ETV Bharat / city

কলকাতা পৌর নিগমের উদ্যোগে টিকাকরণ টলিপাড়ার কলাকুশলীদের - vaccine tollyganj

টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হল । আজ কলকাতা পৌর নিগমের উদ্যোগে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত প্রায় 6500 জনেরও বেশি কলাকুশলীদের টিকাকরণ হয় ।

bengal film industry people vaccinated at tollyganj in presence of firhad hakim
কলকাতা পৌর নিগমের উদ্যোগে টিকাকরণ টলিপাড়ার কলাকুশলীদের
author img

By

Published : Jun 8, 2021, 5:33 PM IST

কলকাতা, 6 জুন : টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের করোনা টিকা দেওয়া শুরু হল । এ দিন কলকাতা পৌর নিগমের তত্ত্বাবধানে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত প্রায় 6500 জনেরও বেশি কলাকুশলীদের করোনা টিকাকরণ করা হয় ।

বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে এই মুহূর্তে শিল্পী ও কলাকুশলীরা করোনা যোদ্ধাদের সমতুল । তাই প্রথম সারির করোনা যোদ্ধাদের মতোই টেলিভিশন ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত শিল্পী ও কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার দ্বিতীয় টেউ আসার আগেই সবাইকে টিকা দেওয়া প্রয়োজন । কিন্তু কেন্দ্রীয় সরকারের গাফিলতিতেই দ্রুতগতিতে টিকাকরণ করা যাচ্ছে না । রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে ।

এ দিনের টিকাকরণে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা দেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হোয়াটসঅ্যাপে ফিল্ম জগতের কলাকুশলীদের টিকাকরণের জন্য আবেদন জানিয়েছিলেন দেব । আজ তিনি বলেন, ভারতে মধ্যে বাংলাতে প্রথম চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী ও কর্মীদের টিকাকরণের কাজ শুরু করা হল । তাঁদের করোনার সংক্রমণ থেকে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিনেতা ৷ বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী ও কর্মীদের পরিবার ও আত্মীয় স্বজনদেরও টিকাকরণের উদ্যোগ নেওয়া হবে ।

আরও পড়ুন: সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে টিকার জন্য বহুবার আবেদন জানিয়েছেন । কিন্তু যে পরিমাণ চাওয়া হচ্ছে, তার থেকে অনেক কম পরিমাণে টিকা রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার । কলকাতায় আজ চলচ্চিত্র জগতের কলাকুশলী ও কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে । আগামী দিনে বাংলার পথকে অনুসরণ করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ও ভারতের বাকি ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীদেরও দ্রুত করোনার টিকাকরণ শুরু করা হবে ।

কলকাতা, 6 জুন : টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের করোনা টিকা দেওয়া শুরু হল । এ দিন কলকাতা পৌর নিগমের তত্ত্বাবধানে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত প্রায় 6500 জনেরও বেশি কলাকুশলীদের করোনা টিকাকরণ করা হয় ।

বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে এই মুহূর্তে শিল্পী ও কলাকুশলীরা করোনা যোদ্ধাদের সমতুল । তাই প্রথম সারির করোনা যোদ্ধাদের মতোই টেলিভিশন ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত শিল্পী ও কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার দ্বিতীয় টেউ আসার আগেই সবাইকে টিকা দেওয়া প্রয়োজন । কিন্তু কেন্দ্রীয় সরকারের গাফিলতিতেই দ্রুতগতিতে টিকাকরণ করা যাচ্ছে না । রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে ।

এ দিনের টিকাকরণে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা দেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হোয়াটসঅ্যাপে ফিল্ম জগতের কলাকুশলীদের টিকাকরণের জন্য আবেদন জানিয়েছিলেন দেব । আজ তিনি বলেন, ভারতে মধ্যে বাংলাতে প্রথম চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী ও কর্মীদের টিকাকরণের কাজ শুরু করা হল । তাঁদের করোনার সংক্রমণ থেকে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিনেতা ৷ বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী ও কর্মীদের পরিবার ও আত্মীয় স্বজনদেরও টিকাকরণের উদ্যোগ নেওয়া হবে ।

আরও পড়ুন: সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে টিকার জন্য বহুবার আবেদন জানিয়েছেন । কিন্তু যে পরিমাণ চাওয়া হচ্ছে, তার থেকে অনেক কম পরিমাণে টিকা রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার । কলকাতায় আজ চলচ্চিত্র জগতের কলাকুশলী ও কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে । আগামী দিনে বাংলার পথকে অনুসরণ করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ও ভারতের বাকি ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীদেরও দ্রুত করোনার টিকাকরণ শুরু করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.