ETV Bharat / city

ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের - ভোটের ফল

পশ্চিমবঙ্গে বিজেপির এই খারাপ ফল নিয়ে তাঁর সঙ্গে যে ফোনে কথা হয়েছে অমিত শাহের, সেটাও জানিয়েছেন কৈলাস ৷ তাঁর কথায়, অমিত শাহ তাঁর কাছ থেকে ফলাফল নিয়ে তথ্য নিয়েছেন

ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের
ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের
author img

By

Published : May 2, 2021, 5:38 PM IST

Updated : May 2, 2021, 9:07 PM IST

কলকাতা, 02 মে : বঙ্গ ভোটে 200-র বেশি আসনে জেতার দাবি করেছিল বিজেপি ৷ কিন্তু সেই ভবিষ্যদ্বাণী তো মেলেইনি ৷ উল্টে তিন অঙ্কেই পৌঁছতে পারছে না গেরুয়া শিবির ৷ কেন এত খারাপ ফল হল ? এই প্রশ্নই উঠছে আপাতত ৷

আর সেই প্রশ্নের মুখোমুখি হলেন স্বয়ং কৈলাস বিজয়বর্গীয় ৷ বিজেপির এই কেন্দ্রীয় নেতার মতে, ‘‘জনতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চেয়েছেন ৷ ট্রেন্ড দেখে তাই মনে হচ্ছে ৷ এই ফল বিশ্লেষণ করা হবে ৷ যা ভেবেছিলাম, তেমন ফল হয়নি ৷ তা সত্ত্বেও আমরা অনেক এগিয়েছি ৷ আগের বিধানসভায় আমরা তিন ছিলাম ৷’’

ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির এই খারাপ ফল নিয়ে তাঁর সঙ্গে যে ফোনে কথা হয়েছে অমিত শাহের, সেটাও জানিয়েছেন কৈলাস ৷ তাঁর কথায়, অমিত শাহ তাঁর কাছ থেকে ফলাফল নিয়ে তথ্য নিয়েছেন ৷ তবে পুরো ফল আসার পর বিস্তারিত আলোচনা হবে ৷

আরও পড়ুন : একের পর টুইট বোমা, ডেরেকের নিশানায় বিজেপি

প্রসঙ্গত, এবারের বঙ্গ ভোটে বিজেপি এখনও পর্যন্ত 29টি আসনে জিতেছে ৷ এগিয়ে রয়েছে 49টি আসনে ৷ এই ট্রেন্ড চলতে থাকলে এবার বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা হবে 78 ৷

কলকাতা, 02 মে : বঙ্গ ভোটে 200-র বেশি আসনে জেতার দাবি করেছিল বিজেপি ৷ কিন্তু সেই ভবিষ্যদ্বাণী তো মেলেইনি ৷ উল্টে তিন অঙ্কেই পৌঁছতে পারছে না গেরুয়া শিবির ৷ কেন এত খারাপ ফল হল ? এই প্রশ্নই উঠছে আপাতত ৷

আর সেই প্রশ্নের মুখোমুখি হলেন স্বয়ং কৈলাস বিজয়বর্গীয় ৷ বিজেপির এই কেন্দ্রীয় নেতার মতে, ‘‘জনতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চেয়েছেন ৷ ট্রেন্ড দেখে তাই মনে হচ্ছে ৷ এই ফল বিশ্লেষণ করা হবে ৷ যা ভেবেছিলাম, তেমন ফল হয়নি ৷ তা সত্ত্বেও আমরা অনেক এগিয়েছি ৷ আগের বিধানসভায় আমরা তিন ছিলাম ৷’’

ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে ফোনে কথা অমিত-কৈলাসের

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির এই খারাপ ফল নিয়ে তাঁর সঙ্গে যে ফোনে কথা হয়েছে অমিত শাহের, সেটাও জানিয়েছেন কৈলাস ৷ তাঁর কথায়, অমিত শাহ তাঁর কাছ থেকে ফলাফল নিয়ে তথ্য নিয়েছেন ৷ তবে পুরো ফল আসার পর বিস্তারিত আলোচনা হবে ৷

আরও পড়ুন : একের পর টুইট বোমা, ডেরেকের নিশানায় বিজেপি

প্রসঙ্গত, এবারের বঙ্গ ভোটে বিজেপি এখনও পর্যন্ত 29টি আসনে জিতেছে ৷ এগিয়ে রয়েছে 49টি আসনে ৷ এই ট্রেন্ড চলতে থাকলে এবার বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা হবে 78 ৷

Last Updated : May 2, 2021, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.