কলকাতা, 7 এপ্রিল : নির্বাচনের প্রচারে বেড়িয়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । নির্বাচনের বিভিন্ন ইস্যুতে প্রথম দফা থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে না দিলে বাড়ির মহিলাদের বাহিনীকে ঘিরে রাখার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কে কী বলছে বা বলেছে আমি জানি না তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে চাই না। উনি কখন কী বলেন তার ঠিক নেই।
একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন বিমান বসু। তিনি বলেন, ওনাকে চাণক্য বলা হয় কারা কী কারণে ওনাকে চাণক্য বলে তা আমার জানা নেই। উনি বলছেন, তৃতীয় দফার শেষে রাজ্যে ৬৩ থেকে ৬৮টি আসন জিতবে বিজেপি । এই বিষয়ে বিমানবাবু বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলার ভুল হয়েছে। বিজেপি ২৯৪ আসনেই জয়ী হবে। বিজেপিই রাজ্যে সরকার গঠন করবে। সব আসনে বিজেপিই জয়ী হবে।
আরও পড়ুন: মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নির্বাচনের পর তৃণমূলকে সমর্থন করার প্রশ্নও জিইয়ে রেখেছেন । এই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, আমি এই প্রশ্নের কোনও উত্তর দেব না। বিস্তারিত জেনে তবেই বলতে পারব। বাম দলগুলি এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।