কলকাতা, 3 এপ্রিল: দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি হলেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে রাজ্যে । শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় 30 আসনে গড়ে 86 দশমিক 11 শতাংশ ভোট পড়েছে । সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা আসনে । ভোটদানের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মতে, এভাবেই গণতন্ত্র বজায় থাকবে ৷
দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়া কোতুলপুর বিধানসভা আসনে ভোট পড়েছে 90 শতাংশ । আর গোটা দেশের নজর যে কেন্দ্রের দিকে ছিল সেই নন্দীগ্রামে ভোট পড়েছে 88 দশমিক 01 শতাংশ । অর্থাৎ রাজ্যে গড়ে যত ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট পড়েছে নন্দীগ্রামেও । অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে । ভোট পড়েছে 71.68 শতাংশ ।
আরও পড়ুন: বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী
রাজ্যে ভোটের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল লেখেন, "পশ্চিবঙ্গের দ্বিতীয় দফার ভোটে 30 আসনে 84 শতাংশের বেশি ও নন্দীগ্রামে 80 শতাংশের বেশি ভোট পড়েছে, যা খুবই প্রশংসনীয় । কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গের পুলিশ অসাধারণ কাজ করেছে । আগামী দফার ভোটেও এই একই ধারা বজায় রাখতে হবে ।"
-
Poll Percentage of over 84% in 30 ACs of phase 2 in WB and over 88% in Nandigram in phase is commendable. Excellent job #CAPF @WBPolice
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Trend needs nurturing in coming phases.
Appeal to all to cast vote positively as this sustains democracy.
There is no room for violence.
">Poll Percentage of over 84% in 30 ACs of phase 2 in WB and over 88% in Nandigram in phase is commendable. Excellent job #CAPF @WBPolice
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 2, 2021
Trend needs nurturing in coming phases.
Appeal to all to cast vote positively as this sustains democracy.
There is no room for violence.Poll Percentage of over 84% in 30 ACs of phase 2 in WB and over 88% in Nandigram in phase is commendable. Excellent job #CAPF @WBPolice
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 2, 2021
Trend needs nurturing in coming phases.
Appeal to all to cast vote positively as this sustains democracy.
There is no room for violence.
মানুষকে উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার বার্তাও দিয়েছেন রাজ্যপাল । লিখেছেন, "সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷ কারণ এভাবেই গণতন্ত্র বজায় থাকবে । হিংসার কোনও জায়গা নেই ।"