বিধাননগর, 1 ডিসেম্বর: নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে দিচ্ছে না বিধাননগর পৌরনিগম, এমনটাই অভিযোগ আনল BJP-র । তাঁদের দাবি, বিধাননগর পৌরনিগমের কাছে লিখিত ভাবে দুটি মূর্তি বসানো অনুমতি চেয়েছিল BJP। মূর্তি দুটি হলদিরামের কাছে স্পেস সার্কেলের পাশে বসানোর কথা ছিল । কিন্তু বিধাননগর পুরনিগমের তরফ থেকে অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে BJP ।
BJP-এর রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "যে বাংলায় নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম সেই বাংলায় তাঁদের মূর্তি বসাতে দেওয়া হচ্ছে না । বিধাননগর পৌরনিগম বাংলার পৌরনিগমের মতো নয়, পাকিস্তানের পৌরনিগমের মতো আচরণ করছে । এটা বাঙালি জাতির লজ্জা ।" অন্যদিকে, বিধাননগর পৌরনিগমের কাজের সমালোচনা করেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত । এদিন তিনি বলেন, "ভাবতে অবাক লাগছে বিধাননগর পৌরনিগম এই ধরনের আচরণ করছে । পৌরনিগমের যিনি পদাধিকারী থাকেন তিনি নির্দিষ্ট দলের হয়ে নয় বরং এলাকাবাসীর প্রতিনিধি হন । কিন্তু বর্তমান পৌরনিগম রাজনৈতিক দলের প্রতিনিধির মত আচরণ করছে ।"
অন্যদিকে শনিবার রাতে বাগুইআটিতে একটি সভায় BJP-তে যোগ দেন বিধাননগরের ডেপুটি মেয়রের জামাই সোমনাথ ভট্টাচার্য । এছাড়া এদিন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন 400 জন সংখ্যালঘু । BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেন তাঁরা ।