ETV Bharat / city

Dhankhar Slams Mamata : টুইটারে ব্লক হয়ে মমতাকে সাংবিধানিক কর্তব্য স্মরণ করালেন রাজ্যপাল - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জানান যে, তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) টুইটারে ব্লক করেছেন ৷ এরপর রাজ্যপাল পাল্টা টুইট করেন ৷ সেখানে তিনি নাম না করে মমতাকে সাংবিধানিক কর্তব্য পালনের কথা বলেন (bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter) ৷

bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter
Dhankhar Slams Mamata : টুইটারে ব্লক হয়ে মমতাকে সাংবিধানিক কর্তব্য মনে করালেন রাজ্যপাল
author img

By

Published : Jan 31, 2022, 5:58 PM IST

Updated : Jan 31, 2022, 7:37 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Blocked Dhankhar in twitter) ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল (Dhankhar Slams Mamata) ৷ টুইট করে মমতাকে সাংবিধানিক কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি ৷

তবে রাজ্যপাল (Bengal Governor Jagdeep Dhankhar) টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম উল্লেখ করেননি ৷ তিনি সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদের কিছু অংশের ছবি পোস্ট করেছেন ৷ একই সঙ্গে লিখেছেন, রাজ্যের কেউই সাংবিধানিক নিয়ম ও আইনি বিধি আটকাতে পারেন না ৷ সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদে সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব যাঁরা পালন করছেন, তাঁদের সংবিধানের প্রতি বিশ্বাস রাখতে হবে (bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter) ৷

  • Guv WB : Mandated under Article 159 of the Constitution to ensure none in the state “blocks” Constitutional Norms and Rules of Law and those in authority “bear true faith and allegiance to the Constitution of India” pic.twitter.com/gGDf3doAyJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহলের মতে, এই আক্রমণের আসল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, তিনি এর আগে একাধিক টুইটে বোঝানোর চেষ্টা করেছেন যে সরকারি আধিকারিকরা বঙ্গ প্রশাসনের শীর্ষস্তরের অঙ্গুলিহেলনেই তাঁর ডাকা বৈঠকে বিরত থাকেন ৷

তার সঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, টুইটারে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে ব্লক করেছেন ৷ ফলে বলা যেতেই পারে রাজ্য সরকার ও রাজ্যপালের লড়াই অন্যদিকে মোড় নিল ৷ কিছুদিন পরই রাজ্য বাজেট ৷ প্রথা অনুযায়ী, বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা ৷ তখন পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Bengal CM Blocks Governor : রাজ্যপালকে টুইটারে ব্লক করলেন ক্ষুব্ধ মমতা

কলকাতা, 31 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Blocked Dhankhar in twitter) ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল (Dhankhar Slams Mamata) ৷ টুইট করে মমতাকে সাংবিধানিক কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি ৷

তবে রাজ্যপাল (Bengal Governor Jagdeep Dhankhar) টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম উল্লেখ করেননি ৷ তিনি সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদের কিছু অংশের ছবি পোস্ট করেছেন ৷ একই সঙ্গে লিখেছেন, রাজ্যের কেউই সাংবিধানিক নিয়ম ও আইনি বিধি আটকাতে পারেন না ৷ সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদে সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব যাঁরা পালন করছেন, তাঁদের সংবিধানের প্রতি বিশ্বাস রাখতে হবে (bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter) ৷

  • Guv WB : Mandated under Article 159 of the Constitution to ensure none in the state “blocks” Constitutional Norms and Rules of Law and those in authority “bear true faith and allegiance to the Constitution of India” pic.twitter.com/gGDf3doAyJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহলের মতে, এই আক্রমণের আসল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, তিনি এর আগে একাধিক টুইটে বোঝানোর চেষ্টা করেছেন যে সরকারি আধিকারিকরা বঙ্গ প্রশাসনের শীর্ষস্তরের অঙ্গুলিহেলনেই তাঁর ডাকা বৈঠকে বিরত থাকেন ৷

তার সঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, টুইটারে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে ব্লক করেছেন ৷ ফলে বলা যেতেই পারে রাজ্য সরকার ও রাজ্যপালের লড়াই অন্যদিকে মোড় নিল ৷ কিছুদিন পরই রাজ্য বাজেট ৷ প্রথা অনুযায়ী, বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা ৷ তখন পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Bengal CM Blocks Governor : রাজ্যপালকে টুইটারে ব্লক করলেন ক্ষুব্ধ মমতা

Last Updated : Jan 31, 2022, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.