ETV Bharat / city

কমিশনের নির্দেশের ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতার - TMC

পশ্চিমবঙ্গে অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে আগামী 29 এপ্রিল ৷ সেই নির্বাচনের জন্য প্রচার শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার ৷ অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনের জন্য সেটাই প্রচারের শেষদিন ৷

কমিশনের নির্দেশের ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতার
কমিশনের নির্দেশের ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতার
author img

By

Published : Apr 22, 2021, 9:58 PM IST

কলকাতা, 22 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি আগেই বাতিল হয়েছে ৷ তার পর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনও আগামী চার দিনের নির্বাচনী প্রচারে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ৷ কমিশনের সিদ্ধান্তের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনিও তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করবেন ৷ বরং ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাবেন ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে আগামী 29 এপ্রিল ৷ সেই নির্বাচনের জন্য প্রচার শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার ৷ অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনের জন্য সেটাই প্রচারের শেষদিন ৷

কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নির্বাচনী প্রচারে রাশ টানার দাবি উঠছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৷ এমনকী, এই নিয়ে আদালতেরও রোষের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন জানায় যে প্রচারের এই শেষ কয়েকটি দিনে আর কোনও মিছিল বা বড় জমায়েত করা যাবে না ৷ সভা করতে হলেও সেখানে 500 জনের বেশি লোক থাকতে অনুমতি দেওয়া হবে না ৷

কমিশনের এই সিদ্ধান্ত জানার পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এর প্রেক্ষিতে তিনিও তাঁর সমস্ত সভা বাতিল করলেন ৷ বরং ভার্চুয়াল সভা করে তিনি এই ক’দিন নির্বাচনী প্রচার করবেন ৷ সেই ভার্চুয়াল সভাগুলি কখন কখন হবে, তা নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

  • In the wake of upsurge in #COVID19 cases across the country and the ECI Order dated 22nd April, 2021, I am cancelling all my prescheduled meetings and we will reach out to the people virtually.

    We will be sharing the updated schedule of the virtual meetings shortly.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে শুক্রবার বঙ্গে চারটি জনসভা করার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির ৷ আগে থেকেই বিজেপি ঠিক করেছিল যে ওই সভাগুলিতে 500 জনের বেশি কাউকে থাকতে দেওয়া হবে না ৷ কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার বঙ্গে আসছেন না প্রধানমন্ত্রী ৷ তিনি নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : বাকি দুই দফায় রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন

ফলে বঙ্গ-ভোটের শেষ চারদিনের প্রচার যে ভার্চুয়াল হয়ে গেল, তা লেখাই বাহুল্য !

কলকাতা, 22 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি আগেই বাতিল হয়েছে ৷ তার পর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনও আগামী চার দিনের নির্বাচনী প্রচারে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ৷ কমিশনের সিদ্ধান্তের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনিও তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করবেন ৷ বরং ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাবেন ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে আগামী 29 এপ্রিল ৷ সেই নির্বাচনের জন্য প্রচার শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার ৷ অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনের জন্য সেটাই প্রচারের শেষদিন ৷

কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নির্বাচনী প্রচারে রাশ টানার দাবি উঠছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৷ এমনকী, এই নিয়ে আদালতেরও রোষের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন জানায় যে প্রচারের এই শেষ কয়েকটি দিনে আর কোনও মিছিল বা বড় জমায়েত করা যাবে না ৷ সভা করতে হলেও সেখানে 500 জনের বেশি লোক থাকতে অনুমতি দেওয়া হবে না ৷

কমিশনের এই সিদ্ধান্ত জানার পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এর প্রেক্ষিতে তিনিও তাঁর সমস্ত সভা বাতিল করলেন ৷ বরং ভার্চুয়াল সভা করে তিনি এই ক’দিন নির্বাচনী প্রচার করবেন ৷ সেই ভার্চুয়াল সভাগুলি কখন কখন হবে, তা নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

  • In the wake of upsurge in #COVID19 cases across the country and the ECI Order dated 22nd April, 2021, I am cancelling all my prescheduled meetings and we will reach out to the people virtually.

    We will be sharing the updated schedule of the virtual meetings shortly.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে শুক্রবার বঙ্গে চারটি জনসভা করার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির ৷ আগে থেকেই বিজেপি ঠিক করেছিল যে ওই সভাগুলিতে 500 জনের বেশি কাউকে থাকতে দেওয়া হবে না ৷ কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার বঙ্গে আসছেন না প্রধানমন্ত্রী ৷ তিনি নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন : বাকি দুই দফায় রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন

ফলে বঙ্গ-ভোটের শেষ চারদিনের প্রচার যে ভার্চুয়াল হয়ে গেল, তা লেখাই বাহুল্য !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.