ETV Bharat / city

শেষ দফার ভোটের 35 আসনেই জোর টক্করের সম্ভাবনা বিজেপি-তৃণমূলে - 8th Phase Vote

দুই মাসের নির্বাচনী যুদ্ধ এবার শেষ পর্যায়ে ৷ প্রচারে দাঁড়ি পড়ে গিয়েছে ৷ আগামিকাল, বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন ৷ ভোট হবে রাজ্যের 35টি আসনে ৷ রাজ্যের অন্যান্য অংশের মতো এই আসনগুলির রাজনৈতিক মানচিত্র গত কয়েক বছরে ব্যাপক ভাবে বদলে গিয়েছে ৷

শেষ দফার ভোটের 35 আসনেই জোর টক্করের সম্ভাবনা বিজেপি-তৃণমূলে
শেষ দফার ভোটের 35 আসনেই জোর টক্করের সম্ভাবনা বিজেপি-তৃণমূলে
author img

By

Published : Apr 28, 2021, 9:19 PM IST

কলকাতা, 28 এপ্রিল : দুই মাসের নির্বাচনী যুদ্ধ এবার শেষ পর্যায়ে ৷ প্রচারে দাঁড়ি পড়ে গিয়েছে ৷ আগামিকাল, বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন ৷ ভোট হবে রাজ্যের 35টি আসনে ৷ রাজ্যের অন্যান্য অংশের মতো এই আসনগুলির রাজনৈতিক মানচিত্র গত কয়েক বছরে ব্যাপক ভাবে বদলে গিয়েছে ৷

সামগ্রিক হিসেবে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই 35 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 17টি, কংগ্রেস 13টি, বাম 3টি, বিজেপি 1টি এবং অন্যান্য দল 1টি আসন পেয়েছিল ৷ কিন্তু 2019 সালে পরিস্থিতি একেবারে বদলে যায় ৷ কংগ্রেস ও বামেদের আসন দখল করে শক্তিবৃদ্ধি করে বিজেপি ও তৃণমূল ৷ বেশি শক্তিবৃদ্ধি হয় বিজেপির ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই 35 আসনের মধ্যে 19টি আসনে এগিয়েছিল তৃণমূল ৷ বিজেপি এগিয়েছিল 11টি আসনে ৷ আর কংগ্রেস 5টি আসনে এগিয়েছিল ৷ বামেদের ভাগ্যে কিছুই জোটেনি ৷

west bengal assembly election 2021
অষ্টম দফায় কোন দল কোথায় ?

ভোট শতাংশের নিরিখে যদি 2016 সালের বিধানসভা ভোট এবং 2019 সালের লোকসভা ভোটের তুলনামূলক আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে 2016 সালের চেয়ে 2019 সালে তৃণমূল ও বিজেপির ভোট বেড়েছে ৷ আর শক্তিক্ষয় হয়েছে কংগ্রেস ও বামেদের ৷ তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বামেরা ৷

west bengal assembly election 2021
অষ্টম দফার আসনের অঙ্ক

2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির 38.74 শতাংশ ভোট তৃণমূলের দখলে ছিল ৷ 2019 সালে শাসক দলের ভোট বেড়ে দাঁড়ায় 41.17 শতাংশ ৷ 2016 সালে বিজেপির ভোট শতাংশ ছিল 11.48 ৷ 2019 সালে সেটা বেড়ে হয় 30.77 শতাংশ ৷ কংগ্রেস 2016 সালে 23.91 শতাংশ ভোট পেয়েছিল ৷ 2019 সালে 19.45 শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস ৷ বামেরা 2016 সালে ভোটে পেয়েছিল 18.60 শতাংশ ৷ 2019 সালে বামেরা 5.15 শতাংশ ভোট পেয়েছিল ৷ অন্যান্যদের ভোট শতাংশ অনেকটাই কমেছিল ৷

west bengal assembly election 2021
এক নজরে অষ্টম দফায় কোথায় কোথায় ভোট গ্রহন ।

আরও পড়ুন : অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

তার উপর এই দফায় বীরভূম, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু আসন এবং উত্তর কলকাতার ভোট ৷ রাজ্যের এই অংশে তৃণমূল নিজেদের ক্ষমতা ধরে রেখেছে ৷ বরং কিছু বাড়িয়েছে ৷ আর বিজেপিও মারাত্মক ভাবে নিজেদের ভোট বাড়িয়েছে ৷ ফলে আগামিকাল বঙ্গ রাজনীতির এই যুযুধান দুই পক্ষের মধ্যে যে টক্কর হবে, তা লেখাই বাহুল্য !

