বিধাননগর, 29 এপ্রিল : সোনা গয়না চুরির অভিযোগে বড়বাজারের এক দোকানের কর্মীকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar Police Arrests A Man for Allegation of Jewelry Theft) ৷ গয়না চুরি করে অভিযুক্ত পবন কুমার মিশ্র রাজস্থানে পালিয়ে গিয়েছিলেন ৷ গতকাল তিনি ফিরলে বিষয়টি পুলিশে জানান দোকানের মালিক ৷ এর পরেই অভিযুক্ত পবনকে গ্রেফতার করে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গত 16 এপ্রিল সল্টলেকের এফ সি ব্লকের একটি বাড়িতে সোনার গয়না ডেলিভারি করতে যান পবন ৷ তিনি বড়বাজারে একটি সোনার দোকানের কর্মচারী ৷ অভিযোগ, পবন কুমার মিশ্র যখন ডেলিভারিটি এফ সি ব্লকের ওই বাড়িতে ডেলিভারি করেন, তখন পার্সেলের প্যাকেট ছেঁড়া ছিল ৷ সেটি দেখে সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট গ্রাহক দোকানে ফোন করে পার্সেলটি ফেরত পাঠিয়ে দেন ৷ কিন্তু, দোকানে পৌঁছে পবন জানান, গ্রাহক গয়নাটি রেখে দিয়েছেন ৷
কিন্তু, সন্দেহ হওয়ায় ওই গ্রাহককে আবারও ফোন করলে তিনি জানান, পার্সেলটি তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন ৷ কারণ সেটি ছেঁড়া ছিল ৷ এর পরেই, দোকান থেকে পবন কুমার মিশ্রকে ফোন করা হলে তিনি জানান বাসে ভিড়ের কারণে পার্সেল ছিঁড়ে গিয়েছিল ৷ এই বলে ফোন কেটে দেন পবন ৷ এর পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ সম্প্রতি দোকানের মালিক জানতে পারেন, পবন শহরে ফিরেছেন ৷ তৎক্ষণাৎ তিনি পবনকে নিয়ে ওই গ্রাহকের বাড়ি যান ৷ সেখানে গিয়ে পুরো বিষয়টি স্পষ্ট হয় ৷ তখনই পবন জানায়, গয়নাটি চুরি করে তিনি রাজস্থান পালিয়ে গিয়েছিলেন ৷
আরও পড়ুন : Nanny Arrests for Theft in Durgapur : দুর্গাপুরে 3 লক্ষ টাকার গয়না চুরি, বমাল ধৃত আয়া
এর পরেই সোনার দোকানের মালিক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ পবন কুমার মিশ্রকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, গয়নাটি পবন বিক্রি করে দিয়েছেন ৷ কিন্তু, কাকে এবং কোথায় বিক্রি করেছেন ? তা এখনও জানা যায়নি ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ গয়নার খোঁজও চালাচ্ছে পুলিশ ৷