ETV Bharat / city

আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা, কবে শপথ ? - assembly election result 2021

রাজ্য বিরাট জয়ের পর কবে শপথগ্রহণ অনুষ্ঠান হবে, তা এখনও জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে আজ সন্ধেয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর ৷

Bengal Election Result 2021: Mamata Banerjee to meet governor Jagdeep Dhankhar today after her landslide victory
আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা, কবে শপথ ?
author img

By

Published : May 3, 2021, 8:31 AM IST

Updated : May 3, 2021, 10:56 AM IST

কলকাতা, 3 মে: খেলা শেষ ৷ হয়ে গিয়েছে রেজ়াল্ট আউট ৷ আর স্কোরবোর্ড বলছে, তৃণমূল 214 - বিজেপি 76 ৷ হাত খালি বাম ও কংগ্রেসের ৷ সংযুক্ত মোর্চার হয়ে একটি মাত্র আসন জিতেছে আইএসএফ ৷ অর্থাত্ পরপর তিনবার বঙ্গজয়ের ট্রফি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ তবে কোভিড পরিস্থিতিতে বিরাট জয় সত্ত্বেও বড় সেলিব্রেশনের পথে হাঁটছেন না তৃণমূল নেত্রী ৷ শপথগ্রহণ অনুষ্ঠানও খুবই সাদামাটাভাবে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷ শপথ কবে হবে, সেটা তিনি এখনও স্পষ্ট করেননি ৷ তবে আজই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী ৷

রবিবারই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতা দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইট করে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অভিনন্দন জানাচ্ছি ৷" আজ সন্ধে 7টা নাগাদ রাজভবনে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান ধনকড় ৷ কোভিড পরিস্থিতিতে রাজ্যের জন্য আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ নিয়েই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মোদি-শাহের ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি করলাম : মমতা

  • Congratulated @MamataOfficial party win in West Bengal assembly elections.

    Tomorrow at 7 PM Hon’ble CM will be calling on me at Raj Bhawan.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে বিপুল জয়ের পর অবশ্য বিজয়মিছিল বা সেলিব্রেশন করবেন না বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ জয়ের পর করোনার পরিস্থিতির মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন তিনি ৷ এই আবহে কোনও বিজয় মিছিল হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী । তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে ব্রিগেডে বিজয় উৎসব করা হবে । তবে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে না । মুখ্যমন্ত্রীর কথায়, "সবাইকে বিনামূল্যে টিকা দেব ৷ কেন্দ্রের কাছে টিকা চাইব । কেন্দ্রকে বলব বিনামূল্যে টিকাকরণের জন্য ।" তাঁর হুঁশিয়ারি, না হলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন ।

কলকাতা, 3 মে: খেলা শেষ ৷ হয়ে গিয়েছে রেজ়াল্ট আউট ৷ আর স্কোরবোর্ড বলছে, তৃণমূল 214 - বিজেপি 76 ৷ হাত খালি বাম ও কংগ্রেসের ৷ সংযুক্ত মোর্চার হয়ে একটি মাত্র আসন জিতেছে আইএসএফ ৷ অর্থাত্ পরপর তিনবার বঙ্গজয়ের ট্রফি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ তবে কোভিড পরিস্থিতিতে বিরাট জয় সত্ত্বেও বড় সেলিব্রেশনের পথে হাঁটছেন না তৃণমূল নেত্রী ৷ শপথগ্রহণ অনুষ্ঠানও খুবই সাদামাটাভাবে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷ শপথ কবে হবে, সেটা তিনি এখনও স্পষ্ট করেননি ৷ তবে আজই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী ৷

রবিবারই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতা দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইট করে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অভিনন্দন জানাচ্ছি ৷" আজ সন্ধে 7টা নাগাদ রাজভবনে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান ধনকড় ৷ কোভিড পরিস্থিতিতে রাজ্যের জন্য আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ নিয়েই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মোদি-শাহের ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি করলাম : মমতা

  • Congratulated @MamataOfficial party win in West Bengal assembly elections.

    Tomorrow at 7 PM Hon’ble CM will be calling on me at Raj Bhawan.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে বিপুল জয়ের পর অবশ্য বিজয়মিছিল বা সেলিব্রেশন করবেন না বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ জয়ের পর করোনার পরিস্থিতির মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন তিনি ৷ এই আবহে কোনও বিজয় মিছিল হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী । তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে ব্রিগেডে বিজয় উৎসব করা হবে । তবে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে না । মুখ্যমন্ত্রীর কথায়, "সবাইকে বিনামূল্যে টিকা দেব ৷ কেন্দ্রের কাছে টিকা চাইব । কেন্দ্রকে বলব বিনামূল্যে টিকাকরণের জন্য ।" তাঁর হুঁশিয়ারি, না হলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন ।

Last Updated : May 3, 2021, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.