কলকাতা, 1 এপ্রিল: ইভিএম বিকল নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সকালের মধ্যেই দেড়শোরও বেশি ইভিএম বিকল হয়েছে বলে তোপ দাগেন তিনি ৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একহাত নেন তিনি ৷
ইভিএম বিকল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে টুইটে মহুয়া লিখেছেন, "দ্বিতীয় দফায় ভোটে এ দিন সকাল পর্যন্ত 150-রও বেশি ইভিএম বিকল হয়েছে ৷ নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে যতটা তত্পর ছিল, তার অর্ধেকও যদি ইভিএম বিকল রুখতে দেখাত..."
-
More than 150 EVM machines malfunctioning since Phase II voting started this morning
— Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wish @ECISVEEP had put half as much effort into ensuring no EVM glitches as it did into transferring police officials ..
">More than 150 EVM machines malfunctioning since Phase II voting started this morning
— Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2021
Wish @ECISVEEP had put half as much effort into ensuring no EVM glitches as it did into transferring police officials ..More than 150 EVM machines malfunctioning since Phase II voting started this morning
— Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2021
Wish @ECISVEEP had put half as much effort into ensuring no EVM glitches as it did into transferring police officials ..
আরও পড়ুন: ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী
রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণে সকাল সকাল বিভিন্ন বুথে ইভিএম বিকল হওয়ার খবর সামনে এসেছে ৷ এ ব্যাপারে কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল ৷ বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ ইভিএম বিকলের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি ৷