কলকাতা, 28 এপ্রিল : দুই মাসের নির্বাচনী যুদ্ধ এবার শেষ পর্যায়ে ৷ প্রচারে দাঁড়ি পড়ে গিয়েছে ৷ আগামিকাল, বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন ৷ ভোট হবে রাজ্যের 35টি আসনে ৷ রাজ্যের অন্যান্য অংশের মতো এই আসনগুলির রাজনৈতিক মানচিত্র গত কয়েক বছরে ব্যাপক ভাবে বদলে গিয়েছে ৷

সামগ্রিক হিসেবে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই 35 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 17টি, কংগ্রেস 13টি, বাম 3টি, বিজেপি 1টি এবং অন্যান্য দল 1টি আসন পেয়েছিল ৷ কিন্তু 2019 সালে পরিস্থিতি একেবারে বদলে যায় ৷ কংগ্রেস ও বামেদের আসন দখল করে শক্তিবৃদ্ধি করে বিজেপি ও তৃণমূল ৷ বেশি শক্তিবৃদ্ধি হয় বিজেপির ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই 35 আসনের মধ্যে 19টি আসনে এগিয়েছিল তৃণমূল ৷ বিজেপি এগিয়েছিল 11টি আসনে ৷ আর কংগ্রেস 5টি আসনে এগিয়েছিল ৷ বামেদের ভাগ্যে কিছুই জোটেনি ৷

west bengal assembly election 2021
অষ্টম দফায় কোন দল কোথায় ?

ভোট শতাংশের নিরিখে যদি 2016 সালের বিধানসভা ভোট এবং 2019 সালের লোকসভা ভোটের তুলনামূলক আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে 2016 সালের চেয়ে 2019 সালে তৃণমূল ও বিজেপির ভোট বেড়েছে ৷ আর শক্তিক্ষয় হয়েছে কংগ্রেস ও বামেদের ৷ তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বামেরা ৷

west bengal assembly election 2021
অষ্টম দফার আসনের অঙ্ক

2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলির 38.74 শতাংশ ভোট তৃণমূলের দখলে ছিল ৷ 2019 সালে শাসক দলের ভোট বেড়ে দাঁড়ায় 41.17 শতাংশ ৷ 2016 সালে বিজেপির ভোট শতাংশ ছিল 11.48 ৷ 2019 সালে সেটা বেড়ে হয় 30.77 শতাংশ ৷ কংগ্রেস 2016 সালে 23.91 শতাংশ ভোট পেয়েছিল ৷ 2019 সালে 19.45 শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস ৷ বামেরা 2016 সালে ভোটে পেয়েছিল 18.60 শতাংশ ৷ 2019 সালে বামেরা 5.15 শতাংশ ভোট পেয়েছিল ৷ অন্যান্যদের ভোট শতাংশ অনেকটাই কমেছিল ৷

west bengal assembly election 2021
এক নজরে অষ্টম দফায় কোথায় কোথায় ভোট গ্রহন ।

আরও পড়ুন : অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

তার উপর এই দফায় বীরভূম, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু আসন এবং উত্তর কলকাতার ভোট ৷ রাজ্যের এই অংশে তৃণমূল নিজেদের ক্ষমতা ধরে রেখেছে ৷ বরং কিছু বাড়িয়েছে ৷ আর বিজেপিও মারাত্মক ভাবে নিজেদের ভোট বাড়িয়েছে ৷ ফলে আগামিকাল বঙ্গ রাজনীতির এই যুযুধান দুই পক্ষের মধ্যে যে টক্কর হবে, তা লেখাই বাহুল্য !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.