ETV Bharat / city

5th State Finance Commission notice: পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্যের, মাথায় অভিরূপ সরকার - পঞ্চম অর্থ কমিশন

পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি (5th State Finance Commission notice) জারি করল রাজ্য সরকার (Bengal govt issues notice)৷ কমিশনের মাথায় রাখা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে (Abhirup Sarkar)৷

Bengal govt issues notice of constituting 5th state finance commission
পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্যের, মাথায় অভিরূপ সরকার
author img

By

Published : May 25, 2022, 3:51 PM IST

কলকাতা, 25 মে: আদালত যখন সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হল (5th State Finance Commission notice)। বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইএসআই-এর প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকারকে (Abhirup Sarkar) এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে (Bengal govt issues notice)।

অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তিনি ছাড়াও আছেন, প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপনকুমার পাল, প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক আশিসকুমার চক্রবর্তী ও রুমা মুখোপাধ্যায় । এই চারজনের মধ্যে স্বপনকুমার পাল কমিশনের সচিব হিসেবেও কাজ করবেন । কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে 2023 সালের 31 মার্চ পর্যন্ত ।

এই অর্থ কমিশনের দায়িত্ব থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা । আগামী 6 মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন ।

আরও পড়ুন: Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক

প্রসঙ্গত, 2013 সালে যে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার, সেই কমিশনের নেতৃত্বে ছিলেন অভিরূপ । 2016 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ অর্থ কমিশন তার রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে । হিসেবমতো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী বছরের মে মাস নাগাদ । কিন্তু সরকারের এই গরমে ভোট না পসন্দ ।

Bengal govt issues notice of constituting 5th state finance commission
পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি
Bengal govt issues notice of constituting 5th state finance commission
পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন বর্ষার শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে । এ ক্ষেত্রে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার যেহেতু পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে 6 মাস সময় এগিয়ে বা পিছিয়ে দিতে পারে, তাই সেই ক্ষমতাবলেই চলতি বছরের শেষদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করাতে পারে রাজ্য । তেমনটা হলে নভেম্বরে জারি হতে পারে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি । ভোট হতে পারে ডিসেম্বরে । সেই প্রস্তুতির কথা ভেবে অর্থ কমিশন গঠনের এই বিজ্ঞপ্তি কি না তা নিয়ে প্রশ্ন থাকছে ।

কলকাতা, 25 মে: আদালত যখন সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হল (5th State Finance Commission notice)। বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইএসআই-এর প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকারকে (Abhirup Sarkar) এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে (Bengal govt issues notice)।

অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তিনি ছাড়াও আছেন, প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপনকুমার পাল, প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক আশিসকুমার চক্রবর্তী ও রুমা মুখোপাধ্যায় । এই চারজনের মধ্যে স্বপনকুমার পাল কমিশনের সচিব হিসেবেও কাজ করবেন । কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে 2023 সালের 31 মার্চ পর্যন্ত ।

এই অর্থ কমিশনের দায়িত্ব থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা । আগামী 6 মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন ।

আরও পড়ুন: Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক

প্রসঙ্গত, 2013 সালে যে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার, সেই কমিশনের নেতৃত্বে ছিলেন অভিরূপ । 2016 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ অর্থ কমিশন তার রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে । হিসেবমতো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী বছরের মে মাস নাগাদ । কিন্তু সরকারের এই গরমে ভোট না পসন্দ ।

Bengal govt issues notice of constituting 5th state finance commission
পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি
Bengal govt issues notice of constituting 5th state finance commission
পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন বর্ষার শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে । এ ক্ষেত্রে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার যেহেতু পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে 6 মাস সময় এগিয়ে বা পিছিয়ে দিতে পারে, তাই সেই ক্ষমতাবলেই চলতি বছরের শেষদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করাতে পারে রাজ্য । তেমনটা হলে নভেম্বরে জারি হতে পারে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি । ভোট হতে পারে ডিসেম্বরে । সেই প্রস্তুতির কথা ভেবে অর্থ কমিশন গঠনের এই বিজ্ঞপ্তি কি না তা নিয়ে প্রশ্ন থাকছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.