ETV Bharat / city

Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের - রাজ্যপাল জগদীপ ধনকড়

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন ছিল ৷ সেখান থেকে নাম না-করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে 'ঘোড়ার পাল' বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর রাজ্যপাল পালটা প্রতিক্রিয়া দিলেন ৷

bengal governor dhankhar challenge mamata banerjee again
Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের
author img

By

Published : Feb 2, 2022, 6:28 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বুধবার সন্ধ্যায় তিনি জানান, মুখ্যমন্ত্রীর কটূক্তিকে তিনি ভয় পান না (bengal governor dhankhar challenge mamata banerjee again) ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷ আমার বিরুদ্ধে খারাপ কথা বলেছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ছিল ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করেন মমতা ৷ নাম না-করে রাজ্যপালকে 'ঘোড়ার পাল' বলেন তিনি ৷ সেই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন রাজ্যপাল ৷

তাঁর দাবি, নজিরবিহীন ভাবে মুখ্যমন্ত্রী তাঁকে কটূক্তি করেছেন ৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের একটি সাধারণ ঘটনার সঙ্গে তুলনা টেনে তাঁকে খারাপ কথা বলা হয়েছে ৷ তখনই তিনি পালটা চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীকে ৷ বলেন, ‘‘কটূক্তিকে ভয় পাই না ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করেছে, খারাপ কথা বলেছে, একটা উদাহরণ দেখান ৷’’

এছাড়া একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে পাঠানো কোনও ফাইল তিনি ফেলে রাখেননি ৷ বরং যে ফাইলগুলি সম্পর্কে উত্তর মেলেনি, সেগুলিই তাঁর কাছে পড়ে আছে ৷ পাঁচতারা হোটেল থেকে খাবার আনানোর যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটাও খারিজ করেছেন রাজ্যপাল ৷

এদিন 'মা' ক্যান্টিনের মতো প্রকল্প নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তার পালটা রাজ্যপাল জানান, মা ক্যান্টিন নিয়ে মুখমন্ত্রী আবেগকে অস্ত্র করছেন ৷ কিন্তু তিনি জানতে চেয়েছেন, এই প্রকল্পের খরচ কোন খাত থেকে হচ্ছে ৷

এদিন আবার তিনি ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন ৷ মমতাকে বাংলার সকলের মুখ্যমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Mamata Attacks Dhankhar : নাম না-করে ধনকড়কে 'ঘোড়ার পাল' বললেন মমতা

কলকাতা, 2 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বুধবার সন্ধ্যায় তিনি জানান, মুখ্যমন্ত্রীর কটূক্তিকে তিনি ভয় পান না (bengal governor dhankhar challenge mamata banerjee again) ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷ আমার বিরুদ্ধে খারাপ কথা বলেছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ছিল ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করেন মমতা ৷ নাম না-করে রাজ্যপালকে 'ঘোড়ার পাল' বলেন তিনি ৷ সেই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন রাজ্যপাল ৷

তাঁর দাবি, নজিরবিহীন ভাবে মুখ্যমন্ত্রী তাঁকে কটূক্তি করেছেন ৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের একটি সাধারণ ঘটনার সঙ্গে তুলনা টেনে তাঁকে খারাপ কথা বলা হয়েছে ৷ তখনই তিনি পালটা চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীকে ৷ বলেন, ‘‘কটূক্তিকে ভয় পাই না ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করেছে, খারাপ কথা বলেছে, একটা উদাহরণ দেখান ৷’’

এছাড়া একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে পাঠানো কোনও ফাইল তিনি ফেলে রাখেননি ৷ বরং যে ফাইলগুলি সম্পর্কে উত্তর মেলেনি, সেগুলিই তাঁর কাছে পড়ে আছে ৷ পাঁচতারা হোটেল থেকে খাবার আনানোর যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটাও খারিজ করেছেন রাজ্যপাল ৷

এদিন 'মা' ক্যান্টিনের মতো প্রকল্প নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তার পালটা রাজ্যপাল জানান, মা ক্যান্টিন নিয়ে মুখমন্ত্রী আবেগকে অস্ত্র করছেন ৷ কিন্তু তিনি জানতে চেয়েছেন, এই প্রকল্পের খরচ কোন খাত থেকে হচ্ছে ৷

এদিন আবার তিনি ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন ৷ মমতাকে বাংলার সকলের মুখ্যমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Mamata Attacks Dhankhar : নাম না-করে ধনকড়কে 'ঘোড়ার পাল' বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.