ETV Bharat / city

নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি

নিমতার বৃদ্ধার মৃত্যুতে টুইট-যুদ্ধে অবতীর্ণ হল তৃণমূল ও বিজেপি ৷ অমিত শাহ, জেপি নাড্ডার মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় টুইট করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

bengal election 2021: tweet war between tmc and bjp over nimta death case
নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি
author img

By

Published : Mar 29, 2021, 4:55 PM IST

Updated : Mar 29, 2021, 5:51 PM IST

কলকাতা, 29 মার্চ: ভোটের ময়দানে বাংলায় উত্তাপ চড়াল নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু ৷ তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷ বিক্ষোভ-মিছিলের পাশাপাশি শুরু হয়েছে টুইট-বাণ ৷ গোদা বাংলায় টুইট করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এ ছাড়াও অমিত মালব্য থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ অন্যান্য বিজেপি নেতারাও এই ঘটনায় টুইটে তৃণমূলকে নিশানা করেছেন ৷ অবশ্য চুপ করে নেই ঘাস-ফুলও ৷ টুইটে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ 'মৃত্যু নিয়ে রাজনীতি'র অভিযোগে সরব হয়েছেন সৌগত রায় ৷ আবার নন্দীগ্রামের সভা থেকে বিজেপির আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় 20-25 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় আজ সকালে শোভা মজুমদারের মৃত্যু হয় ।

এরপরই এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে জোরালো আক্রমণ শুরু করে গেরুয়া শিবির ৷ বাংলায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে ৷ হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে ৷"

নন্দীগ্রামের ঠাকুরচকের সভা থেকে অমিত শাহের এই মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এখন কথায় কথায় বাংলায় টুইট করছেন ৷ বলছেন, বাংলায় নিরাপত্তা নেই ৷ তাহলে উত্তরপ্রদেশের কথা কী বলবেন ? হাথরসের কথা কী বলবেন ? আমি সব মৃত্যুরই বিপক্ষে ৷ তবে ওরা মিথ্যে প্রচার চালায় ৷ কমিশন পুলিশকে হাতে নিয়েছে ৷ তারপর থেকে আমাদের তিনজন কর্মী খুন হয়েছেন ৷ সেটা নিয়ে তো কিছু বলেননি ৷ আর কোচবিহারের বিজেপির কর্মী আত্মহত্যা করলেন, সেটা নিয়ে মিথ্যে প্রচার চালিয়ে মিছিল করে গেলেন ৷"

bengal election 2021: tweet war between tmc and bjp over nimta death case
নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি

আরও পড়ুন: নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, সোচ্চার বিজেপি

শুধু অমিতই নন, নিমতার ঘটনায় টুইট করেছেন জেপি নাড্ডা, বাবুল সুপ্রিয় ও অমিত মালব্যও ৷ নাড্ডা বাংলায় করা টুইটে লিখেছেন, "নিমতার বৃদ্ধ 'মা' শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি । ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হোল । বিজেপি এই বলিদানকে সর্বদা মনে রাখবে । ইনি ও বাংলার 'মা' ছিলেন ইনি ও বাংলার 'মেয়ে' ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে ।"

অপরদিকে বাবুল টুইটে লিখেছেন, "পতনের শেষের দিকে এসেও কমেনি অত্যাচার, তৃণমূলী গুন্ডাদের হাতে গুরুতরভাবে আহত হওয়া ৮৫ বছর বয়সি বৃদ্ধা শোভা মজুমদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি। মানুষের উপর নির্যাতন করেও ২০২১ এ আর ক্ষমতায় ফিরতে পারবে না তৃণমূল ৷ কারণ মানুষ এদের ক্ষমা করবে না। "

টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও অমিত মালব্যও ৷

টুইট যুদ্ধে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে তৃণমূলও ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, "শোভা মজুমদারের মৃত্যু খুবই দুঃখের ৷ তবে যে ঘটনার তদন্ত চলছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটা আরও দুর্ভাগ্যজনক ৷ তিনি পুলিশ বাহিনী ও বহু নিরাপত্তা সংস্থার নেতৃত্বে রয়েছেন ৷ ভারতের তদন্ত প্রক্রিয়ার উপর কি তাঁর সামান্য শ্রদ্ধা রাখা উচিত না !" নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিজেপির ট্র্যাক রেকর্ড তুলে ধরে তাদের টুরিস্ট গ্যাং বলে কটাক্ষ করেছেন ডেরেক ৷

অন্যদিকে সৌগত রায় এই নিয়ে বলেছেন, "তৃণমূল কর্মীর সঙ্গে গোপালের ঝামেলা হয়েছিল ৷ যখন ঝামেলা হচ্ছিল তখন গোপালকে বাঁচাতে এসে তাঁর মা পড়ে যান ৷ তাঁর মায়ের বয়স 85 ৷ শরীরে নানারকম সমস্যা ছিল ৷ ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয় ৷ বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ৷ যে কোনও মৃত্যুই দুঃখের ৷ তাই মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত না ৷ "

