কলকাতা, 17 জুন : কেন্দ্রের মোদি সরকার (Modi Government) অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করার পর থেকে শুরু হয়েছে বিক্ষোভ ৷ বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া, স্টেশনে ভাঙচুর, পথ অবরোধের ঘটনা ঘটছে ৷ বাংলাতেও এর আঁচ এসে পড়েছে ৷ কিন্তু অন্য রাজ্যগুলিতে যেমন হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলায় এখনও তেমন কিছু হয়নি ৷
কিন্তু সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, এখন থেকেই সেদিকে সতর্কতা নিতে শুরু করেছে রাজ্য পুলিশ ৷ ভবনী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই প্রত্যেক জেলা পুলিশ সুপারদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং বাইরে থেকে কোনও ব্যক্তি বা বিতর্কিত মন্তব্যের জেরে যাতে এই রাজ্যে ফের নতুন করে অশান্তি দানা না বাঁধে, তার জন্য বিশেষভাবে খেয়াল রাখছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ।
বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগকেও । পুলিশের অনুমান, এই ধরনের ঘটনায় উস্কানিমূলক মন্তব্য-সহ ভুয়ো ভিডিয়ো বা বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করে । ফলে এই সকল বিষয়ের উপর বিশেষভাবে নজর রাখছে রাজ্য পুলিশ। পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারাও রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি রাখছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগে কিছুদিন আগেই বিজেপি নেত্রী নুপুর শর্মার (Nurpur Sharma Controversy) বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার গ্রামীণ এলাকার উলুবেড়িয়া, পাঁচলা, ধূলাগড়-সহ একাধিক জায়গা অগ্নিগর্ভ হয়ে ওঠে । সেই অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলা করতে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার এবং হাওড়া কমিশনারেটের নগরপালকে সরিয়ে দেওয়া হয় নবান্নের তরফে । এখনও পর্যন্ত হাওড়া-পাঁচলা এলাকায় রাজ্য পুলিশের একাধিক কর্তারা রয়েছেন । হাওড়ার গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে । এই পরিস্থিতিতে অগ্নিপথ-প্রতিবাদ যেকোনও ভাবে আটাকতে তৎপর পুলিশ ৷
আরও পড়ুন : Bengal Agnipath Protest Live : অগ্নিপথবিরোধী আন্দোলনের আঁচে উত্তাল বাংলা ! অবরোধ, বিক্ষোভে নাকাল আমজনতা