ETV Bharat / city

bidhannagar police commissionerate : অপরাধ ঠেকতে সল্টলেক-নিউটাউনে পথে নামছে বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী - অপরাধ ঠেকতে এবার সল্টলেক-নিউটাউনে পথে নামছে বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী

মহিলাদের উপর ক্রমবর্ধমান অপরাধের কথা মাথায় রেখে মহিলা পুলিশদের দিয়ে পেট্রলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ সেক্টর ফাইভ এবং অফিস, ক্লাব, পানশালা এবং হোটেল এলাকাগুলিতে এই মহিলা পুলিশরা বাইক নিয়ে পেট্রলিংয়ে থাকবেন ৷ পাশাপাশি নাইট পেট্রলিং এবং নাকা চেকিং চলবে ৷

পেট্রলিংয়ে নামছে বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী
পেট্রলিংয়ে নামছে বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী
author img

By

Published : Aug 1, 2021, 5:45 PM IST

কলকাতা, 1 অগস্ট : প্রকাশ্যে না ঘটলেও ঘটছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সল্টলেক, রাজারহাট এবং নিউটাউন অঞ্চলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে ৷ ক্রমেই বাড়ছে পর্নশ্যুট বা দেহ ব্যবসার মতো ঘটনা ৷ তার বিরুদ্ধেই পদক্ষেপ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ প্রমীলা বাহিনীকে দেখা যাবে পেট্রলিংয়ে ৷

জুলাই মাসেই নিউটাউন পর্নকাণ্ডের ঘটনা সামনে আসে ৷ এখনও পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মুম্বইতে পর্নকাণ্ডে ধৃত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে নিউটাউন পর্নকাণ্ডে ধৃত প্রতাপ ঘোষের যোগাযোগ থাকলেও থাকতে পারে বলে পুলিশের অনুমান ৷ গত কয়েকদিনে বেশ দ্রুত ঘটতে থেকেছে ঘটনাগুলি ? পুলিশের অন্দরমহলের দাবি, কোনও অপরাধ আচমকা হয় না । আবার তা আচমকা শেষও হয়ে যায় না । এখন প্রশ্ন, একটি হাইটেক সিটিতে উন্নত পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও, তাদের নাকের ডগায় কীভাবে হোটেল ভাড়া নিয়ে দিনের পর দিন এই নীল ছবির ব্যবসা চালাতে পারল অভিযুক্তরা ? প্রশ্ন উঠেছে নিউটাউনে গ্যাংস্টার এনকাউন্টার নিয়েও ৷ কীভাবে আবাসনে গ্যাংস্টাররা দিনের পর দিন গা ঢাকা দিয়ে থাকল ? আর পুলিশ কিছুই জানতে পারল না ? এই সব খবর সামনে আসতেই অনেকাংশে মুখ পুড়েছে বিধাননগর সিটি পুলিশের ।

2017 ও 2019 সালের একটি পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, ক্রমেই উপরোক্ত এলাকায় মহিলাদের উপর অত্যাচার বেড়েছে । 2018 থেকে 2020 সালে বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রায় 616টি মামলা দায়ের হয়েছিল । 2019 এবং 2020 সালে মহিলাদের উপর আক্রমণের ঘটনায় শীর্ষে ছিল বাগুইআটি থানা এলাকা । সেখানে মামলার সংখ্যা ছিল 181টি । নিউটাউনে 2019 থেকে 2020 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল 91টি থেকে 109টি কেস ।

এসব কথা মাথায় রেখেই ক্রমেই উন্নত করা হচ্ছে বিধাননগর সিটি পুলিশের পুলিশি নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা । ফলে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ করলে অপরাধের উপর অনেকাংশেই রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ । মহিলাদের উপর অপরাধের কথা মাথায় রেখে তাই এবার মহিলা পুলিশকে পেট্রলিংয়ের উপর জোর দিচ্ছে বিধাননগর সিটি পুলিশ । জানা গিয়েছে, মহিলা পুলিশদের মধ্যে যাঁরা বাইক চালাতে সক্ষম, এমন দু'জন মহিলা পুলিশকে ঠিক করা হয়েছে প্রত্যেকটি থানা থেকে । মূলত সেক্টর ফাইভ এবং যেখানে যেখানে একাধিক অফিস, ক্লাব, পানশালা এবং হোটেল রয়েছে, সেই এলাকাগুলিতে এই মহিলা পুলিশরা বাইক নিয়ে পেট্রলিংয়ে থাকবেন ৷

