কলকাতা, 13 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক । সম্প্রতি উত্তর 24 পরগনার বারাসতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক ও বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন, ‘‘আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোনও রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না । নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন ।’’
শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন যে, শীতলকুচি কাণ্ডে গুলি চালানো ছাড়া কোনও উপায় ছিল না । কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে ।
আরও পড়ুন : নির্বাচন কমিশন নিরপেক্ষ, রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্তব্য রাজীবের
একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা ৷ অন্যদিকে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পাশে দাঁড়ালেন তাঁরা ।