharat / city

শুভেন্দুর পদত্যাগ নিয়ে দোলাচলে অধ্যক্ষ - শুভেন্দুর পদত্যাগপত্র

আজ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি পরীক্ষা করে দেখবেন । তারপরে নির্দিষ্ট আইনের ভিত্তিতে ব্যবস্থা নেবেন । পদত্যাগপত্র গৃহীত হতেও পারে, নাও হতে পারে ।

Shuvendu Adhikary's resignation Letter
Shuvendu Adhikary's resignation Letter
author img

By

Published : Dec 17, 2020, 3:24 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । গতকাল শুভেন্দুর পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই বিধানসভা থেকে বেরিয়ে যান বিমান বন্দ্যোপাধ্যায় । ফলে শুভেন্দু অধিকারী বিধানসভার সচিব অভিজিৎ সোমের কাছে পদত্যাগপত্র জমা দেন । গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না । তিনি তাঁর বিধানসভা কেন্দ্র বারুইপুরে চলে গিয়েছিলেন ।

আজ বিধানসভায় এসে অধ্যক্ষ জানান, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি পরীক্ষা করে দেখবেন । তারপরে নির্দিষ্ট আইনের ভিত্তিতে ব্যবস্থা নেবেন । পদত্যাগপত্র গৃহীত হতেও পারে, আবার নাও হতে পারে ।

বিমান বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "পদত্যাগ পত্র পরীক্ষা করে দেখেছি । সেটির ওপর বিবেচনাপ্রসূত অর্ডার দেব । যতদিন পর্যন্ত অর্ডার না দেওয়া হবে এটা বলা যাবে না যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে । প্রত্যাখ্যান হয়েছে, তাও বলা যাবে না । অর্ডার প্রকাশিত হলে আপনারা দেখবেন । এখনই কিছু বলার নেই ।"

এই প্রসঙ্গে কংগ্রেসের বিরোধী দলনেতা আবদুল মান্নানের মন্তব্য, অধ্যক্ষ আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন । শুভেন্দু অধিকারীকে হেনস্থা করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও আজ মন্তব্য করেন মান্নান ।

কলকাতা, 17 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । গতকাল শুভেন্দুর পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই বিধানসভা থেকে বেরিয়ে যান বিমান বন্দ্যোপাধ্যায় । ফলে শুভেন্দু অধিকারী বিধানসভার সচিব অভিজিৎ সোমের কাছে পদত্যাগপত্র জমা দেন । গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না । তিনি তাঁর বিধানসভা কেন্দ্র বারুইপুরে চলে গিয়েছিলেন ।

আজ বিধানসভায় এসে অধ্যক্ষ জানান, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি পরীক্ষা করে দেখবেন । তারপরে নির্দিষ্ট আইনের ভিত্তিতে ব্যবস্থা নেবেন । পদত্যাগপত্র গৃহীত হতেও পারে, আবার নাও হতে পারে ।

বিমান বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "পদত্যাগ পত্র পরীক্ষা করে দেখেছি । সেটির ওপর বিবেচনাপ্রসূত অর্ডার দেব । যতদিন পর্যন্ত অর্ডার না দেওয়া হবে এটা বলা যাবে না যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে । প্রত্যাখ্যান হয়েছে, তাও বলা যাবে না । অর্ডার প্রকাশিত হলে আপনারা দেখবেন । এখনই কিছু বলার নেই ।"

এই প্রসঙ্গে কংগ্রেসের বিরোধী দলনেতা আবদুল মান্নানের মন্তব্য, অধ্যক্ষ আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন । শুভেন্দু অধিকারীকে হেনস্থা করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও আজ মন্তব্য করেন মান্নান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.