কলকাতা, 30 মার্চ: দলীয় কার্যালয়ে এক যুবককে চড় মেরে ভোটের মুখে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ টালিগঞ্জের বিজেপি প্রার্থীর যুবককে চড় মারার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও দায় এড়ানোর চেষ্টা চালিয়েছেন সঙ্গীতশিল্পী-রাজনীতিক ৷
রবিবার দোলের দিন রানিকুঠিতে বিজেপির পার্টি অফিসের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ সেখানেই ঘটে এই ঘটনা ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি বাবুলকে শুধু টিভি ক্যামেরার সামনে বাইট ও পোজ় না-দিয়ে গুরুত্ব সহকারে প্রচার শুরু করতে বলছেন ৷ প্রথমে তাঁকে চুপ করতে বলেন বাবুল ৷ কিন্তু ওই ব্যক্তি সেই একই কথা বলে চলায় তাঁকে কষিয়ে এক চড় মারেন বিজেপি প্রার্থী ৷
আরও পড়ুন: বাবুল, নিশীথ, লকেট... বিজেপির প্রার্থীতালিকায় একাধিক হেভিওয়েট
এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাবুল যে ব্যক্তিকে চড় মেরেছেন, তিনি তৃণমূল ছেড়ে যাওয়া কোনও 'বিভীষণ' কি না তা জানতে চায় দল ৷ যদিও এই ঘটনার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে বাবুল দাবি করেন যে, তিনি ওই ব্যক্তিকে চড় মারেননি ৷ চড় মারতে গিয়েছিলেন ৷