ETV Bharat / city

নেতাজি, শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপনের অনুমতি দিচ্ছে না বিধাননগর পৌরনিগম, অভিযোগ BJP-র - Tmc Bjp Clash

নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে না দেওয়ার অভিযোগ বিধাননগর পৌরনিগমের বিরুদ্ধে । লিখিতভাবে অনুমতি চেয়েও কেন লাভ হয়নি বলে অভিযোগ BJP-র । পৌরনিগমের কাজের সমালোচনা করেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত । তিনি বলেন, "পৌরনিগমের যিনি পদাধিকারী থাকেন তিনি নির্দিষ্ট দলের হয়ে নয় বরং এলাকাবাসীর প্রতিনিধি হন । কিন্তু বর্তমান পৌরনিগম রাজনৈতিক দলের প্রতিনিধির মতো আচরণ করছে ।"

Tmc Bjp Clash
বিধাননগর পৌরনিগম
author img

By

Published : Dec 1, 2019, 10:30 PM IST

বিধাননগর, 1 ডিসেম্বর: নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে দিচ্ছে না বিধাননগর পৌরনিগম, এমনটাই অভিযোগ আনল BJP-র । তাঁদের দাবি, বিধাননগর পৌরনিগমের কাছে লিখিত ভাবে দুটি মূর্তি বসানো অনুমতি চেয়েছিল BJP। মূর্তি দুটি হলদিরামের কাছে স্পেস সার্কেলের পাশে বসানোর কথা ছিল । কিন্তু বিধাননগর পুরনিগমের তরফ থেকে অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে BJP ।

BJP-এর রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "যে বাংলায় নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম সেই বাংলায় তাঁদের মূর্তি বসাতে দেওয়া হচ্ছে না । বিধাননগর পৌরনিগম বাংলার পৌরনিগমের মতো নয়, পাকিস্তানের পৌরনিগমের মতো আচরণ করছে । এটা বাঙালি জাতির লজ্জা ।" অন্যদিকে, বিধাননগর পৌরনিগমের কাজের সমালোচনা করেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত । এদিন তিনি বলেন, "ভাবতে অবাক লাগছে বিধাননগর পৌরনিগম এই ধরনের আচরণ করছে । পৌরনিগমের যিনি পদাধিকারী থাকেন তিনি নির্দিষ্ট দলের হয়ে নয় বরং এলাকাবাসীর প্রতিনিধি হন । কিন্তু বর্তমান পৌরনিগম রাজনৈতিক দলের প্রতিনিধির মত আচরণ করছে ।"

অন্যদিকে শনিবার রাতে বাগুইআটিতে একটি সভায় BJP-তে যোগ দেন বিধাননগরের ডেপুটি মেয়রের জামাই সোমনাথ ভট্টাচার্য । এছাড়া এদিন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন 400 জন সংখ্যালঘু । BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেন তাঁরা ।

বিধাননগর, 1 ডিসেম্বর: নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে দিচ্ছে না বিধাননগর পৌরনিগম, এমনটাই অভিযোগ আনল BJP-র । তাঁদের দাবি, বিধাননগর পৌরনিগমের কাছে লিখিত ভাবে দুটি মূর্তি বসানো অনুমতি চেয়েছিল BJP। মূর্তি দুটি হলদিরামের কাছে স্পেস সার্কেলের পাশে বসানোর কথা ছিল । কিন্তু বিধাননগর পুরনিগমের তরফ থেকে অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে BJP ।

BJP-এর রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "যে বাংলায় নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম সেই বাংলায় তাঁদের মূর্তি বসাতে দেওয়া হচ্ছে না । বিধাননগর পৌরনিগম বাংলার পৌরনিগমের মতো নয়, পাকিস্তানের পৌরনিগমের মতো আচরণ করছে । এটা বাঙালি জাতির লজ্জা ।" অন্যদিকে, বিধাননগর পৌরনিগমের কাজের সমালোচনা করেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত । এদিন তিনি বলেন, "ভাবতে অবাক লাগছে বিধাননগর পৌরনিগম এই ধরনের আচরণ করছে । পৌরনিগমের যিনি পদাধিকারী থাকেন তিনি নির্দিষ্ট দলের হয়ে নয় বরং এলাকাবাসীর প্রতিনিধি হন । কিন্তু বর্তমান পৌরনিগম রাজনৈতিক দলের প্রতিনিধির মত আচরণ করছে ।"

অন্যদিকে শনিবার রাতে বাগুইআটিতে একটি সভায় BJP-তে যোগ দেন বিধাননগরের ডেপুটি মেয়রের জামাই সোমনাথ ভট্টাচার্য । এছাড়া এদিন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন 400 জন সংখ্যালঘু । BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেন তাঁরা ।

Intro:বিধাননগর, ১ ডিসেম্বর: নেতাজী সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মুর্তি বসাতে দিল না বিধাননগর পুরনিগম অভিযোগ বিজেপির। বিজেপির দাবি তারা বিধাননগর পুরনিগমের কাছে লিখিত আকারে দুটি মূর্তি বসানো অনুমতি চেয়েছিল। এই দুটি মূর্তি হলদিরামের কাছে স্পেস সার্কেলের পাশে বসানোর কথা ছিল। কিন্তু অজানা কারণে বিধাননগর পুরনিগমের তরফ থেকে অনুমতি মেলেনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "যেই বাংলায় নেতাজী এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়েছিল সেই বাংলায় তাদের মূর্তি বসাতে দেওয়া হচ্ছে না। বিধাননগর পুরনিগম বাংলার পুরনিগমের মতো নয় পাকিস্তানের পুরনিগমের মতো আচরণ করছে। এটা গোটা বাঙালি জাতির লজ্জা"।Body:মূর্তি বসাতে না দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি রাজনৈতিক আন্দোলনের হুশিয়ারি দিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয় বর্গীয় বিধাননগর পুরনিগমে মূর্তি বসাবার হুঁশিয়ারি দেন। তিনি সব্যসাচী দত্ত কে এই মূর্তি বসানোর বিষয়ে মূর্তি উদ্যোগী হতে বলেন। সব্যসাচী দত্ত এবিষয়ে বলেন, "ভাবতে অবাক লাগছে বিধাননগর পুরনিগম এই ধরনের আচরণ করছে। পুরনিগমের যিনি পদাধিকারী থাকেন তিনি নির্দিষ্ট দলের হয়ে নয় বরং এলাকাবাসীর প্রতিনিধি হন। কিন্তু বর্তমান পুরনিগম রাজনৈতিক দলের প্রতিনিধির মত আচরন করছে"।

অন্যদিকে শনিবার রাতে বাগুইঅটিতে একটি সভায় বিজেপিতে যোগ দেন বিধাননগরের ডেপুটি মেয়রের জামাই সোমনাথ ভট্টাচার্য। এছাড়া এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন ৪০০ জন সংখ্যালঘু। শনিবার রাতে তারা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে হলদিরামের কাছে একটি জনসভা থেকে পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। এরা বেশিরভাগ তৃণমূলের ছিলেন। বিজেপি উপনির্বাচনে খারাপ ফল করলেও বিজেপি শক্তি বাড়িয়েই চলেছে। সংখ্যালঘুদের অধিকাংশ ভোট উপনির্বাচনে তৃণমূলে গেলেও তাদের একটা বড় অংশ যে বিজেপির দিকে ঝুঁকছে এদিনের ৪০০ মুসলিম যুবকের বিজেপিতে যোগ সেই ইঙ্গিত দিল।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.