ETV Bharat / city

নির্দল প্রার্থীর মৃত্যু, বৈষ্ণবনগরে নির্দিষ্ট দিনেই নির্বাচন - নির্দল প্রার্থীর মৃত্যুতে ভোট পিছোচ্ছ না

করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয়েছে বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের ৷ গতকাল রাতে মারা যান তিনি ৷

polling-not-postponed-in-vaishnav-nagar-on-death-of-independent-candidate-ec-said
polling-not-postponed-in-vaishnav-nagar-on-death-of-independent-candidate-ec-said
author img

By

Published : Apr 27, 2021, 6:11 PM IST

কলকাতা, 27 এপ্রিল : নির্দল প্রার্থীর মৃত্যুতে ভোট পিছোচ্ছ না ৷ নির্দিষ্ট দিনেই ভোট হবে মালদার বৈষ্ণবনগর বিধানসভায় ৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷

করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয়েছে বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের ৷ গতকাল রাতে মারা যান তিনি ৷ বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর মৃত্যুর পর ওই আসনে নির্দিষ্ট দিনে ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ কিন্তু এদিন কমিশন জানিয়ে দিল, সূচি মেনেই রাজ্যের বিধানসভা ভোটের শেষ দফায় অর্থাৎ আগামী 29 এপ্রিল ভোট হতে চলেছে মালদহের বৈষ্ণবনগর আসনটিতে । এই বিষয়ে কমিশনের ব্যাখ্যা, স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী মারা গেলে ভোট পিছনোর নিয়ম রয়েছে ৷ কিন্তু নির্দল প্রার্থী স্বীকৃত দলের প্রার্থী নন । স্বীকৃত দলের ক্ষেত্রে বিকল্প প্রার্থী দেওয়ারও সুযোগ রয়েছে । নির্দল প্রার্থীর ক্ষেত্রে সেই সুযোগ নেই । তবে, যদি ওই আসনে নির্দল প্রার্থী জেতেন তখন ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর

সপ্তম দফায় 26 এপ্রিল ভোট হওয়ার কথা ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভায় । কিন্তু ওই দুই আসনে দুই স্বীকৃত দলের প্রার্থীর মৃত্যু হয় । তার জেরে ওই দুই আসনে আগামী 16 মে ভোট হবে ।

কলকাতা, 27 এপ্রিল : নির্দল প্রার্থীর মৃত্যুতে ভোট পিছোচ্ছ না ৷ নির্দিষ্ট দিনেই ভোট হবে মালদার বৈষ্ণবনগর বিধানসভায় ৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷

করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয়েছে বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের ৷ গতকাল রাতে মারা যান তিনি ৷ বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর মৃত্যুর পর ওই আসনে নির্দিষ্ট দিনে ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ কিন্তু এদিন কমিশন জানিয়ে দিল, সূচি মেনেই রাজ্যের বিধানসভা ভোটের শেষ দফায় অর্থাৎ আগামী 29 এপ্রিল ভোট হতে চলেছে মালদহের বৈষ্ণবনগর আসনটিতে । এই বিষয়ে কমিশনের ব্যাখ্যা, স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী মারা গেলে ভোট পিছনোর নিয়ম রয়েছে ৷ কিন্তু নির্দল প্রার্থী স্বীকৃত দলের প্রার্থী নন । স্বীকৃত দলের ক্ষেত্রে বিকল্প প্রার্থী দেওয়ারও সুযোগ রয়েছে । নির্দল প্রার্থীর ক্ষেত্রে সেই সুযোগ নেই । তবে, যদি ওই আসনে নির্দল প্রার্থী জেতেন তখন ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর

সপ্তম দফায় 26 এপ্রিল ভোট হওয়ার কথা ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভায় । কিন্তু ওই দুই আসনে দুই স্বীকৃত দলের প্রার্থীর মৃত্যু হয় । তার জেরে ওই দুই আসনে আগামী 16 মে ভোট হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.