ETV Bharat / city

Mamata Banerjee: আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর, মন্তব্য মুখ্যমন্ত্রীর

আজ শিক্ষক দিবস (Teachers Day) ৷ সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে (Teachers Day Programme) ৷ সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সকলকে নৈতিকতার পাঠ পড়িয়েছেন ৷

Bengal CM Mamata Banerjee on Moral Values at Teachers Day Programme
Mamata Banerjee: আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর, মন্তব্য মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Sep 5, 2022, 2:16 PM IST

Updated : Sep 5, 2022, 4:34 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসের অনুষ্ঠানের (Teachers Day Programme) মঞ্চ থেকে নৈতিকতার শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সরাসরি বললেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷’’ স্কুল ও কলেজগুলিতেও নৈতিকতার শিক্ষার পক্ষেও তিনি সওয়াল করেছেন তিনি (Mamata Banerjee on Moral Values) ৷ তাঁর মতে, ‘‘নৈতিক চরিত্র গঠনের উপর একটা সিলেবাস থাকা উচিত।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কত টাকার মালিক হলাম, এটা আমার পরিচয় না ৷ পয়সা আজ আছে, কাল নেই ৷ আপনারা যদি আমাকে বলেন আপনি হানড্রেট পারসেন্ট কন্ট্রোল করতে পারেন । আমি বলব সম্ভব না । ভগবান 100 শতাংশ কন্ট্রোল করতে পারেন । সে ক্ষেত্রে আমি কে ? আমি তো একজন সাধারন মানুষ । এগুলো নির্ভর করে নিজেদের উপরে ।’’

এর পরই তিনি আত্মনিয়ন্ত্রণের প্রসঙ্গ টানেন ৷ বলেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷ আমি কতটা নিজেকে ভালোভাবে চালাব, সেটাও নির্ভর করে আমার উপরে। সব কাজে সবাই সমান হয় না ৷ পাঁচটা আঙুল তো সমান হয় না ৷ সেই রকম সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে ৷’’

এর পর তাঁর আরও সংযোজন, ‘‘একটা মানুষ কী একটা খারাপ ব্যবহার করল, তার জন্য গোটা সমাজটাকে কুৎসা করে উগরে দিলাম । সবাইকে একই জায়গায় এনে ফেললাম, সেটা ঠিক হয় না । কখনও কখনও ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায় ।’’

অন্যদিকে এদিন তিনি বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলেন ৷ বাঙালির মেধার প্রশংসায় পঞ্চমুখ হলেন ৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমাদের ছেলে মেয়েরা যেভাবে তৈরি হচ্ছে, তাতে সারা পৃথিবী মেধায় বাঙালি দখল করে নেবে ৷’’ তবে তাঁর দাবি, বাংলার ছেলেমেয়েরা বাইরে পড়তে গেলেও বাংলায় ফিরে আসে জানুন ৷

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার আসার আগে বাংলায় 60-65 বছরে 12টা বিশ্ববিদ্যালয় হয়েছে ৷ পরবর্তী 11 বছরে তৃণমূল আমলে 30টি বিশ্ববিদ্যালয় হয়েছে ৷

আরও পড়ুন : 'ওঁরা ভিক্ষা চাইছেন না', শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে মমতাকে কড়া ভাষায় চিঠি অধীরের

কলকাতা, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসের অনুষ্ঠানের (Teachers Day Programme) মঞ্চ থেকে নৈতিকতার শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সরাসরি বললেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷’’ স্কুল ও কলেজগুলিতেও নৈতিকতার শিক্ষার পক্ষেও তিনি সওয়াল করেছেন তিনি (Mamata Banerjee on Moral Values) ৷ তাঁর মতে, ‘‘নৈতিক চরিত্র গঠনের উপর একটা সিলেবাস থাকা উচিত।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কত টাকার মালিক হলাম, এটা আমার পরিচয় না ৷ পয়সা আজ আছে, কাল নেই ৷ আপনারা যদি আমাকে বলেন আপনি হানড্রেট পারসেন্ট কন্ট্রোল করতে পারেন । আমি বলব সম্ভব না । ভগবান 100 শতাংশ কন্ট্রোল করতে পারেন । সে ক্ষেত্রে আমি কে ? আমি তো একজন সাধারন মানুষ । এগুলো নির্ভর করে নিজেদের উপরে ।’’

এর পরই তিনি আত্মনিয়ন্ত্রণের প্রসঙ্গ টানেন ৷ বলেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷ আমি কতটা নিজেকে ভালোভাবে চালাব, সেটাও নির্ভর করে আমার উপরে। সব কাজে সবাই সমান হয় না ৷ পাঁচটা আঙুল তো সমান হয় না ৷ সেই রকম সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে ৷’’

এর পর তাঁর আরও সংযোজন, ‘‘একটা মানুষ কী একটা খারাপ ব্যবহার করল, তার জন্য গোটা সমাজটাকে কুৎসা করে উগরে দিলাম । সবাইকে একই জায়গায় এনে ফেললাম, সেটা ঠিক হয় না । কখনও কখনও ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায় ।’’

অন্যদিকে এদিন তিনি বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলেন ৷ বাঙালির মেধার প্রশংসায় পঞ্চমুখ হলেন ৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমাদের ছেলে মেয়েরা যেভাবে তৈরি হচ্ছে, তাতে সারা পৃথিবী মেধায় বাঙালি দখল করে নেবে ৷’’ তবে তাঁর দাবি, বাংলার ছেলেমেয়েরা বাইরে পড়তে গেলেও বাংলায় ফিরে আসে জানুন ৷

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার আসার আগে বাংলায় 60-65 বছরে 12টা বিশ্ববিদ্যালয় হয়েছে ৷ পরবর্তী 11 বছরে তৃণমূল আমলে 30টি বিশ্ববিদ্যালয় হয়েছে ৷

আরও পড়ুন : 'ওঁরা ভিক্ষা চাইছেন না', শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে মমতাকে কড়া ভাষায় চিঠি অধীরের

Last Updated : Sep 5, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.