কলকাতা , 31 মার্চ : বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। হাইভোল্টেজ নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ভোট । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভাগ্য ইভিএম বন্দি হবে । আর এই বিশেষ দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি সূত্রে খবর , প্রথমে কলকাতা বিমানবন্দরে নেমে বায়ুসেনার বিশেষ বিমানে 2 টাে 55 নাগাদ দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে এসে হাওড়ার উলুবেড়িয়াতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : নজর নন্দীগ্রামে, লোকসভার নিরিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বাকি 29 কেন্দ্রেও
মূলত, তৃতীয় দফার নির্বাচনে দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিনের জনসভায় তিনি অংশ নেবেন।
সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামে নির্বাচনে কোনও গণ্ডগোল হলে তার কড়া জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী । একদিকে মমতা ও শুভেন্দুর প্রেস্টিজ ফাইটে নন্দীগ্রাম নির্বাচন ও অন্যদিকে মোদির জনসভা । দুদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এদিন অংশ নেবেন তিনি ।"