ETV Bharat / city

রেকর্ড ভোট দ্বিতীয় দফায়, সর্বোচ্চ বাঁকুড়ার কোতুলপুরে; প্রশংসা রাজ্যপালের - প্রশংসা রাজ্যপাল জগদীপ ধনকড়

ভোটদানের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মতে, এভাবেই গণতন্ত্র বজায় থাকবে ৷

record-voting-in-2nd-phase-highest-at-kotulpur-bankura-governor-jagdeep-dhankhar-applauded
record-voting-in-2nd-phase-highest-at-kotulpur-bankura-governor-jagdeep-dhankhar-applauded
author img

By

Published : Apr 3, 2021, 7:29 AM IST

কলকাতা, 3 এপ্রিল: দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি হলেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে রাজ্যে । শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় 30 আসনে গড়ে 86 দশমিক 11 শতাংশ ভোট পড়েছে । সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা আসনে । ভোটদানের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মতে, এভাবেই গণতন্ত্র বজায় থাকবে ৷

দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়া কোতুলপুর বিধানসভা আসনে ভোট পড়েছে 90 শতাংশ । আর গোটা দেশের নজর যে কেন্দ্রের দিকে ছিল সেই নন্দীগ্রামে ভোট পড়েছে 88 দশমিক 01 শতাংশ । অর্থা‍ৎ রাজ্যে গড়ে যত ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট পড়েছে নন্দীগ্রামেও । অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে । ভোট পড়েছে 71.68 শতাংশ ।

আরও পড়ুন: বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী

রাজ্যে ভোটের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল লেখেন, "পশ্চিবঙ্গের দ্বিতীয় দফার ভোটে 30 আসনে 84 শতাংশের বেশি ও নন্দীগ্রামে 80 শতাংশের বেশি ভোট পড়েছে, যা খুবই প্রশংসনীয় । কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গের পুলিশ অসাধারণ কাজ করেছে । আগামী দফার ভোটেও এই একই ধারা বজায় রাখতে হবে ।"

  • Poll Percentage of over 84% in 30 ACs of phase 2 in WB and over 88% in Nandigram in phase is commendable. Excellent job #CAPF @WBPolice

    Trend needs nurturing in coming phases.

    Appeal to all to cast vote positively as this sustains democracy.

    There is no room for violence.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মানুষকে উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার বার্তাও দিয়েছেন রাজ্যপাল । লিখেছেন, "সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷ কারণ এভাবেই গণতন্ত্র বজায় থাকবে । হিংসার কোনও জায়গা নেই ।"

কলকাতা, 3 এপ্রিল: দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি হলেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে রাজ্যে । শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় 30 আসনে গড়ে 86 দশমিক 11 শতাংশ ভোট পড়েছে । সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা আসনে । ভোটদানের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মতে, এভাবেই গণতন্ত্র বজায় থাকবে ৷

দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়া কোতুলপুর বিধানসভা আসনে ভোট পড়েছে 90 শতাংশ । আর গোটা দেশের নজর যে কেন্দ্রের দিকে ছিল সেই নন্দীগ্রামে ভোট পড়েছে 88 দশমিক 01 শতাংশ । অর্থা‍ৎ রাজ্যে গড়ে যত ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট পড়েছে নন্দীগ্রামেও । অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে । ভোট পড়েছে 71.68 শতাংশ ।

আরও পড়ুন: বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী

রাজ্যে ভোটের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল লেখেন, "পশ্চিবঙ্গের দ্বিতীয় দফার ভোটে 30 আসনে 84 শতাংশের বেশি ও নন্দীগ্রামে 80 শতাংশের বেশি ভোট পড়েছে, যা খুবই প্রশংসনীয় । কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গের পুলিশ অসাধারণ কাজ করেছে । আগামী দফার ভোটেও এই একই ধারা বজায় রাখতে হবে ।"

  • Poll Percentage of over 84% in 30 ACs of phase 2 in WB and over 88% in Nandigram in phase is commendable. Excellent job #CAPF @WBPolice

    Trend needs nurturing in coming phases.

    Appeal to all to cast vote positively as this sustains democracy.

    There is no room for violence.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মানুষকে উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার বার্তাও দিয়েছেন রাজ্যপাল । লিখেছেন, "সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷ কারণ এভাবেই গণতন্ত্র বজায় থাকবে । হিংসার কোনও জায়গা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.