ETV Bharat / city

ভোটের দিন মোদি-মমতার প্রচারে রাশ টানা উচিত কমিশনের ?

একদিকে যখন কয়েকটি কেন্দ্রে ভোট হচ্ছে, অন্যদিকে যে কেন্দ্রে ভোট হবে পরে তার মধ্যে কোথাও নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন ৷ এতে কি ভোটারদের উপর প্রভাব পড়ছে ? ভোটের দিন মোদি-মমতার প্রচারে রাশ টানা উচিত কমিশনের ?

ভোটের দিন মোদি-মমতার প্রচারে রাশ টানা উচিত কমিশনের ?
ভোটের দিন মোদি-মমতার প্রচারে রাশ টানা উচিত কমিশনের ?
author img

By

Published : Apr 14, 2021, 8:34 PM IST

কলকাতা, 14 এপ্রিল : এবারের বিধানসভা নির্বাচনে এমন অনেক কিছুই ঘটছে, যা আগে কখনও হয়নি ৷ যার মধ্যে অন্যতম প্রতি দফার ভোটের দিন বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনও পর্যন্ত চার দফার ভোট হয়েছে, প্রতি দফার ভোটেই দু’টি করে নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী ৷ আর স্বাভাবিক ভাবেই সেখান থেকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷

যা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ বিভিন্ন জনসভা থেকে মমতা বারবার দাবি করছেন যে ভোটের দিন নির্বাচনী প্রচারে এসে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন মোদি ৷ তাই নির্বাচনের দিন মোদিকে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোটের দিন প্রচার করছেন ৷ দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট থাকায়, সেদিন তিনি কোনও নির্বাচনী জনসভা করেননি ৷ তবে অন্য দফাগুলিতে যে কেন্দ্রে ভোট নেই, সেখানে গিয়ে প্রচার করেছেন ৷ ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তাঁরও প্রচারে অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ?

যদিও এই প্রশ্নের উত্তর বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে একাধিকবার দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ জানিয়েছেন, প্রয়োজনে তিনিও ভোটের দিন সভা করবেন না ৷ মোদি সভা করেন বলেই তিনিও সভা করেন ৷

তাই প্রশ্ন উঠছে যে নির্বাচনের দিন কি অন্য কেন্দ্রগুলির প্রচারে হেভিওয়েট নেতাদের যেতে না দেওয়া উচিত ৷ প্রেসিডেন্সি কলেজের (এখন বিশ্ববিদ্যালয়) প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় জানাচ্ছেন, ভোটের দিন অন্য কেন্দ্রে প্রচার তো আটকানো যাবে না ৷

একই মত পোষণ করেন কলকাতা বিশ্বিবিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চৌধুরী ৷ তাঁর কথায়, প্রচার তো হবেই ৷ কারণ, একাধিক দফায় ভোট হচ্ছে ৷ তাছাড়া সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ তাই এটা আটকানো যাবে না ৷

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার প্রভাব কি ভোটে পড়বে ?

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নির্বাচনের দিন ভোটের প্রচার যে কেন্দ্রে ভোট নেই, সেই কেন্দ্রে হচ্ছে হয়তো ৷ কিন্তু এর প্রভাব যে কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানেও পড়ছে ৷ কারণ, এখন সোশ্যাল মিডিয়াতেই ওই প্রচারের ভিডিও পৌঁছে যাচ্ছে ভোটারদের কাছে ৷ এমনকী, ভোটের লাইনে দাঁড়িয়ে দেখে ফেলা সম্ভব মোদি বা মমতার বক্তব্য ৷ তাই প্রভাবের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ৷

কলকাতা, 14 এপ্রিল : এবারের বিধানসভা নির্বাচনে এমন অনেক কিছুই ঘটছে, যা আগে কখনও হয়নি ৷ যার মধ্যে অন্যতম প্রতি দফার ভোটের দিন বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনও পর্যন্ত চার দফার ভোট হয়েছে, প্রতি দফার ভোটেই দু’টি করে নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী ৷ আর স্বাভাবিক ভাবেই সেখান থেকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷

যা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ বিভিন্ন জনসভা থেকে মমতা বারবার দাবি করছেন যে ভোটের দিন নির্বাচনী প্রচারে এসে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন মোদি ৷ তাই নির্বাচনের দিন মোদিকে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোটের দিন প্রচার করছেন ৷ দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট থাকায়, সেদিন তিনি কোনও নির্বাচনী জনসভা করেননি ৷ তবে অন্য দফাগুলিতে যে কেন্দ্রে ভোট নেই, সেখানে গিয়ে প্রচার করেছেন ৷ ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তাঁরও প্রচারে অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ?

যদিও এই প্রশ্নের উত্তর বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে একাধিকবার দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ জানিয়েছেন, প্রয়োজনে তিনিও ভোটের দিন সভা করবেন না ৷ মোদি সভা করেন বলেই তিনিও সভা করেন ৷

তাই প্রশ্ন উঠছে যে নির্বাচনের দিন কি অন্য কেন্দ্রগুলির প্রচারে হেভিওয়েট নেতাদের যেতে না দেওয়া উচিত ৷ প্রেসিডেন্সি কলেজের (এখন বিশ্ববিদ্যালয়) প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় জানাচ্ছেন, ভোটের দিন অন্য কেন্দ্রে প্রচার তো আটকানো যাবে না ৷

একই মত পোষণ করেন কলকাতা বিশ্বিবিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চৌধুরী ৷ তাঁর কথায়, প্রচার তো হবেই ৷ কারণ, একাধিক দফায় ভোট হচ্ছে ৷ তাছাড়া সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ তাই এটা আটকানো যাবে না ৷

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার প্রভাব কি ভোটে পড়বে ?

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নির্বাচনের দিন ভোটের প্রচার যে কেন্দ্রে ভোট নেই, সেই কেন্দ্রে হচ্ছে হয়তো ৷ কিন্তু এর প্রভাব যে কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানেও পড়ছে ৷ কারণ, এখন সোশ্যাল মিডিয়াতেই ওই প্রচারের ভিডিও পৌঁছে যাচ্ছে ভোটারদের কাছে ৷ এমনকী, ভোটের লাইনে দাঁড়িয়ে দেখে ফেলা সম্ভব মোদি বা মমতার বক্তব্য ৷ তাই প্রভাবের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.