ETV Bharat / city

Siliguri Mahakuma Parishad : 26 জুনই শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, ঘোষণা কমিশনের - Kolkata Municipal Corporation

শিলিগুড়ি মহকুমা পরিষদ (Siliguri Mahakuma Parishad)-সহ বেশ কয়েকটি পৌরসভার কিছু ওয়ার্ডে ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ তবে ভোটের ফল কবে বের হবে, তা জানানো হয়নি ৷

bengal-election-commission-announces-poll-date-of-siliguri-mahakuma-parishad
SMC Election 2022 : 26 জুনই শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোট, ফলাফলের দিন ঘোষণা করল না কমিশন
author img

By

Published : May 26, 2022, 3:55 PM IST

Updated : May 26, 2022, 7:21 PM IST

কলকাতা, 26 মে : শিলিগুড়ি মহকুমা পরিষদ 26 জুন নির্বাচন (Bengal Election Commission Announces Poll Date of Siliguri Mahakuma Parishad) । আজ সর্বদলীয় বৈঠকের পরে এই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস । তবে এখনই ফলাফলের তারিখ জানানো হয়নি । আগামিকাল জারি হবে বিজ্ঞপ্তি ৷

শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট (Siliguri Mahakuma Parishad Election 2022) যে আগামী 26 জুন হবে, তা গতকালই জানা গিয়েছিল ৷ গতকাল, বুধবার রাজ্যের নির্বাচন কমিশন (Bengal Election Commission) ও রাজ্য়ের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার মধ্যে বৈঠক হয় ৷ সেই বৈঠকেই ঠিক হয় ভোটের দিন ৷ তার পর আজ সর্বদলীয় বৈঠকের পর দিন ঘোষণা করা হয় কমিশনের তরফে ৷

bengal-election-commission-announces-poll-date-of-siliguri-mahakuma-parishad
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার সৌরভ দাস

কমিশন জানিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসন । 23টি গ্রাম পঞ্চায়েতের 463টি আসন এবং 4টি পঞ্চায়েত সমিতির 66টি আসন আসনে ভোটে হবে ৷ এছাড়া চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ভোট হবে ওই দিন ৷ ওই একই দিনে পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং পানিহাটির পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ওই দিন উপ-নির্বাচন হবে ।

কমিশনের তরফে জানানো হয়েছে যে আগামিকাল সকালে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ আজ থেকেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি৷ তবে যে এলাকাগুলিতে ভোট, সেই জায়গাগুলিতেই আদর্শ আচরণবিধি লাগু হবে ৷ আগামিকাল থেকেই শুরু হবে মনোনয়ন ৷ আগামী 2 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ করোনা সংক্রান্ত বিধি গত ভোটগুলিতেও যেমন ছিল, তেমনই রয়েছে এবারও ৷ ইভিএমে ভোট৷ সিসিটিভি ক্যামেরাও থাকবে বুথে ৷ রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন জানান, ভোটে রাজ্য পুলিশের নিরাপত্তা থাকবে ৷ ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করবে কমিশন ৷

সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার সৌরভ দাস

গত বছরের শেষে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ভোট করায় নির্বাচন কমিশন ৷ তার পর চলতি বছরের শুরুতে রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলিতে ভোট করানো হয় নির্বাচন কমিশনের তরফে ৷ কিন্তু হাওড়া পৌরনিগমে ভোটে বকেয়া থাকলেও সেখানে নির্বাচন হয়নি ৷ কারণ, হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) থেকে বালি পৌরসভা থেকে আলাদা করার জন্য রাজ্য সরকারের বিল এখনও রাজভবনেই পড়ে ৷

এই নিয়ে কমিশনারের বক্তব্য, তাঁদের পক্ষ থেকে হাওড়ায় ভোট করানো নিয়ে চিঠি পাঠানো হয়েছে নবান্নে ৷ তবে সেই বিষয় এখনও স্থির হয়নি । হাওড়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে । এটা কমিশনের হাতে নেই ।

আরও পড়ুন : Biman Slams Dhankhar : হাওড়া পৌরনিগম বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের

কলকাতা, 26 মে : শিলিগুড়ি মহকুমা পরিষদ 26 জুন নির্বাচন (Bengal Election Commission Announces Poll Date of Siliguri Mahakuma Parishad) । আজ সর্বদলীয় বৈঠকের পরে এই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস । তবে এখনই ফলাফলের তারিখ জানানো হয়নি । আগামিকাল জারি হবে বিজ্ঞপ্তি ৷

শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট (Siliguri Mahakuma Parishad Election 2022) যে আগামী 26 জুন হবে, তা গতকালই জানা গিয়েছিল ৷ গতকাল, বুধবার রাজ্যের নির্বাচন কমিশন (Bengal Election Commission) ও রাজ্য়ের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার মধ্যে বৈঠক হয় ৷ সেই বৈঠকেই ঠিক হয় ভোটের দিন ৷ তার পর আজ সর্বদলীয় বৈঠকের পর দিন ঘোষণা করা হয় কমিশনের তরফে ৷

bengal-election-commission-announces-poll-date-of-siliguri-mahakuma-parishad
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার সৌরভ দাস

কমিশন জানিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসন । 23টি গ্রাম পঞ্চায়েতের 463টি আসন এবং 4টি পঞ্চায়েত সমিতির 66টি আসন আসনে ভোটে হবে ৷ এছাড়া চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ভোট হবে ওই দিন ৷ ওই একই দিনে পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং পানিহাটির পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ওই দিন উপ-নির্বাচন হবে ।

কমিশনের তরফে জানানো হয়েছে যে আগামিকাল সকালে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ আজ থেকেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি৷ তবে যে এলাকাগুলিতে ভোট, সেই জায়গাগুলিতেই আদর্শ আচরণবিধি লাগু হবে ৷ আগামিকাল থেকেই শুরু হবে মনোনয়ন ৷ আগামী 2 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ করোনা সংক্রান্ত বিধি গত ভোটগুলিতেও যেমন ছিল, তেমনই রয়েছে এবারও ৷ ইভিএমে ভোট৷ সিসিটিভি ক্যামেরাও থাকবে বুথে ৷ রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন জানান, ভোটে রাজ্য পুলিশের নিরাপত্তা থাকবে ৷ ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করবে কমিশন ৷

সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার সৌরভ দাস

গত বছরের শেষে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ভোট করায় নির্বাচন কমিশন ৷ তার পর চলতি বছরের শুরুতে রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলিতে ভোট করানো হয় নির্বাচন কমিশনের তরফে ৷ কিন্তু হাওড়া পৌরনিগমে ভোটে বকেয়া থাকলেও সেখানে নির্বাচন হয়নি ৷ কারণ, হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) থেকে বালি পৌরসভা থেকে আলাদা করার জন্য রাজ্য সরকারের বিল এখনও রাজভবনেই পড়ে ৷

এই নিয়ে কমিশনারের বক্তব্য, তাঁদের পক্ষ থেকে হাওড়ায় ভোট করানো নিয়ে চিঠি পাঠানো হয়েছে নবান্নে ৷ তবে সেই বিষয় এখনও স্থির হয়নি । হাওড়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে । এটা কমিশনের হাতে নেই ।

আরও পড়ুন : Biman Slams Dhankhar : হাওড়া পৌরনিগম বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের

Last Updated : May 26, 2022, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.