ETV Bharat / city

একদিনে রাজ্যে কোরোনা আক্রান্ত 208, মৃতের মোট সংখ্যা 200 - অ্যাকটিভ কোরোনা রোগী

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 208 জন ৷ রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌছাল 3667-এ ৷

coronavirus
coronavirus
author img

By

Published : May 24, 2020, 8:30 PM IST

Updated : May 24, 2020, 8:54 PM IST

কলকাতা, 24 মে: একদিকে যেমন রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়াল, অন্যদিকে রাজ্যে মোট মৃতের সংখ্যাও 200 ছাড়াল ৷

রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 208, যা এখনও অবধি একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 3667-এ পৌঁছাল ৷ তবে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে ৷ গত একদিনে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে ৷

রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা বর্তমানে 200 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 2203 ৷

আমফানের ফলে প্রভাব পড়েছিল কোরোনা পরীক্ষায় ৷ গত 24 ঘন্টায় 9216টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ এখনও অবধি রাজ্যে মোট স্যাম্পেল পরীক্ষার সংখ্যা 1,38,824 ৷ এরমধ্যে কেবল 2.64 শতাংশেরই রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বর্তমানে রাজ্যে মোট 33টি ল্যাবে কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷

কলকাতা, 24 মে: একদিকে যেমন রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়াল, অন্যদিকে রাজ্যে মোট মৃতের সংখ্যাও 200 ছাড়াল ৷

রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 208, যা এখনও অবধি একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 3667-এ পৌঁছাল ৷ তবে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে ৷ গত একদিনে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে ৷

রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা বর্তমানে 200 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে 72 জনের ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 2203 ৷

আমফানের ফলে প্রভাব পড়েছিল কোরোনা পরীক্ষায় ৷ গত 24 ঘন্টায় 9216টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ এখনও অবধি রাজ্যে মোট স্যাম্পেল পরীক্ষার সংখ্যা 1,38,824 ৷ এরমধ্যে কেবল 2.64 শতাংশেরই রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বর্তমানে রাজ্যে মোট 33টি ল্যাবে কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷

Last Updated : May 24, 2020, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.