ETV Bharat / city

মীনাক্ষীর মধ্যে বুদ্ধদেবের জনপ্রিয়তার ছোঁয়া দেখছেন বিমান - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বিমান বসু মনে করেন, বিদুষী মেয়ের আপন করে নেওয়া কথায় মানুষ খুঁজে পেয়েছে তাদের কাছের মানুষের খোঁজ । তরুণ নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে বুঝতে পেরেই নন্দীগ্রামে ভোট শেষ হতেই বাকি ছয়দফার জন্য মীনাক্ষীকে পোস্টার গার্ল করে দিয়েছে সিপিআইএম ।

bengal election 2021 biman bose on nandigram cpim candidate Meenakshi mukherjee
বুদ্ধদেবের জনপ্রিয়তার ছোঁয়া দেখছি মিনাক্ষীর মধ্যে : বিমান বসু
author img

By

Published : Apr 15, 2021, 10:25 PM IST

কলকাতা, 15 এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময়ে আর কোনও নেতা নেত্রীকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মত দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে দেখেননি বিমান বসু । বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান । চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচন করেছেন মীনাক্ষী । দোষারোপের চিলচিৎকার নয়, বরং মানুষের আশু সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য লড়াই করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি ।

বিমান বসু মনে করেন, বিদুষী মেয়ের আপন করে নেওয়া কথায় মানুষ খুঁজে পেয়েছে তাদের কাছের মানুষের খোঁজ । তরুণ নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে বুঝতে পেরেই নন্দীগ্রামে ভোট শেষ হতেই বাকি ছয়দফার জন্য মীনাক্ষীকে পোস্টার গার্ল করে দিয়েছে সিপিআইএম । ‘‘আমাকে দল যা দায়িত্ব দেবে বা দিয়েছে সেটাই আমি করি৷’’ শান্ত স্বরে সোজাসাপটা জবাব মীনাক্ষীর। নন্দীগ্রামে তাঁকে প্রার্থী করা এবং তাঁকে তুলে আনার ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বড় ভূমিকা রয়েছে । কথাটা শুনে সেভাবে আমল দিলেন না অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান । ‘‘মীনাক্ষীর সারল্য, মীনাক্ষীর সোজাসাপটা বক্তব্য এবং জীবনজীবিকার কথা বলার ঢং মানুষ নিয়েছে । কটূক্তি নেই । বরং সরল যুক্তিতে কঠিন জিনিসকে সহজভাবে বুঝিয়ে বলার সহজাত গুণ রয়েছে৷’’ প্রশংসা বিমান বসুর ।

তরুণ প্রজন্মের নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ উর্ধ্বমুখী ৷ যা তাঁকে প্রশান্তি দিয়েছে তা পরবর্তী ঘটনায় ধরা পড়ে । বিমান বসু, পীরজাদা আব্বাস সিদ্দিকি, সূর্যকান্ত মিশ্রর মিটিংয়ের ভিড় ছাপিয়ে যাচ্ছে মীনাক্ষীর কথা শুনতে। ‘‘উত্তরবঙ্গের একটি বাড়িতে চা খাওয়ার জন্য গিয়েছিলাম । সেখানে দেখলাম একটি দশম শ্রেণির ছাত্রী মীনাক্ষীর সালোয়ার কামিজের খোঁজ করছে । ওর মতো পোশাক পড়তে চায় সে । মীনাক্ষী যে লাল সালোয়ার পড়েছে তা মনে ধরেছে কিশোরী মেয়েটির৷’’ শোনালেন বিমান বসু ৷

আরও পড়ুন : বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী

বাম রাজনীতিতে নেতাদের উত্থান ধাপে ধাপে এসেছে । কিন্তু জনপ্রিয় নেত্রী ? আলিমুদ্দিন স্ট্রিটের চলমান এনসাইক্লোপিডিয়া বিমানবাবু বলছেন, ‘‘মনে করতে পারছি না । একজন মেয়ে বড় চাকরি ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করছে ৷ এটা মানুষ বহুদিন দেখেনি ৷ এবার অবশ্য বেশ কয়েকজন তরুণ মুখ বড় চাকরি ছেড়ে দলের কাজে যোগ দিয়েছে ৷’’ শেষ কার এমন উর্ধ্বমুখী জনপ্রিয়তা ছিল ? কার্যত প্রশ্ন শুনেই সটান উত্তর দিলেন বিমান বসু, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তার গ্রাফের সঙ্গে মীনাক্ষীর জনপ্রিয়তার মিল রয়েছে । শিক্ষকতা ছেড়ে বুদ্ধ দলের সর্বক্ষণের কর্মী হয়েছিল । সেই সময় বিষয়টি সাড়া ফেলেছিল । এবার মীনাক্ষীর ক্ষেত্রে সেইরকম দেখছি ।’’ যে মন্তব্যে পাম অ্যাভিনিউ, আলিমুদ্দিন ও নন্দীগ্রামকে কার্যত এক বন্ধনীতে নিয়ে এলেন বিমান বসু ৷

