কলকাতা, 7 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বিষয়টি নজরে আসতেই এ নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ আজ জেলা প্রশাসনের কাছে 24 ঘণ্টার মধ্যে মুখ্য়মন্ত্রীর বক্তব্যের সেই ভিডিয়ো ফুটেজ় সহ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ৷ এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ৷
কোচবিহারে আজ নির্বাচনী প্রচার মঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ যেখানে মহিলাদের দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাঁর এই বক্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি ৷ আজ বিজেপির তরফে শিশির বাজোরিয়াক নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের সঙ্গে দেখা করেন ৷ সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ নিয়ে লিখিত অভিযোগ করেন তিনি ৷ অভিযোগ পেয়েই জেলা প্রশাসনের কাছে মমতার সভার ভিডিয়ো ফুটেজ সহ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ মমতার
এদিন তৃতীয় দফার নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারীকে হেনস্থা করা নিয়েও অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