কলকাতা, 29 মার্চ: ভোটের ময়দানে বাংলায় উত্তাপ চড়াল নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু ৷ তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷ বিক্ষোভ-মিছিলের পাশাপাশি শুরু হয়েছে টুইট-বাণ ৷ গোদা বাংলায় টুইট করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এ ছাড়াও অমিত মালব্য থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ অন্যান্য বিজেপি নেতারাও এই ঘটনায় টুইটে তৃণমূলকে নিশানা করেছেন ৷ অবশ্য চুপ করে নেই ঘাস-ফুলও ৷ টুইটে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ 'মৃত্যু নিয়ে রাজনীতি'র অভিযোগে সরব হয়েছেন সৌগত রায় ৷ আবার নন্দীগ্রামের সভা থেকে বিজেপির আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় 20-25 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় আজ সকালে শোভা মজুমদারের মৃত্যু হয় ।

এরপরই এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে জোরালো আক্রমণ শুরু করে গেরুয়া শিবির ৷ বাংলায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে ৷ হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে ৷"

নন্দীগ্রামের ঠাকুরচকের সভা থেকে অমিত শাহের এই মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এখন কথায় কথায় বাংলায় টুইট করছেন ৷ বলছেন, বাংলায় নিরাপত্তা নেই ৷ তাহলে উত্তরপ্রদেশের কথা কী বলবেন ? হাথরসের কথা কী বলবেন ? আমি সব মৃত্যুরই বিপক্ষে ৷ তবে ওরা মিথ্যে প্রচার চালায় ৷ কমিশন পুলিশকে হাতে নিয়েছে ৷ তারপর থেকে আমাদের তিনজন কর্মী খুন হয়েছেন ৷ সেটা নিয়ে তো কিছু বলেননি ৷ আর কোচবিহারের বিজেপির কর্মী আত্মহত্যা করলেন, সেটা নিয়ে মিথ্যে প্রচার চালিয়ে মিছিল করে গেলেন ৷"

bengal election 2021: tweet war between tmc and bjp over nimta death case
নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি

আরও পড়ুন: নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, সোচ্চার বিজেপি

শুধু অমিতই নন, নিমতার ঘটনায় টুইট করেছেন জেপি নাড্ডা, বাবুল সুপ্রিয় ও অমিত মালব্যও ৷ নাড্ডা বাংলায় করা টুইটে লিখেছেন, "নিমতার বৃদ্ধ 'মা' শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি । ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হোল । বিজেপি এই বলিদানকে সর্বদা মনে রাখবে । ইনি ও বাংলার 'মা' ছিলেন ইনি ও বাংলার 'মেয়ে' ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে ।"

অপরদিকে বাবুল টুইটে লিখেছেন, "পতনের শেষের দিকে এসেও কমেনি অত্যাচার, তৃণমূলী গুন্ডাদের হাতে গুরুতরভাবে আহত হওয়া ৮৫ বছর বয়সি বৃদ্ধা শোভা মজুমদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি। মানুষের উপর নির্যাতন করেও ২০২১ এ আর ক্ষমতায় ফিরতে পারবে না তৃণমূল ৷ কারণ মানুষ এদের ক্ষমা করবে না। "

টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও অমিত মালব্যও ৷

টুইট যুদ্ধে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে তৃণমূলও ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, "শোভা মজুমদারের মৃত্যু খুবই দুঃখের ৷ তবে যে ঘটনার তদন্ত চলছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটা আরও দুর্ভাগ্যজনক ৷ তিনি পুলিশ বাহিনী ও বহু নিরাপত্তা সংস্থার নেতৃত্বে রয়েছেন ৷ ভারতের তদন্ত প্রক্রিয়ার উপর কি তাঁর সামান্য শ্রদ্ধা রাখা উচিত না !" নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিজেপির ট্র্যাক রেকর্ড তুলে ধরে তাদের টুরিস্ট গ্যাং বলে কটাক্ষ করেছেন ডেরেক ৷

অন্যদিকে সৌগত রায় এই নিয়ে বলেছেন, "তৃণমূল কর্মীর সঙ্গে গোপালের ঝামেলা হয়েছিল ৷ যখন ঝামেলা হচ্ছিল তখন গোপালকে বাঁচাতে এসে তাঁর মা পড়ে যান ৷ তাঁর মায়ের বয়স 85 ৷ শরীরে নানারকম সমস্যা ছিল ৷ ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয় ৷ বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ৷ যে কোনও মৃত্যুই দুঃখের ৷ তাই মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত না ৷ "

Last Updated : Mar 29, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.