কলকাতা, 21 মে : করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনার চিকিৎসা ৷ এবার ভারত সেবাশ্রম সঙ্ঘ ও এথনা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার 25 বেডের সেফ হোমের উদ্বোধন হল ৷ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ । উপস্থিত ছিলেন সঙ্ঘের গড়িয়া শাখার প্রধান স্বামী গিরিষানন্দ ।
আরও পড়ুন : মাস্ক পরছেন না অর্ধেক ভারতবাসী, 64 শতাংশের নাকের নীচে
প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ‘‘আপাতত 25 বেডের সেফ হোম চালু করা হল । পরে প্রয়োজন মতো আরও বাড়ানো হবে । এখানে সম্পূর্ন বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ।’’