ETV Bharat / city

আত্মরক্ষায় গুলি, কড়া পদক্ষেপ করতে পারবে বাহিনী; নির্দেশ কমিশনের - নির্বাচন কমিশন

তবে সম্পূর্ণ সিদ্ধান্ত বাহিনীর কমান্ডারের উপর বর্তাবে বলে জানিয়েছে কমিশন ।

central-forces-may-fire-in-self-defense-instructed-by-ec
central-forces-may-fire-in-self-defense-instructed-by-ec
author img

By

Published : Mar 30, 2021, 7:00 AM IST

Updated : Mar 30, 2021, 12:21 PM IST

কলকাতা, 30 মার্চ: প্রথম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর হাত আরও শক্ত করল নির্বাচন কমিশন ।

কমিশন সূত্রে খবর, প্রয়োজনে আত্মরক্ষায় গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী, নয়া নির্দেশ দিয়েছে কমিশন ৷ তবে সেক্ষেত্রে অবশ্যই মানতে হবে কিছু নির্দেশিকা । প্রাথমিকভাবে যদি সংশ্লিষ্ট এলাকার আইন ব্যবস্থা হাতের বাইরে চলে যায় তবেই প্রথমে শূন্যে গুলি ছুড়তে পারবে বাহিনী । তারপর হামলাকারীর হাটুর নিচে গুলি চালাতে পারবে । তবে সেক্ষেত্রেও সম্পূর্ণ সিদ্ধান্ত বাহিনীর কমান্ডারের উপর বর্তাবে বলে জানিয়েছে কমিশন ।

আরও খবর: নন্দীগ্রামে বিক্ষোভের মুখে শুভেন্দু, দেখানো হল কালো পতাকা

আগামী 1 এপ্রিল যে হাইভোল্টেজ় নির্বাচন হতে চলেছে তাতে কোনও ঝুঁকি নিতে চায় না কমিশন । এই পর্বেই নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথ ৷ ফলে নন্দীগ্রাম সহ অন্যান্য এলাকায় সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিশনের কাছে এখন বড় চ্যালেঞ্জ ।

কলকাতা, 30 মার্চ: প্রথম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর হাত আরও শক্ত করল নির্বাচন কমিশন ।

কমিশন সূত্রে খবর, প্রয়োজনে আত্মরক্ষায় গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী, নয়া নির্দেশ দিয়েছে কমিশন ৷ তবে সেক্ষেত্রে অবশ্যই মানতে হবে কিছু নির্দেশিকা । প্রাথমিকভাবে যদি সংশ্লিষ্ট এলাকার আইন ব্যবস্থা হাতের বাইরে চলে যায় তবেই প্রথমে শূন্যে গুলি ছুড়তে পারবে বাহিনী । তারপর হামলাকারীর হাটুর নিচে গুলি চালাতে পারবে । তবে সেক্ষেত্রেও সম্পূর্ণ সিদ্ধান্ত বাহিনীর কমান্ডারের উপর বর্তাবে বলে জানিয়েছে কমিশন ।

আরও খবর: নন্দীগ্রামে বিক্ষোভের মুখে শুভেন্দু, দেখানো হল কালো পতাকা

আগামী 1 এপ্রিল যে হাইভোল্টেজ় নির্বাচন হতে চলেছে তাতে কোনও ঝুঁকি নিতে চায় না কমিশন । এই পর্বেই নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথ ৷ ফলে নন্দীগ্রাম সহ অন্যান্য এলাকায় সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিশনের কাছে এখন বড় চ্যালেঞ্জ ।

Last Updated : Mar 30, 2021, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.