ETV Bharat / city

শান্তি বজায় রাখতে হাওড়া কমিশনারেটে অতিরিক্ত আইপিএস নিয়োগ কমিশনের - নির্বাচন কমিশন

হাওড়াতে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া পরিচালিত করতে একজন অতিরিক্ত আইপিএস অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন ৷ ভোটের দিন ওই অফিসার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে সংযোগ রক্ষা করে কাজ করবেন ৷

ভোটের শান্তি বজায় রাখতে হাওড়া কমিশনারেটে অতিরিক্ত আইপিএস নিয়োগ কমিশনের
ভোটের শান্তি বজায় রাখতে হাওড়া কমিশনারেটে অতিরিক্ত আইপিএস নিয়োগ কমিশনের
author img

By

Published : Apr 9, 2021, 7:33 PM IST

কলকাতা, 9 এপ্রিল : নন্দীগ্রামের মতো হাওড়াতেও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া পরিচালিত করতে একজন অতিরিক্ত আইপিএস অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন ৷ আগামিকাল, শনিবার হাওড়ার 9টি কেন্দ্রে ভোট রয়েছে ৷ ওই দিন ওই অফিসার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে সংযোগ রক্ষা করে কাজ করবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে ৷

আগামিকাল পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন ৷ এই দফায় মোট 44টি কেন্দ্রে ভোট ৷ এর মধ্যে রয়েছে হাওড়ার 9টি কেন্দ্র ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রকেই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

তাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করা যায়, সেই জন্য হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় নিযুক্ত করা হল আরও একজন আইপিএস অফিসার অজিত সিং যাদবকে । তিনি হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার সি সুধাকারকে সহায়তা করবেন ৷ সাময়িক ভাবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হল বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : চতুর্থ দফার আগের দিন কলকাতায় 50 লাখ টাকা সহ ধৃত ব্যক্তি

এর আগে নন্দীগ্রামে এই ভাবেই একজন শীর্ষস্তরের আইপিএস অফিসারকে ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তবে তিনি শুধু নন্দীগ্রাম কেন্দ্রের দায়িত্বে ছিলেন ৷ আর এখানে অজিত সিং যাদবকে হাওড়ার পুলিশ কমিশনারেট এলাকার পুরো দায়িত্ব নিতে হবে ৷

কলকাতা, 9 এপ্রিল : নন্দীগ্রামের মতো হাওড়াতেও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া পরিচালিত করতে একজন অতিরিক্ত আইপিএস অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন ৷ আগামিকাল, শনিবার হাওড়ার 9টি কেন্দ্রে ভোট রয়েছে ৷ ওই দিন ওই অফিসার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে সংযোগ রক্ষা করে কাজ করবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে ৷

আগামিকাল পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন ৷ এই দফায় মোট 44টি কেন্দ্রে ভোট ৷ এর মধ্যে রয়েছে হাওড়ার 9টি কেন্দ্র ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রকেই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

তাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করা যায়, সেই জন্য হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় নিযুক্ত করা হল আরও একজন আইপিএস অফিসার অজিত সিং যাদবকে । তিনি হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার সি সুধাকারকে সহায়তা করবেন ৷ সাময়িক ভাবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হল বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : চতুর্থ দফার আগের দিন কলকাতায় 50 লাখ টাকা সহ ধৃত ব্যক্তি

এর আগে নন্দীগ্রামে এই ভাবেই একজন শীর্ষস্তরের আইপিএস অফিসারকে ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তবে তিনি শুধু নন্দীগ্রাম কেন্দ্রের দায়িত্বে ছিলেন ৷ আর এখানে অজিত সিং যাদবকে হাওড়ার পুলিশ কমিশনারেট এলাকার পুরো দায়িত্ব নিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.