বিধাননগর, 22 মে : কখনও ভুয়ো সাংবাদিক, কখনও বা ভুয়ো সিবিআই তো কখনও ভুয়ো পুলিশ ৷ এহেন ঘটনা বারবারই প্রকাশ্যে উঠে এসেছে ৷ এবার খোঁজ পাওয়া গেল ভুয়ো পরীক্ষার্থীর ৷ লবনহ্রদ বিদ্যাপীঠ ও বিডি স্কুলে চলছিল পুলিশের চাকরির পরীক্ষা ৷ সেখান থেকেই 7 জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ (Police caught Fake examinee) ।
পুলিশ সূত্রে খবর, এদিন পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল । বিধাননগরের লবনহ্রদ বিদ্যাপীঠ ও বিডি স্কুলে পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাডমিট কার্ড চেক করার সময় 7 জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করা হয় । জানা গিয়েছে, লবনহ্রদ বিদ্যাপীঠের 2 পরীক্ষার্থী যে অ্যাডমিট কার্ড দেখায় তাতে নিজেদের নাম, বাবার নাম এবং বাড়ির ঠিকানা সঠিক জানাতে পারেনি । তা দেখেই সন্দেহ হয় পুলিশের । দু'জনকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ । ঝন্টু মুন্ডা নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল বিহারের বাসিন্দা রূপেশ কুমার । অন্যদিকে মণিরাম সরকার নামের আরও এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল অচিন্ত্য বিশ্বাস ।
আরও পড়ুন : কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ আধিকারিক
বিধাননগর বিডি স্কুল থেকেও একইভাবে 5 জনকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ । ফলে দুই স্কুল থেকেই ভুয়ো পরীক্ষার্থীর খোঁজ পেয়ে নড়চড়ে বসেছে পুলিশ ৷ ভুয়ো পরীক্ষার্থীদের কোনও চক্র কাজ করছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ ।