ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : কাঁথির পৌরভোট বাতিলের দাবিতে বিজেপির মামলা গ্রহণ করল হাইকোর্ট - Bengal Civic Polls 2022

কলকাতা হাইকোর্টে গৃহীত হল বিজেপির মামলা ৷ কাঁথি পৌরসভার ভোট বাতিল করার আবেদন করে মামলা করেছে বিজেপি (Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election) ৷ শীঘ্রই সেই মামলা শুরু হবে ৷

Bengal Civic Polls 2022 Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election
Bengal Civic Polls 2022 Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election
author img

By

Published : Feb 28, 2022, 1:07 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী ৷ সেখানে কাঁথি পৌরসভার ভোট বাতিল করার আবেদন করেছে বিজেপি ৷ অভিযোগ করা হয়েছে, কাঁথিতে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি ৷ আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে (Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election) ৷ শুনানি শীঘ্র হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ৷

27 ফেব্রুয়ারি রাজ্যের পৌরসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস এবং ব্যাপক ভোট লুঠের অভিযোগ করেছে বিরোধীরা ৷ তেমনি কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি ৷ এদিন ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলার আবেদন করে ৷ সেই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : BJP Calls Bengal Strike : পৌরভোটে তাণ্ডব, সকালে হুগলিতে ট্রেন অবরোধ বিজেপি সমর্থকদের

পাশাপাশি, রাজ্যের অন্যান্য পৌরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে ৷ বিজেপির সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ অশান্তির অভিযোগে অধিকাংশ পৌরসভার ভোট বাতিলের আবেদন করে হাইকোর্টে মামলা করতে পারে বিজেপি ৷ আজ রাজ্যে 12 ঘণ্টার ধর্মঘটের পর সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

কলকাতা, 28 ফেব্রুয়ারি : কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী ৷ সেখানে কাঁথি পৌরসভার ভোট বাতিল করার আবেদন করেছে বিজেপি ৷ অভিযোগ করা হয়েছে, কাঁথিতে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি ৷ আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে (Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election) ৷ শুনানি শীঘ্র হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ৷

27 ফেব্রুয়ারি রাজ্যের পৌরসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস এবং ব্যাপক ভোট লুঠের অভিযোগ করেছে বিরোধীরা ৷ তেমনি কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি ৷ এদিন ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলার আবেদন করে ৷ সেই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : BJP Calls Bengal Strike : পৌরভোটে তাণ্ডব, সকালে হুগলিতে ট্রেন অবরোধ বিজেপি সমর্থকদের

পাশাপাশি, রাজ্যের অন্যান্য পৌরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে ৷ বিজেপির সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ অশান্তির অভিযোগে অধিকাংশ পৌরসভার ভোট বাতিলের আবেদন করে হাইকোর্টে মামলা করতে পারে বিজেপি ৷ আজ রাজ্যে 12 ঘণ্টার ধর্মঘটের পর সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.