কলকাতা, 15 এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময়ে আর কোনও নেতা নেত্রীকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মত দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে দেখেননি বিমান বসু । বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান । চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচন করেছেন মীনাক্ষী । দোষারোপের চিলচিৎকার নয়, বরং মানুষের আশু সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য লড়াই করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি ।

বিমান বসু মনে করেন, বিদুষী মেয়ের আপন করে নেওয়া কথায় মানুষ খুঁজে পেয়েছে তাদের কাছের মানুষের খোঁজ । তরুণ নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে বুঝতে পেরেই নন্দীগ্রামে ভোট শেষ হতেই বাকি ছয়দফার জন্য মীনাক্ষীকে পোস্টার গার্ল করে দিয়েছে সিপিআইএম । ‘‘আমাকে দল যা দায়িত্ব দেবে বা দিয়েছে সেটাই আমি করি৷’’ শান্ত স্বরে সোজাসাপটা জবাব মীনাক্ষীর। নন্দীগ্রামে তাঁকে প্রার্থী করা এবং তাঁকে তুলে আনার ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বড় ভূমিকা রয়েছে । কথাটা শুনে সেভাবে আমল দিলেন না অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান । ‘‘মীনাক্ষীর সারল্য, মীনাক্ষীর সোজাসাপটা বক্তব্য এবং জীবনজীবিকার কথা বলার ঢং মানুষ নিয়েছে । কটূক্তি নেই । বরং সরল যুক্তিতে কঠিন জিনিসকে সহজভাবে বুঝিয়ে বলার সহজাত গুণ রয়েছে৷’’ প্রশংসা বিমান বসুর ।

তরুণ প্রজন্মের নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ উর্ধ্বমুখী ৷ যা তাঁকে প্রশান্তি দিয়েছে তা পরবর্তী ঘটনায় ধরা পড়ে । বিমান বসু, পীরজাদা আব্বাস সিদ্দিকি, সূর্যকান্ত মিশ্রর মিটিংয়ের ভিড় ছাপিয়ে যাচ্ছে মীনাক্ষীর কথা শুনতে। ‘‘উত্তরবঙ্গের একটি বাড়িতে চা খাওয়ার জন্য গিয়েছিলাম । সেখানে দেখলাম একটি দশম শ্রেণির ছাত্রী মীনাক্ষীর সালোয়ার কামিজের খোঁজ করছে । ওর মতো পোশাক পড়তে চায় সে । মীনাক্ষী যে লাল সালোয়ার পড়েছে তা মনে ধরেছে কিশোরী মেয়েটির৷’’ শোনালেন বিমান বসু ৷

আরও পড়ুন : বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী

বাম রাজনীতিতে নেতাদের উত্থান ধাপে ধাপে এসেছে । কিন্তু জনপ্রিয় নেত্রী ? আলিমুদ্দিন স্ট্রিটের চলমান এনসাইক্লোপিডিয়া বিমানবাবু বলছেন, ‘‘মনে করতে পারছি না । একজন মেয়ে বড় চাকরি ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করছে ৷ এটা মানুষ বহুদিন দেখেনি ৷ এবার অবশ্য বেশ কয়েকজন তরুণ মুখ বড় চাকরি ছেড়ে দলের কাজে যোগ দিয়েছে ৷’’ শেষ কার এমন উর্ধ্বমুখী জনপ্রিয়তা ছিল ? কার্যত প্রশ্ন শুনেই সটান উত্তর দিলেন বিমান বসু, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তার গ্রাফের সঙ্গে মীনাক্ষীর জনপ্রিয়তার মিল রয়েছে । শিক্ষকতা ছেড়ে বুদ্ধ দলের সর্বক্ষণের কর্মী হয়েছিল । সেই সময় বিষয়টি সাড়া ফেলেছিল । এবার মীনাক্ষীর ক্ষেত্রে সেইরকম দেখছি ।’’ যে মন্তব্যে পাম অ্যাভিনিউ, আলিমুদ্দিন ও নন্দীগ্রামকে কার্যত এক বন্ধনীতে নিয়ে এলেন বিমান বসু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.