কলকাতা, 12 সেপ্টেম্বর : রবিবাসরীয় প্রচারে সকাল সকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বিধানসভা উপনির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর বিপক্ষে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, হেভিওয়েট মমতাকে নিয়ে ভাবতে নারাজ তিনি ৷ তাই নিজের ওজনের প্রসঙ্গে টেনে জানালেন, তাঁরও ওজন আছে ৷ তাই বিশেষজ্ঞরা তাঁকে হাঁটার পরামর্শ দিয়েছেন ৷ তবে, উপনির্বাচনের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর হাতিয়ার হবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং মহিলাদের উপর ধর্ষণ ও অত্যাচারের প্রতিবাদ ৷ এমনই জানালেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ৷ অন্যদিকে, আজ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভবানীপুরের বিশপ রোডে প্রচারে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ সোমবার অর্থাৎ, আগামিকাল মনোনয়ন পেশ করবেন বিজেপি প্রার্থী ৷
এদিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেলওয়াল ৷ যেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি ৷ জানালেন, বাংলাকে সংন্ত্রাস মুক্ত করা এবং বাঁচানোই তাঁর লক্ষ্য ৷ এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছিল ৷ কিন্তু, তিনি সেই কাজ ঠিক মতো করতে পারেননি বলে এদিন অভিযোগ করেছেন ৷ তিনি আরও অভিযোগ করেছেন, নির্বাচনের পর রাজ্যের মহিলাদের উপর ধর্ষণের মতো ঘটনা ঘটেছে ৷ বহু মানুষ ঘরছাড়া ৷ কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সে সব রোধ করতে ব্যর্থ হয়েছেন ৷
আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের
নিজের জয় নিয়ে আশাবাদী পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা ৷ রাজ্য ভোট পরবর্তী হিংসার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা তিনিই লড়ছেন ৷ আর সেই লড়াইকে হাতিয়ার করেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে জিতবেন বলে জানান ৷ তিনি বলেন, ‘‘আমার লড়াই ন্যায়ের পক্ষে ৷ জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী ৷ কারণ আমি মানুষের জন্য লড়াই করছি ৷ বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা ৷ এবারও যদি তাই করে, তাহলে গণতন্ত্রের কোনও মানেই হয় না ৷ এই সরকার খুনিদের সমর্থন করেছে ৷ এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ৷’’
আরও পড়ুন : Priyanka Tibrewal : কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা
অন্যদিকে, আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত শিক্ষক নেতা মইদুল ইসলামের পাশের দাঁড়ানোর কথাও এদিন বলতে শোনা গিয়েছে বিজেপি প্রার্থীকে ৷ তাঁর কথায়, প্রতিবাদী শিক্ষক মইদুলের পাশে বিজেপি দাঁড়াবে ৷ তিনি অভিযোগ করেছেন, ভবানীপুরের কোনও ওয়ার্ডে ভোট করতে দেওয়া হয় না ৷ শুধুমাত্র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট হয় ৷ বাকি ওয়ার্ডগুলিকে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তিনি আরও অভিযোগ করেছেন, কোভিডের মধ্যেও নির্বাচন হচ্ছে ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান না ৷ পাশাপাশি, ফিরহাদ হাকিম তাঁকে বাচ্চা মেয়ে বলার জবাবও দিয়েছেন বিজেপি প্রার্থী ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘আগে তো চিনতেন না ৷ এখন বাচ্চা মেয়ে বলছেন ৷ আমি কে তা উনি ধীরে ধীরে চিনে যাবেন ৷’’
ভবানীপুর উপনির্বাচনে ইতিমধ্যে মনোনয়ন জমা করেছেন মমতা ৷ আগামীকাল বিজেপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেবেন বলে আজ জানালেন প্রিয়াঙ্কা ৷
আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর স্লোগান, "বেকারত্ব ঘরে ঘরে, দিদি হারবে ভবানীপুরে"