ETV Bharat / city

Bengal Farmers Earning Less: বাংলার থেকে তিনগুণ বেশি টাকা রোজগার করেন পঞ্জাবের কৃষকরা, প্রকাশ্যে নাবার্ডের রিপোর্ট - Bengal Farmers Income

আয়ের নিরিখে দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে (Bengal Farmers Income) রাজ্যের কৃষক পরিবারগুলি ৷ এমনই তথ্য উঠে আসছে নাবার্ড (NABARD) বা জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী ৷ যে তালিকায় সবার উপরে রয়েছে পঞ্জাব (Bengal Farmers Earn Three Times Less than Punjab) ৷

Bengal Farmers Earn Three Times Less than Punjab NABARD Reports
Bengal Farmers Earn Three Times Less than Punjab NABARD ReportsBengal Farmers Earn Three Times Less than Punjab NABARD Reports
author img

By

Published : Oct 16, 2022, 11:36 AM IST

Updated : Oct 17, 2022, 9:10 AM IST

কলকাতা, 16 অক্টোবর: ভারতের অন্যান্য রাজ্যের থেকে প্রায় দু’টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকরা আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন (Bengal Farmers Income) ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের (NABARD) একটি গবেষণায় এমনই তথ্য প্রকাশ করা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ‘কৃষক কল্যাণ’ ৷ সেখানে বলা হয়েছে, বাংলার একটি কৃষক পরিবারের তুলনায় পঞ্জাবের একটি কৃষক পরিবারের আয় প্রায় তিনগুণ বেশি (Bengal Farmers Earn Three Times Less than Punjab) ৷

রিপোর্টে উল্লেখ, প্রথম ক্ষেত্রে রাজ্যের একটি কৃষক পরিবারের গড় মাসিক আয় (Average Monthly Income of Farmer Family in Bengal) পুরোটাই নির্ভর করে চাষবাসের উপরে ৷ যেখানে একটি কৃষক পরিবারের বার্ষিক গড় আয় (Average Annual Income of Farmer Family in Bengal) মাত্র 92 হাজার 072 টাকা ৷ যার অর্থ, মাসে গড় আয় প্রতি পরিবার পিছু 7,573 টাকা ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ একমাত্র পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে ৷ আর একটি কৃষক পরিবারের মাসিক গড় আয়ের তালিকায় সবার উপরে রয়েছে পঞ্জাব ৷ সেখানকার একটি কৃষক পরিবার মাসে গড়ে 23 হাজার 133 টাকা আয় করে ৷ আর তার পরেই রয়েছে হরিয়ানা ৷ সেখানে কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় 18,496 টাকা ৷ তালিকার তিন নম্বরে রয়েছে কেরল 16,927 টাকা ৷

আর এনএবিএআরডি বা নাবার্ডের রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় ক্ষেত্র হল, পশ্চিমবঙ্গে প্রতি হেক্টর কৃষিজমির জন্য বরাদ্দ কৃষি ঋণের পরিমাণ ৷ আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের সব রাজ্যের তালিকায় 15 নম্বরে রয়েছে ৷ প্রতি হেক্টরে এ রাজ্য কৃষি ঋণ দেওয়া হয় মাত্র 55 হাজার টাকা ৷ যা প্রতি একরের হিসাবে কমে দাঁড়ায় 22 হাজার টাকা ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের তালিকা অনুযায়ী, কৃষি ঋণ বরাদ্দের হিসাবে সবার উপরে রয়েছে কেরল ৷ সেখানে প্রতি হেক্টর জমি পিছু সর্বোচ্চ 3 লক্ষ 68 হাজার টাকা ঋণ দেওয়া হয় ৷ অর্থাৎ, একর প্রতি 1 লক্ষ 47 হাজার টাকা ৷

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ভিডিয়ো রেকর্ডিংয়ের সিদ্ধান্ত

