ETV Bharat / city

Mamata Banerjee's comment after victory: জনাদেশ দায়িত্ব আরও বাড়িয়ে দিল, সেঞ্চুরি হাঁকিয়ে মন্তব্য মমতার

ফের জনাদেশ দায়িত্ব আরও বাড়িয়ে দিল (gratitude to Ma Mati Manush) ৷ পৌরসভা নির্বাচনেও তৃণমূলের দুরন্ত ফলে এই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee's comment after victory) ৷

Bengal civic polls 2022: Heart-felt gratitude to Ma-Mati-Manush, says Mamata Banerjee after tmc's victory
ফের জনাদেশ দায়িত্ব আরও বাড়িয়ে দিল: মমতা
author img

By

Published : Mar 2, 2022, 2:18 PM IST

কলকাতা, 2 মার্চ: মা-মাটি-মানুষের জন্য আন্তরিক শ্রদ্ধা (gratitude to Ma Mati Manush) ৷ পৌরসভা নির্বাচনে জনাদেশ তৃণমূলের দিকে যাওয়ায় এভাবেই কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata tweet on civic polls result)৷ এই জয় তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে মন্তব্য করেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে টুইটে মমতা (Mamata Banerjee's comment after victory) লেখেন, "আরও একটা জনদেশ আমাদের দিকে দেওয়ার জন্য মা-মাটি-মানুষকে হার্দিক শ্রদ্ধা জানাই ৷ পৌরসভা নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জানাই অভিনন্দন ৷"

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : তাল কাটল পাহাড়ে, দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিল সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি

তিনি (mamata tweet on civic polls result) আরও লিখেছেন, "এই জয় থেকে আমাদের কর্তব্য ও নিষ্ঠা আরও বেড়ে গেল ৷ আসুন, রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি ৷ জয় বাংলা ৷"

  • Heart-felt gratitude to Ma-Mati-Manush for according yet another overwhelming mandate to us. Congratulations to the winning candidates of All India Trinamool Congress in the Municipal Elections. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের 108টি পৌরভোটেও সবুজ ঝড় অব্যাহত থাকল ৷ মাথাই তুলতে পারল না বিরোধীরা ৷ 102টি পুরসভাতেই ফুটেছে ঘাসফুল ৷ ধুয়ে মুছে প্রায় সাফ বিজেপি ৷ টিম টিম করে জ্বলে কিছুটা আশার আলো জ্বালিয়েছে বামেরা ৷ তৃণমূলের জয়রথে একমাত্র তাল কেটেছে পাহাড়ে ৷ দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিয়েছে সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি ৷

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

কলকাতা, 2 মার্চ: মা-মাটি-মানুষের জন্য আন্তরিক শ্রদ্ধা (gratitude to Ma Mati Manush) ৷ পৌরসভা নির্বাচনে জনাদেশ তৃণমূলের দিকে যাওয়ায় এভাবেই কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata tweet on civic polls result)৷ এই জয় তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে মন্তব্য করেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে টুইটে মমতা (Mamata Banerjee's comment after victory) লেখেন, "আরও একটা জনদেশ আমাদের দিকে দেওয়ার জন্য মা-মাটি-মানুষকে হার্দিক শ্রদ্ধা জানাই ৷ পৌরসভা নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জানাই অভিনন্দন ৷"

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : তাল কাটল পাহাড়ে, দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিল সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি

তিনি (mamata tweet on civic polls result) আরও লিখেছেন, "এই জয় থেকে আমাদের কর্তব্য ও নিষ্ঠা আরও বেড়ে গেল ৷ আসুন, রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি ৷ জয় বাংলা ৷"

  • Heart-felt gratitude to Ma-Mati-Manush for according yet another overwhelming mandate to us. Congratulations to the winning candidates of All India Trinamool Congress in the Municipal Elections. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের 108টি পৌরভোটেও সবুজ ঝড় অব্যাহত থাকল ৷ মাথাই তুলতে পারল না বিরোধীরা ৷ 102টি পুরসভাতেই ফুটেছে ঘাসফুল ৷ ধুয়ে মুছে প্রায় সাফ বিজেপি ৷ টিম টিম করে জ্বলে কিছুটা আশার আলো জ্বালিয়েছে বামেরা ৷ তৃণমূলের জয়রথে একমাত্র তাল কেটেছে পাহাড়ে ৷ দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিয়েছে সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি ৷

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.