কলকাতা, 2 এপ্রিল : সম্ভাব্য হারের হতাশা থেকে মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদরা হিংসার আশ্রয় নিচ্ছে বলে দাবি করলেন দিলীপ ঘোষ । আজ রাজারহাট নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পদমর্যাদার একজনকে এইভাবে দু‘ঘণ্টা ধরে বুথের সামনে বসে থাকা শোভা পায় না । আসলে নির্বাচনের অভিমুখ ঠিক করে ফেলেছেন মানুষ, সেটাই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী ৷’’
এদিন কলকাতা শহরে তৃণমূল নেত্রীর হোডিং প্রচার নিয়ে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, ‘‘রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন । মুখ্যমন্ত্রীর দিদিকে বলো থেকে বাংলার মেয়েকে চাই প্রচার ব্যর্থ হয়েছে । রাজ্যের মানুষ হোডিং রাজনীতিতে বিশ্বাস করেন না ৷ তাঁরা ভোটের রাজনীতির সঙ্গে উন্নয়নের রাজনীতিকে মেলাতে চাইছেন ৷’’
আরও পড়ুন: উত্তর দমদমে দিলীপ ঘোষের রোড শো
দিলীপবাবুর আরও কটাক্ষ, যে রাজ্যপালকে তৃণমূল লাগাতার অপমান করে আসছে,তাঁকেই গতকাল তৃণমূল নেত্রী ফোন করে অভিযোগ জানাচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নয়, বিরোধী নেত্রীর মত আচরণ করছেন ৷