কলকাতা, 10 এপ্রিল : রক্তাক্ত চতুর্থ দফার বিধানসভা নির্বাচন ৷ ভোট শেষে সাংবাদিক বৈঠকে সেটাই স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব ৷ জানালেন শীতলকুচি বিধানসভার 126 নং বুথে পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে কোয়ার্টি দলের চালানো গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ এই ঘটনায় বুথে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ঝামেলার খবর পেয়ে বাহিনী সেখানে পৌঁছায় ৷ তারপরেই অপ্রীতিকর ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচনী আধিকারিক ৷ এই ঘটনায় জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ সেই রিপোর্ট জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷
অন্যদিকে শীতলকুচির পাঠানটুলিতে 285 নং বুথে ভোট দিয়ে ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে আনন্দ বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় 2 সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচনী আধিকারিক ৷ গোটা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনাতেও 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরিজ় আফতাব ৷ ওই ঘটনায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে কমিশনে ৷ সব মিলিয়ে রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে মোট 2371টি অভিযোগ জমা পড়েছে ৷
আজ 5 জেলার 44টি কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন ছিল ৷ যেখানে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড় 6টা পর্যন্ত মোট 76.16 শতাংশ ভোট পড়েছে ৷
আরও পড়ুন : "নিজেই নিজের গাড়ি ভেঙেছেন", তৃণমূলের ভিডিয়োর জবাবে কী বললেন লকেট ?
মোট জেলা 5 | ভোট শতাংশ (%) |
---|---|
কোচবিহার | 79.53 |
আলিপুরদুয়ার | 73.84 |
দক্ষিণ 24 পরগনা | 75.29 |
হাওড়া | 75.35 |
হুগলি | 76.17 |