যদিও, জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের এই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর এই রিপোর্ট পড়ে দেখা হয়নি ৷ কিন্তু, তাঁর তরফে রিপোর্টের তথ্য নিয়ে সংশয় রয়েছে ৷ তাঁর মতে, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কৃষক পরিবারগুলির বার্ষিক গড় আয় তিনগুণ বেড়েছে ৷ রাজ্য সরকারের কৃষি দফতরের রিপোর্ট তেমনটাই বলছে ৷ 2018 সালে পশ্চিমবঙ্গে কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী কৃষক পরিবারগুলির বার্ষিক গড় আয় ছিল 3 লক্ষ টাকা ৷ তবে, তিনি এও জানিয়েছেন, গত 2 বছরে সেই আয়ের পরিমাণ কমতে পারে ৷ আর তার জন্য দায়ী অতিমারি ৷

কলকাতা, 16 অক্টোবর: ভারতের অন্যান্য রাজ্যের থেকে প্রায় দু’টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকরা আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন (Bengal Farmers Income) ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের (NABARD) একটি গবেষণায় এমনই তথ্য প্রকাশ করা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ‘কৃষক কল্যাণ’ ৷ সেখানে বলা হয়েছে, বাংলার একটি কৃষক পরিবারের তুলনায় পঞ্জাবের একটি কৃষক পরিবারের আয় প্রায় তিনগুণ বেশি (Bengal Farmers Earn Three Times Less than Punjab) ৷

রিপোর্টে উল্লেখ, প্রথম ক্ষেত্রে রাজ্যের একটি কৃষক পরিবারের গড় মাসিক আয় (Average Monthly Income of Farmer Family in Bengal) পুরোটাই নির্ভর করে চাষবাসের উপরে ৷ যেখানে একটি কৃষক পরিবারের বার্ষিক গড় আয় (Average Annual Income of Farmer Family in Bengal) মাত্র 92 হাজার 072 টাকা ৷ যার অর্থ, মাসে গড় আয় প্রতি পরিবার পিছু 7,573 টাকা ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ একমাত্র পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে ৷ আর একটি কৃষক পরিবারের মাসিক গড় আয়ের তালিকায় সবার উপরে রয়েছে পঞ্জাব ৷ সেখানকার একটি কৃষক পরিবার মাসে গড়ে 23 হাজার 133 টাকা আয় করে ৷ আর তার পরেই রয়েছে হরিয়ানা ৷ সেখানে কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় 18,496 টাকা ৷ তালিকার তিন নম্বরে রয়েছে কেরল 16,927 টাকা ৷

আর এনএবিএআরডি বা নাবার্ডের রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় ক্ষেত্র হল, পশ্চিমবঙ্গে প্রতি হেক্টর কৃষিজমির জন্য বরাদ্দ কৃষি ঋণের পরিমাণ ৷ আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের সব রাজ্যের তালিকায় 15 নম্বরে রয়েছে ৷ প্রতি হেক্টরে এ রাজ্য কৃষি ঋণ দেওয়া হয় মাত্র 55 হাজার টাকা ৷ যা প্রতি একরের হিসাবে কমে দাঁড়ায় 22 হাজার টাকা ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের তালিকা অনুযায়ী, কৃষি ঋণ বরাদ্দের হিসাবে সবার উপরে রয়েছে কেরল ৷ সেখানে প্রতি হেক্টর জমি পিছু সর্বোচ্চ 3 লক্ষ 68 হাজার টাকা ঋণ দেওয়া হয় ৷ অর্থাৎ, একর প্রতি 1 লক্ষ 47 হাজার টাকা ৷

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ভিডিয়ো রেকর্ডিংয়ের সিদ্ধান্ত

যদিও, জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের এই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর এই রিপোর্ট পড়ে দেখা হয়নি ৷ কিন্তু, তাঁর তরফে রিপোর্টের তথ্য নিয়ে সংশয় রয়েছে ৷ তাঁর মতে, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কৃষক পরিবারগুলির বার্ষিক গড় আয় তিনগুণ বেড়েছে ৷ রাজ্য সরকারের কৃষি দফতরের রিপোর্ট তেমনটাই বলছে ৷ 2018 সালে পশ্চিমবঙ্গে কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী কৃষক পরিবারগুলির বার্ষিক গড় আয় ছিল 3 লক্ষ টাকা ৷ তবে, তিনি এও জানিয়েছেন, গত 2 বছরে সেই আয়ের পরিমাণ কমতে পারে ৷ আর তার জন্য দায়ী অতিমারি ৷

Last Updated : Oct 17, 2022, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.