বিধাননগর সিটি পুলিশের ডিসি (সদর) সুরিয়া যাদব বলেন, "নাইট পেট্রলিং এবং নাকা চেকিং চালানো হচ্ছে । কমিশনারেট আওতাধীন সবক'টি হোটেলের মালিকদের সঙ্গে কথা বলা হচ্ছে । এলাকার সাধারণ মানুষের সঙ্গে মাসিক বৈঠকেরও ব্যবস্থা করা হবে ৷ মহিলা পুলিশ পেট্রলিংয়ের উপর আমরা আরও জোর দিচ্ছি ।"

আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান

কলকাতা, 1 অগস্ট : প্রকাশ্যে না ঘটলেও ঘটছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সল্টলেক, রাজারহাট এবং নিউটাউন অঞ্চলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে ৷ ক্রমেই বাড়ছে পর্নশ্যুট বা দেহ ব্যবসার মতো ঘটনা ৷ তার বিরুদ্ধেই পদক্ষেপ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ প্রমীলা বাহিনীকে দেখা যাবে পেট্রলিংয়ে ৷

জুলাই মাসেই নিউটাউন পর্নকাণ্ডের ঘটনা সামনে আসে ৷ এখনও পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মুম্বইতে পর্নকাণ্ডে ধৃত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে নিউটাউন পর্নকাণ্ডে ধৃত প্রতাপ ঘোষের যোগাযোগ থাকলেও থাকতে পারে বলে পুলিশের অনুমান ৷ গত কয়েকদিনে বেশ দ্রুত ঘটতে থেকেছে ঘটনাগুলি ? পুলিশের অন্দরমহলের দাবি, কোনও অপরাধ আচমকা হয় না । আবার তা আচমকা শেষও হয়ে যায় না । এখন প্রশ্ন, একটি হাইটেক সিটিতে উন্নত পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও, তাদের নাকের ডগায় কীভাবে হোটেল ভাড়া নিয়ে দিনের পর দিন এই নীল ছবির ব্যবসা চালাতে পারল অভিযুক্তরা ? প্রশ্ন উঠেছে নিউটাউনে গ্যাংস্টার এনকাউন্টার নিয়েও ৷ কীভাবে আবাসনে গ্যাংস্টাররা দিনের পর দিন গা ঢাকা দিয়ে থাকল ? আর পুলিশ কিছুই জানতে পারল না ? এই সব খবর সামনে আসতেই অনেকাংশে মুখ পুড়েছে বিধাননগর সিটি পুলিশের ।

2017 ও 2019 সালের একটি পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, ক্রমেই উপরোক্ত এলাকায় মহিলাদের উপর অত্যাচার বেড়েছে । 2018 থেকে 2020 সালে বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রায় 616টি মামলা দায়ের হয়েছিল । 2019 এবং 2020 সালে মহিলাদের উপর আক্রমণের ঘটনায় শীর্ষে ছিল বাগুইআটি থানা এলাকা । সেখানে মামলার সংখ্যা ছিল 181টি । নিউটাউনে 2019 থেকে 2020 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল 91টি থেকে 109টি কেস ।

এসব কথা মাথায় রেখেই ক্রমেই উন্নত করা হচ্ছে বিধাননগর সিটি পুলিশের পুলিশি নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা । ফলে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ করলে অপরাধের উপর অনেকাংশেই রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ । মহিলাদের উপর অপরাধের কথা মাথায় রেখে তাই এবার মহিলা পুলিশকে পেট্রলিংয়ের উপর জোর দিচ্ছে বিধাননগর সিটি পুলিশ । জানা গিয়েছে, মহিলা পুলিশদের মধ্যে যাঁরা বাইক চালাতে সক্ষম, এমন দু'জন মহিলা পুলিশকে ঠিক করা হয়েছে প্রত্যেকটি থানা থেকে । মূলত সেক্টর ফাইভ এবং যেখানে যেখানে একাধিক অফিস, ক্লাব, পানশালা এবং হোটেল রয়েছে, সেই এলাকাগুলিতে এই মহিলা পুলিশরা বাইক নিয়ে পেট্রলিংয়ে থাকবেন ৷

বিধাননগর সিটি পুলিশের ডিসি (সদর) সুরিয়া যাদব বলেন, "নাইট পেট্রলিং এবং নাকা চেকিং চালানো হচ্ছে । কমিশনারেট আওতাধীন সবক'টি হোটেলের মালিকদের সঙ্গে কথা বলা হচ্ছে । এলাকার সাধারণ মানুষের সঙ্গে মাসিক বৈঠকেরও ব্যবস্থা করা হবে ৷ মহিলা পুলিশ পেট্রলিংয়ের উপর আমরা আরও জোর দিচ্ছি ।"

আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.