ETV Bharat / city

পঞ্চম দফায় 20% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

author img

By

Published : Apr 13, 2021, 12:15 PM IST

বঙ্গে পঞ্চম দফার ভোটে মোট 318 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 65 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷

65-crorepati-candidates-in-phase-5-polls-in-west-bengal
চতুর্থ দফায় 20% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

কলকাতা, 13 এপ্রিল: রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে 20 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 3 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, পঞ্চম দফার 318 জন প্রার্থীর মধ্যে 65 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি93%
2 কোটি থেকে 5 কোটি টাকা175%
50 লাখ থেকে 2 কোটি টাকা9329%
10 লাখ থেকে 50 লাখ টাকা8828%
10 লাখের কম11135%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...

দলকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস23 (55%)
বিজেপি18 (40%)
জাতীয় কংগ্রেস5 (46%)
সিপিআইএম3 (12%)
নির্দল8 (10%)

পঞ্চম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 81.76 লক্ষ টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন নদিয়ার শান্তিপুরের কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 19 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন নির্দল ও একজন ফরওয়ার্ড ব্লকের ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কালিম্পঙের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা ৷ তাঁর সম্পদের পরিমাণ 18 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন উত্তর 24 পরগনার দেগঙ্গার ফরওয়ার্ড ব্লক প্রার্থী মহম্মদ হাসানুর জামান চৌধুরী ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 10 কোটি টাকার বেশি ৷

আরও পড়ুন: চতুর্থ দফায় 17% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন কালিম্পঙের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা ৷ দ্বিতীয় স্থানে আছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও তৃতীয় স্থানে আছেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ৷

কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন ভাঙড়ের নির্দল প্রার্থী নওসর আলি মোল্লা, যাদবপুরের নির্দল প্রার্থী মিস্টু দাস ও যাদবপুরের আর এক নির্দল প্রার্থী মেঘা চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন: দ্বিতীয় দফায় 15% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর

হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 11 জন প্রার্থীর গড় সম্পদ 3.09 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর গড় সম্পদ 1.96 কোটি টাকা, বিজেপির 45 জন প্রার্থীর গড় সম্পদ 1.14 কোটি টাকা এবং সিপিআইএম-এর 25 জন প্রার্থীর গড় সম্পদ 46.44 কোটি টাকা ৷

কলকাতা, 13 এপ্রিল: রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে 20 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 3 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, পঞ্চম দফার 318 জন প্রার্থীর মধ্যে 65 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি93%
2 কোটি থেকে 5 কোটি টাকা175%
50 লাখ থেকে 2 কোটি টাকা9329%
10 লাখ থেকে 50 লাখ টাকা8828%
10 লাখের কম11135%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...

দলকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস23 (55%)
বিজেপি18 (40%)
জাতীয় কংগ্রেস5 (46%)
সিপিআইএম3 (12%)
নির্দল8 (10%)

পঞ্চম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 81.76 লক্ষ টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন নদিয়ার শান্তিপুরের কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 19 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন নির্দল ও একজন ফরওয়ার্ড ব্লকের ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কালিম্পঙের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা ৷ তাঁর সম্পদের পরিমাণ 18 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন উত্তর 24 পরগনার দেগঙ্গার ফরওয়ার্ড ব্লক প্রার্থী মহম্মদ হাসানুর জামান চৌধুরী ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 10 কোটি টাকার বেশি ৷

আরও পড়ুন: চতুর্থ দফায় 17% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন কালিম্পঙের নির্দল প্রার্থী রুদেন সদা লেপচা ৷ দ্বিতীয় স্থানে আছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও তৃতীয় স্থানে আছেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ৷

কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন ভাঙড়ের নির্দল প্রার্থী নওসর আলি মোল্লা, যাদবপুরের নির্দল প্রার্থী মিস্টু দাস ও যাদবপুরের আর এক নির্দল প্রার্থী মেঘা চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন: দ্বিতীয় দফায় 15% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর

হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 11 জন প্রার্থীর গড় সম্পদ 3.09 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর গড় সম্পদ 1.96 কোটি টাকা, বিজেপির 45 জন প্রার্থীর গড় সম্পদ 1.14 কোটি টাকা এবং সিপিআইএম-এর 25 জন প্রার্থীর গড় সম্পদ 46.44 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.